লাতিন আমেরিকার সাতটি দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে ভেনেজুয়েলা। নির্বাচন নিয়ে উত্তাল দেশটির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ তুলে এসব দেশের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে। ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি থেকে এ তথ্য জানা গেছে।
চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিনহুয়ার প্রতিবেদনে ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলা হয়েছে, লাতিনের সাত দেশ আর্জেন্টিনা, চিলি, কোস্টারিকা, পানামা, ডমিনিকান রিপাবলিক ও উরুগুয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে দেশটি। স্থানীয় সময় গতকাল সোমবার এ বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়েছে, ভেনেজুয়েলা আর্জেন্টিনা, চিলি, কোস্টারিকা, পানামা, ডমিনিকান রিপাবলিক ও উরুগুয়েকে বলেছে, তারা যেন কারাকাস থেকে তাদের কূটনৈতিক মিশনে থাকা সব কর্মকর্তা-কর্মচারীকে প্রত্যাহার করতে বলেছে। একই সঙ্গে এসব দেশ থেকে ভেনেজুয়েলার কূটনীতিকদেরও দেশে ফিরতে বলা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘এই দেশগুলো ওয়াশিংটনের অধীন এবং...আন্তর্জাতিক ফ্যাসিবাদের আদর্শিক নীতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।’
ভেনেজুয়েলা সরকার সেই সাতটি দেশের সরকারের বিরুদ্ধে দেশটির অভ্যন্তরীণ বিষয়ে ‘হস্তক্ষেপ’ করার অভিযোগ করেছে। বিশেষ করে গত রোববার অনুষ্ঠিত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ করেছে কারাকাস। এই নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তৃতীয় মেয়াদে আরও ছয় বছরের জন্য নির্বাচিত হয়েছেন।
এদিকে, লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার বিতর্কিত নির্বাচনে নিকোলাস মাদুরোর জয়ের দাবির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে প্রেসিডেন্ট প্রাসাদের দিকে যাচ্ছেন হাজার হাজার বিক্ষোভকারী। সামাজিক যোগাযোগমাধ্যমেও ঝড় উঠেছে প্রতিবাদের। বিক্ষোভকারীদের দমাতে রাজধানী কারাকাসে প্রেসিডেন্ট ভবন ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এর আগে ভেনেজুয়েলার ভোটের ফলাফল নিয়ে উদ্বেগ জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তিনি বলেন, ভোটে দেশটির জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেনি। ১১ বছর ধরে ভেনেজুয়েলার ক্ষমতায় আছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এই সময়ে দেশটির অর্থনৈতিক সংকট নিয়ে জনমনে চরম অসন্তোষ দেখা দিয়েছে।
গতকাল সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ফলাফলে বিজয়ী হয়েছেন নিকোলাস মাদুরো। আমেরিকার নিষেধাজ্ঞা এবং দেশের চলমান অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক চাপে থাকা মাদুরো টানা তৃতীয় মেয়াদে দেশটির প্রেসিডেন্ট হতে যাচ্ছেন।
প্রেসিডেন্ট হিসেবে ১১ বছর ধরে ভেনেজুয়েলার ক্ষমতায় আছেন নিকোলাস মাদুরো। এই নির্বাচনকে মাদুরোর রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হিসেবে বিবেচনা করা হয়। কারণ দেশটিতে বিদ্যমান অর্থনৈতিক সংকট ও মাদুরো সরকারের রাজনৈতিক দমন-পীড়নে ক্ষুব্ধ জনগণ। এর পাশাপাশি আমেরিকান চাপ তো রয়েছেই।
আরও পড়ুন:
লাতিন আমেরিকার সাতটি দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে ভেনেজুয়েলা। নির্বাচন নিয়ে উত্তাল দেশটির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ তুলে এসব দেশের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে। ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি থেকে এ তথ্য জানা গেছে।
চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিনহুয়ার প্রতিবেদনে ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলা হয়েছে, লাতিনের সাত দেশ আর্জেন্টিনা, চিলি, কোস্টারিকা, পানামা, ডমিনিকান রিপাবলিক ও উরুগুয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে দেশটি। স্থানীয় সময় গতকাল সোমবার এ বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়েছে, ভেনেজুয়েলা আর্জেন্টিনা, চিলি, কোস্টারিকা, পানামা, ডমিনিকান রিপাবলিক ও উরুগুয়েকে বলেছে, তারা যেন কারাকাস থেকে তাদের কূটনৈতিক মিশনে থাকা সব কর্মকর্তা-কর্মচারীকে প্রত্যাহার করতে বলেছে। একই সঙ্গে এসব দেশ থেকে ভেনেজুয়েলার কূটনীতিকদেরও দেশে ফিরতে বলা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘এই দেশগুলো ওয়াশিংটনের অধীন এবং...আন্তর্জাতিক ফ্যাসিবাদের আদর্শিক নীতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।’
ভেনেজুয়েলা সরকার সেই সাতটি দেশের সরকারের বিরুদ্ধে দেশটির অভ্যন্তরীণ বিষয়ে ‘হস্তক্ষেপ’ করার অভিযোগ করেছে। বিশেষ করে গত রোববার অনুষ্ঠিত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ করেছে কারাকাস। এই নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তৃতীয় মেয়াদে আরও ছয় বছরের জন্য নির্বাচিত হয়েছেন।
এদিকে, লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার বিতর্কিত নির্বাচনে নিকোলাস মাদুরোর জয়ের দাবির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে প্রেসিডেন্ট প্রাসাদের দিকে যাচ্ছেন হাজার হাজার বিক্ষোভকারী। সামাজিক যোগাযোগমাধ্যমেও ঝড় উঠেছে প্রতিবাদের। বিক্ষোভকারীদের দমাতে রাজধানী কারাকাসে প্রেসিডেন্ট ভবন ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এর আগে ভেনেজুয়েলার ভোটের ফলাফল নিয়ে উদ্বেগ জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তিনি বলেন, ভোটে দেশটির জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেনি। ১১ বছর ধরে ভেনেজুয়েলার ক্ষমতায় আছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এই সময়ে দেশটির অর্থনৈতিক সংকট নিয়ে জনমনে চরম অসন্তোষ দেখা দিয়েছে।
গতকাল সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ফলাফলে বিজয়ী হয়েছেন নিকোলাস মাদুরো। আমেরিকার নিষেধাজ্ঞা এবং দেশের চলমান অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক চাপে থাকা মাদুরো টানা তৃতীয় মেয়াদে দেশটির প্রেসিডেন্ট হতে যাচ্ছেন।
প্রেসিডেন্ট হিসেবে ১১ বছর ধরে ভেনেজুয়েলার ক্ষমতায় আছেন নিকোলাস মাদুরো। এই নির্বাচনকে মাদুরোর রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হিসেবে বিবেচনা করা হয়। কারণ দেশটিতে বিদ্যমান অর্থনৈতিক সংকট ও মাদুরো সরকারের রাজনৈতিক দমন-পীড়নে ক্ষুব্ধ জনগণ। এর পাশাপাশি আমেরিকান চাপ তো রয়েছেই।
আরও পড়ুন:
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের এমপি ও দলটির সাবেক প্রেসিডেন্ট রাহুল গান্ধীকে আটক করেছে দিল্লি পুলিশ। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে তাঁকে আটক করা হয়।
২১ মিনিট আগেছিন্নমূল মানুষদের ওয়াশিংটন ডিসি থেকে ছাড়তে বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শহরের অপরাধ দমন করার অঙ্গীকার পূরণে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। গতকাল রোববার এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘আমরা আপনাদের থাকার জায়গা দেব, তবে রাজধানী থেকে অনেক দূরে।’
১ ঘণ্টা আগেআফগানিস্তানে জাতিসংঘের নারী কর্মীদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে। রোববার আফগানিস্তানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সর্বশেষ প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। ওই প্রতিবেদনে উঠে এসেছে ভয়াবহ এই তথ্য। কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, জাতিসংঘের ওই প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর মে মাসে...
১ ঘণ্টা আগেভারতে রাখি বন্ধন উদ্যাপনের পর বোনকে হত্যা করেছে অরবিন্দ নামের এক যুবক। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, বোনের প্রেমের সম্পর্ক মানতে না পেরে তাকে হত্যা করেছে ২৫ বছর বয়সী ওই যুবক। উত্তর প্রদেশের ঝাঁসি জেলার গারউথা এলাকায় এই ঘটনা ঘটেছে।
২ ঘণ্টা আগে