Ajker Patrika

পশ্চিম তীরে ২২ নতুন ইহুদি বসতির অনুমোদন ইসরায়েলের

আজকের পত্রিকা ডেস্ক­
পশ্চিম তীরে নতুন ২২টি বসতি স্থাপনের অনুমতি দিয়েছে ইসরায়েল। ছবি: এএফপি
পশ্চিম তীরে নতুন ২২টি বসতি স্থাপনের অনুমতি দিয়েছে ইসরায়েল। ছবি: এএফপি

ফিলিস্তিনের অধিকৃত ভূখণ্ড পশ্চিম তীরে নতুন করে আরও ২২টি ইহুদি বসতি স্থাপনের অনুমতি দিয়েছে ইসরায়েল সরকার। এই সংখ্যা বিগত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বেশি। এই ২২টি বসতির মধ্য বেশ কয়েকটি আগে থেকেই বেআইনিভাবে তৈরি করা হয়েছিল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি মন্ত্রীরা অধিকৃত পশ্চিম তীরে ২২টি নতুন ইহুদি বসতি স্থাপনের অনুমোদন দিয়েছেন, যা গত কয়েক দশকের মধ্যে বৃহত্তম সম্প্রসারণ। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এবং অর্থমন্ত্রী বেজালেল স্মতরিচের মতে, এই বসতিগুলোর মধ্যে কয়েকটি এরই মধ্যে সরকারি অনুমোদন ছাড়াই ফাঁড়ি হিসাবে বিদ্যমান ছিল, কিন্তু এখন ইসরায়েলি আইন অনুযায়ী সেগুলোকে বৈধ করা হবে।

আন্তর্জাতিক আইনে বসতি স্থাপনকে অবৈধ বলে মনে করা হলেও, ইসরায়েল এই বিষয়টি অস্বীকার করে। এই বসতি স্থাপন ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে অন্যতম বিতর্কিত বিষয়। কাৎজ বলেছেন, এই পদক্ষেপ ‘ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা প্রতিরোধ করবে।’ তাঁর মতে, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ‘ইসরায়েলের জন্য বিপজ্জনক হতে পারে।’

অন্যদিকে, ফিলিস্তিনি প্রেসিডেন্সি এই পদক্ষেপকে ‘বিপজ্জনক উসকানি’ বলে অভিহিত করেছে। ইসরায়েলি বসতি বিরোধী পর্যবেক্ষক সংস্থা পিস নাউ জানিয়েছে, নতুন বসতিগুলি ‘পশ্চিম তীরের চিত্রকে নাটকীয়ভাবে পরিবর্তন করবে এবং দখলদারত্বকে আরও সুসংহত করবে।’

১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধে ইসরায়েল পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম দখল করার পর থেকে এ পর্যন্ত প্রায় ১৬০টি বসতি নির্মাণ করেছে। এই বসতিগুলোতে প্রায় ৭ লাখ ইহুদি বসবাস করে। ফিলিস্তিনিরা এই ভূমিকে তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের অংশ হিসাবে চায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় স্বর্ণের কারিগরসহ দুই ব্যক্তি নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত