Ajker Patrika

স্ত্রীর ফোনে আড়িপাতা গোপনীয়তার লঙ্ঘন: ভারতের হাইকোর্ট

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ২০: ৪৯
স্ত্রীর ফোনে আড়িপাতা গোপনীয়তার লঙ্ঘন: ভারতের হাইকোর্ট

স্ত্রীর অজান্তে ফোনে আড়িপাতা ‘গোপনীয়তা লঙ্ঘন’ বলে পর্যবেক্ষণ দিয়েছেন ভারতের হরিয়ানা ও পাঞ্জাবের হাইকোর্ট। আজ সোমবার ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালে বাথিন্দার পারিবারিক আদালতের দেওয়া আদেশকে চ্যালেঞ্জ করে এক নারী গত মাসে রিট করেন। সেই রিটের পর্যবেক্ষণে বিচারপতি লিসা গিল স্ত্রীর ফোনে আড়িপাতা যাবে না, এই মর্মে পর্যবেক্ষণ দিলেন। 

বাথিন্দার সেই পারিবারিক আদালতে ওই নারীর স্বামীকে শর্ত সাপেক্ষে সত্যতা প্রমাণের লক্ষ্যে স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলার রেকর্ড জমা দেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। সেই পরিপ্রেক্ষিতেই স্ত্রীর ফোনে আড়িপাতা ‘গোপনীয়তা লঙ্ঘন’- এই মর্মে ভারতের হরিয়ানা ও পাঞ্জাব হাইকোর্টের পর্যবেক্ষণ এল। 

২০০৯ সালে ওই দম্পতির বিয়ে হয়। ২০১৭ সালে ওই নারীর স্বামী বিচ্ছেদের আবেদন করেন। তাঁদের ঘরে একটি কন্যাসন্তান রয়েছে। বিচ্ছেদের আবেদনের পরিপ্রেক্ষিতে জেরা করার সময়, প্রমাণাদি উপস্থাপনের ক্ষেত্রে মেমোরি কার্ড বা মোবাইল ফোনের চিপে রেকর্ড করা কথোপকথনের সিডি এবং প্রতিলিপিসহ আদালতে সম্পূরক হলফনামা জমা দেওয়ার অনুমতি চাওয়া হয়েছিল। পরে ২০২০ সালে বাথিন্দার পারিবারিক আদালত শর্ত সাপেক্ষে সত্যতা প্রমাণের জন্য স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলার রেকর্ড জমা দেওয়ার অনুমতি দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত