Ajker Patrika

কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনে সম্মত কানাডা ও সৌদি

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ২৬ মে ২০২৩, ১২: ৫০
কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনে সম্মত কানাডা ও সৌদি

কানাডা ও সৌদি আরব আবার পুরোপুরি কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন এবং নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিতে সম্মত হয়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের। 

গত বুধবার দেওয়া বিবৃতিতে উভয় দেশই এ কথা জানিয়েছে। এর মধ্য দিয়ে ২০১৮ সালে দুই দেশের মধ্যে শুরু হওয়া বিরোধের অবসান হতে যাচ্ছে, যা দ্বিপক্ষীয় সম্পর্ক ও বাণিজ্য ব্যাহত করেছিল।

উভয় দেশের বিবৃতি অনুযায়ী, গত বছরের নভেম্বরে ব্যাংককে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশনের (এপেক) শীর্ষ সম্মেলন চলাকালে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মধ্যে হওয়া আলোচনার ধারাবাহিকতায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, পারস্পরিক শ্রদ্ধা ও সাধারণ স্বার্থের ভিত্তিতে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের আকাঙ্ক্ষা থেকে সিদ্ধান্তটি এসেছে। 

২০১৮ সালে সৌদি আরব দুজন নারী অধিকারকর্মীকে আটক করলে তাঁদের তাৎক্ষণিক মুক্তির আহ্বান জানিয়ে রিয়াদের কানাডা দূতাবাস আরবি ভাষায় একটি টুইট করেছিল। এ নিয়ে রিয়াদ ও অটোয়ার বিরোধ শুরু হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত