Ajker Patrika

আসামে একুশের চেতনায় বাঙালির অধিকার রক্ষার লড়াই

কলকাতা প্রতিনিধি
আসামে একুশের চেতনায় বাঙালির অধিকার রক্ষার লড়াই

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের চেতনাকে কাজে লাগিয়ে নিজেদের অধিকার রক্ষার লড়াইকে আরও তীব্র করে তুলতে চাইছেন ভারতের আসামের বাঙালিরা। আজ সোমবার বাঙালি অধ্যুষিত বরাক উপত্যকায় ভাষা আইন সুরক্ষা সমিতির ডাকে বাংলা ভাষার অর্জিত অধিকার রক্ষায় পদযাত্রার আয়োজন করা হয়। 

আসামের ভাষা অন্দোলনে ১১ ভাষা শহীদের শহর শিলচর থেকে আসাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও সংগঠনটির সভাপতি ড. তপোধীর ভট্টাচার্য জানান, একুশের চেতনাকে কাজে লাগিয়ে অসাম্প্রদায়িক বাঙালি জাতির আন্দোলন আজও অব্যাহত।

শুধু শিলচরেই নয়, উত্তর-পূর্ব ভারতে আগরতলা, গুয়াহাটি, শিলংসহ অন্য শহরে যথাযোগ্যভাবে পালিত হচ্ছে অমর একুশে। দিল্লি দূতাবাস, কলকাতা উপদূতাবাস, গুয়াহাটি ও আগরতলা সহকারী দূতাবাসও দিনটি পালন করছে যথাযথ মর্যাদার সঙ্গে। এ ছাড়া বিভিন্ন রাজ্য সরকার ও বেসরকারি সংস্থাও পালন করছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। গুয়াহাটির ব্যতিক্রম, কলকাতার ভাষা ও চেতনা সমিতি একুশকে মাথায় রেখে আগে থেকেই শুরু করে ভাষা উৎসব। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত