Ajker Patrika

পোশাকের জন্য নারীকে অ্যাসিড ছোড়ার হুমকি, চাকরি হারালেন যুবক 

আপডেট : ১১ অক্টোবর ২০২৪, ১৯: ৩৫
পোশাকের জন্য নারীকে অ্যাসিড ছোড়ার হুমকি, চাকরি হারালেন যুবক 

সামাজিক যোগাযোগমাধ্যমে পোশাকের কারণে নারীকে অ্যাসিড ছোড়ার হুমকি দেন বেঙ্গালুরুর যুবক নিকিত শেট্টি। এর জেরে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করেছে কোম্পানি। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় ‘খারাপ পোশাক’ পরার কারণেই নারীকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। এরই মধ্যে পুলিশের কাছে গিয়ে অভিযোগ দায়ের করেছেন ওই নারীর স্বামী শাহবাজ আনসার। 

সাংবাদিক শাহবাজ আনসার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে টুইটারে লিখেন, ‘অভিযুক্ত নিকিতের আমার স্ত্রীর পোশাক পরা নিয়ে আপত্তি। সে কারণেই সরাসরি সে আমার স্ত্রীকে অ্যাসিড ছোড়ার হুমকি দিয়েছে। আপনারা দয়া করে এই পরিস্থিতি থেকে আমাদের রক্ষা করুন। আমার স্ত্রীকে বাঁচান। নাহলে বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতেই পারে।’ 

নিকিতের কোম্পানি এটিওস সার্ভিসেস জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় বিষয়টি ছড়িয়ে পড়তেই নিকিতকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

কোম্পানিটি এক বিবৃতিতে বলেছে, ‘আমাদের কর্মী, নিকিত শেট্টি এক নারীর পোশাক পরা নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। তাঁকে অ্যাসিড মারার হুমকি দেওয়া হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক। আমরা এর জন্য দুঃখিত। এরই মধ্যে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে।’  

পাশাপাশি কোম্পানিটি স্পষ্ট বলেছে, ‘আমরা চাই নিরাপদ এবং সুষ্ঠু পরিবেশ বজায় থাকুক। সে কারণে যে পদক্ষেপ নেওয়া দরকার আমরা তা নিয়েছি। পাঁচ বছরের জন্য নিকিতের চাকরি বাতিল করে দেওয়া হয়েছে। পুলিশের কাছেও তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।’ 

কোম্পানির এমন পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন বহু মানুষ। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কড়া আইনগত পদক্ষেপের দাবিতে সরব হয়েছেন।

ভারতীয় ন্যায়সংহিতার (বিএনএস) ১২৪ ধারায় অ্যাসিড বা অনুরূপ পদার্থ ব্যবহার করে আক্রমণের সঙ্গে জড়িত অপরাধের শাস্তির বিধান বর্ণিত আছে। এই ধারায় এসিড হামলার মাধ্যমে স্থায়ী ক্ষতি বা গুরুতর ক্ষতি করার জন্য গুরুতর জরিমানা আরোপ করা হয়েছে, যার মধ্যে ভুক্তভোগীর চিকিৎসা খরচ মেটানো, যাবজ্জীবন কারাদণ্ড এবং জরিমানার বিধান রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত