আজকের পত্রিকা ডেস্ক
কলম্বিয়ায় পৃথক দুই হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশত মানুষ। কর্তৃপক্ষ এ হামলার জন্য বিপ্লবী সশস্ত্র গোষ্ঠী ফার্ক-এর ভিন্নমতাবলম্বী অংশ এবং কুখ্যাত মাদক কার্টেল গালফ ক্ল্যানকে দায়ী করেছে।
গতকাল বৃহস্পতিবার দেশটির তৃতীয় বৃহত্তম শহর কালিতে কলম্বিয়ান এয়ারোস্পেস ফোর্সের কাছে বিস্ফোরকবোঝাই একটি গাড়ি বিস্ফোরিত হয়। মেয়র কার্যালয়ের তথ্য অনুযায়ী, এতে ছয়জন নিহত এবং অন্তত ৭১ জন আহত হয়েছেন।
কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো সামাজিক যোগাযোগমাধ্যমে আটক এক সন্দেহভাজনের ছবি প্রকাশ করে জানান, ওই ব্যক্তি ফার্ক ভিন্নমতাবলম্বীদের সংগঠন ইএমসি (এসটাডো মেয়র সেন্ট্রাল)-এর সদস্য এবং মাদক কারবারিদের অধীনে কাজ করে।
এর কয়েক ঘণ্টা আগে অ্যান্টিওকিয়া বিভাগের আমালফি এলাকায় কোকা চাষ ধ্বংসের অভিযানে নিয়োজিত জাতীয় পুলিশের একটি ব্ল্যাক হক হেলিকপ্টার ড্রোন হামলায় ভূপাতিত হয়। এতে ১২ জন পুলিশ সদস্য নিহত হন।
অ্যান্টিওকিয়ার গভর্নর আন্দ্রেস জুলিয়ান জানান, হেলিকপ্টারটি কোকা খেতের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় ড্রোন হামলার শিকার হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, হামলার ফলে হেলিকপ্টারে আগুন ধরে যায়।
পেত্রো প্রাথমিকভাবে হেলিকপ্টার হামলার জন্য দেশের সবচেয়ে বড় সক্রিয় মাদক কার্টেল ‘গালফ ক্ল্যান’কে দায়ী করেন। গালফ ক্ল্যানের একটি কোকেন চালান জব্দ করার প্রতিশোধ হিসেবে হেলিকপ্টারটিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল বলে দাবি করেন তিনি।
জাতিসংঘের মাদক ও অপরাধ দপ্তরের (ইউএনওডিসি) সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, কলম্বিয়ায় কোকা পাতার চাষ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ২০২৩ সালে আবাদি জমি রেকর্ড ২ লাখ ৫৩ হাজার হেক্টরে (প্রায় ৬ লাখ ২৫ হাজার একর) পৌঁছায়। কোকা পাতা হলো কোকেন তৈরির মূল উপাদান।
প্রেসিডেন্ট পেত্রো পরে ঘোষণা দেন, তিনি আন্তর্জাতিক পর্যায়ে উদ্যোগ নেবেন যাতে গালফ ক্ল্যান ও ফার্ক ভিন্নমতাবলম্বীদের ‘সন্ত্রাসী’ ঘোষণা করে বিশ্বের যেকোনো প্রান্তে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়।
প্রেসিডেন্ট পেত্রো হামলার নিন্দা জানিয়ে বলেন, ২০১৬ সালে স্বাক্ষরিত শান্তিচুক্তি মানতে অস্বীকৃতি জানানো ফার্কের ভিন্নমতাবলম্বী অংশগুলোই এই হামলার জন্য দায়ী। ওই শান্তিচুক্তির মাধ্যমে দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধের অবসান ঘটানো হয়েছিল, যে সংঘাতে ইতোমধ্যে সাড়ে চার লাখের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে।
কলম্বিয়ায় পৃথক দুই হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশত মানুষ। কর্তৃপক্ষ এ হামলার জন্য বিপ্লবী সশস্ত্র গোষ্ঠী ফার্ক-এর ভিন্নমতাবলম্বী অংশ এবং কুখ্যাত মাদক কার্টেল গালফ ক্ল্যানকে দায়ী করেছে।
গতকাল বৃহস্পতিবার দেশটির তৃতীয় বৃহত্তম শহর কালিতে কলম্বিয়ান এয়ারোস্পেস ফোর্সের কাছে বিস্ফোরকবোঝাই একটি গাড়ি বিস্ফোরিত হয়। মেয়র কার্যালয়ের তথ্য অনুযায়ী, এতে ছয়জন নিহত এবং অন্তত ৭১ জন আহত হয়েছেন।
কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো সামাজিক যোগাযোগমাধ্যমে আটক এক সন্দেহভাজনের ছবি প্রকাশ করে জানান, ওই ব্যক্তি ফার্ক ভিন্নমতাবলম্বীদের সংগঠন ইএমসি (এসটাডো মেয়র সেন্ট্রাল)-এর সদস্য এবং মাদক কারবারিদের অধীনে কাজ করে।
এর কয়েক ঘণ্টা আগে অ্যান্টিওকিয়া বিভাগের আমালফি এলাকায় কোকা চাষ ধ্বংসের অভিযানে নিয়োজিত জাতীয় পুলিশের একটি ব্ল্যাক হক হেলিকপ্টার ড্রোন হামলায় ভূপাতিত হয়। এতে ১২ জন পুলিশ সদস্য নিহত হন।
অ্যান্টিওকিয়ার গভর্নর আন্দ্রেস জুলিয়ান জানান, হেলিকপ্টারটি কোকা খেতের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় ড্রোন হামলার শিকার হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, হামলার ফলে হেলিকপ্টারে আগুন ধরে যায়।
পেত্রো প্রাথমিকভাবে হেলিকপ্টার হামলার জন্য দেশের সবচেয়ে বড় সক্রিয় মাদক কার্টেল ‘গালফ ক্ল্যান’কে দায়ী করেন। গালফ ক্ল্যানের একটি কোকেন চালান জব্দ করার প্রতিশোধ হিসেবে হেলিকপ্টারটিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল বলে দাবি করেন তিনি।
জাতিসংঘের মাদক ও অপরাধ দপ্তরের (ইউএনওডিসি) সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, কলম্বিয়ায় কোকা পাতার চাষ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ২০২৩ সালে আবাদি জমি রেকর্ড ২ লাখ ৫৩ হাজার হেক্টরে (প্রায় ৬ লাখ ২৫ হাজার একর) পৌঁছায়। কোকা পাতা হলো কোকেন তৈরির মূল উপাদান।
প্রেসিডেন্ট পেত্রো পরে ঘোষণা দেন, তিনি আন্তর্জাতিক পর্যায়ে উদ্যোগ নেবেন যাতে গালফ ক্ল্যান ও ফার্ক ভিন্নমতাবলম্বীদের ‘সন্ত্রাসী’ ঘোষণা করে বিশ্বের যেকোনো প্রান্তে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়।
প্রেসিডেন্ট পেত্রো হামলার নিন্দা জানিয়ে বলেন, ২০১৬ সালে স্বাক্ষরিত শান্তিচুক্তি মানতে অস্বীকৃতি জানানো ফার্কের ভিন্নমতাবলম্বী অংশগুলোই এই হামলার জন্য দায়ী। ওই শান্তিচুক্তির মাধ্যমে দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধের অবসান ঘটানো হয়েছিল, যে সংঘাতে ইতোমধ্যে সাড়ে চার লাখের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে।
শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেকে গ্রেপ্তার করা হয়েছে। সরকারি তহবিল অপব্যবহারের অভিযোগে তাঁকে আজ শুক্রবার গ্রেপ্তার করেছে দেশটির আর্থিক অপরাধ তদন্ত বিভাগ। এই ঘটনা শ্রীলঙ্কার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
২৮ মিনিট আগেভারতের ত্রিপুরা রাজ্যে ভারত-বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে অনুপ্রবেশের অভিযোগে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর এক সদস্যকে আটক করা হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমে খবর এসেছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, অনুপ্রবেশের দায়ে ওই বিজিবি সদস্যকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
২ ঘণ্টা আগেপ্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোয়েন্দা সংস্থার ওপর আক্রমণ আরও তীব্র করেছেন। সম্প্রতি, সিআইএ-র একজন শীর্ষ কর্মকর্তাসহ মোট ৩৭ জন কর্মরত ও সাবেক কর্মকর্তার নিরাপত্তা ছাড়পত্র বাতিল করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ‘সংবিধানের প্রতি শপথ ভঙ্গের’ অভিযোগ আনা হয়েছে।
৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রে বিদেশি বংশোদ্ভূত চালকদের অর্ধেকেরও বেশি লাতিন আমেরিকা থেকে এসেছেন। আর সাম্প্রতিক বছরগুলোতে ভারত এবং পূর্ব ইউরোপীয় দেশগুলো, বিশেষ করে ইউক্রেন থেকে উল্লেখযোগ্য সংখ্যক চালক এসেছেন।
৪ ঘণ্টা আগে