এবার পেগাসাস স্পাইওয়্যার ইস্যুতে সরকারকে খোঁচা দিয়ে মশকরা করলেন কংগ্রেস নেতা ও ভারতের সাবেক কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম। রোববার সাবেক এই মন্ত্রী রসিকতা করে আরও স্পাইওয়্যার কিনতে পরামর্শ (!) দিয়ে সরকারের উদ্দেশ্যে বলেন, ২০২৪ সালের আসন্ন নির্বাচনকে সামনে রেখে বাজেট দ্বিগুণ করে সরকার আরও স্পাইওয়্যার কিনতে পারে।
এর আগে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে ভারত সরকার ইসরায়েলের নিরাপত্তা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান এনএসও-এর কাছ থেকে ফোনে আড়িপাতার সফটওয়্যার পেগাসাস স্পাইওয়্যার ক্রয়ের বিষয়টি ফাঁস করে। তারই পরিপ্রেক্ষিতে ভারত সরকারের মন্ত্রী সাবেক জেনারেল ভিকে সিং নিউইয়র্ক টাইমসকে ‘সুপারি মিডিয়া’ বা ভাড়াটে গণমাধ্যম বলে উল্লেখ করেন।
তারই জবাবে এক টুইটে চিদাম্বরম বলেন, ‘আমার সন্দেহ যে পত্রিকাটি ইতিহাসখ্যাত ওয়াটারগেট কেলেঙ্কারি, পেন্টাগন পেপারস উন্মোচনের সঙ্গে জড়িত তিনি (ভিকে সিং) সেই পত্রিকা সম্পর্কে সামান্যও অবগত নন। তিনি ইতিহাস না পড়তে পারলে অন্তত সিনেমা দেখলেও তো এসব জানতে পারতেন।’
এর আগে গত শুক্রবার পেগাসাস নিয়ে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদন প্রকাশ করার পর নতুন করে আলোচনায় এসেছে নজরদারির এই সফটওয়্যার। প্রতিবেদনে বিশেষভাবে উল্লেখ করা হয়, ২০১৭ সালে ভারত ও ইসরায়েলের মধ্যকার প্রায় ২০০ কোটি মার্কিন ডলারের চুক্তির বিষয়টি, যার কেন্দ্রে ছিল পেগাসাস। ওই প্রতিবেদনে বলা হয়, অত্যাধুনিক অস্ত্র ও নজরদারির সামগ্রী কিনতে ২০১৭ সালে ভারত ও ইসরায়েলের মধ্যে প্রায় ২০০ কোটি মার্কিন ডলারের একটি চুক্তি হয়। এ চুক্তির ‘কেন্দ্রবিন্দু’ ছিল পেগাসাস ও একটি ক্ষেপণাস্ত্রব্যবস্থা।
মোবাইল ফোনে আড়ি পাতার ঘটনা ফাঁস হওয়ার পর ভারতজুড়ে শুরু হয় বিতর্ক। গোপনীয়তা রক্ষা-সংক্রান্ত উদ্বেগ থেকে ব্যাপক সমালোচনার মুখে পড়ে নরেন্দ্র মোদির বিজেপি সরকার। শেষ পর্যন্ত যা গড়ায় আদালত পর্যন্ত। দেশটিতে নজরদারির জন্য ইসরায়েলি স্পাইওয়্যার পেগাসাসের ‘কথিত’ ব্যবহারের ঘটনা তদন্তের জন্য ২০২১ সালের অক্টোবরে ৩ সদস্যের একটি স্বাধীন বিশেষজ্ঞ প্যানেল গঠন করেন ভারতীয় সুপ্রিম কোর্ট। বিষয়টি এখনো বিচারাধীন।
এবার পেগাসাস স্পাইওয়্যার ইস্যুতে সরকারকে খোঁচা দিয়ে মশকরা করলেন কংগ্রেস নেতা ও ভারতের সাবেক কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম। রোববার সাবেক এই মন্ত্রী রসিকতা করে আরও স্পাইওয়্যার কিনতে পরামর্শ (!) দিয়ে সরকারের উদ্দেশ্যে বলেন, ২০২৪ সালের আসন্ন নির্বাচনকে সামনে রেখে বাজেট দ্বিগুণ করে সরকার আরও স্পাইওয়্যার কিনতে পারে।
এর আগে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে ভারত সরকার ইসরায়েলের নিরাপত্তা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান এনএসও-এর কাছ থেকে ফোনে আড়িপাতার সফটওয়্যার পেগাসাস স্পাইওয়্যার ক্রয়ের বিষয়টি ফাঁস করে। তারই পরিপ্রেক্ষিতে ভারত সরকারের মন্ত্রী সাবেক জেনারেল ভিকে সিং নিউইয়র্ক টাইমসকে ‘সুপারি মিডিয়া’ বা ভাড়াটে গণমাধ্যম বলে উল্লেখ করেন।
তারই জবাবে এক টুইটে চিদাম্বরম বলেন, ‘আমার সন্দেহ যে পত্রিকাটি ইতিহাসখ্যাত ওয়াটারগেট কেলেঙ্কারি, পেন্টাগন পেপারস উন্মোচনের সঙ্গে জড়িত তিনি (ভিকে সিং) সেই পত্রিকা সম্পর্কে সামান্যও অবগত নন। তিনি ইতিহাস না পড়তে পারলে অন্তত সিনেমা দেখলেও তো এসব জানতে পারতেন।’
এর আগে গত শুক্রবার পেগাসাস নিয়ে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদন প্রকাশ করার পর নতুন করে আলোচনায় এসেছে নজরদারির এই সফটওয়্যার। প্রতিবেদনে বিশেষভাবে উল্লেখ করা হয়, ২০১৭ সালে ভারত ও ইসরায়েলের মধ্যকার প্রায় ২০০ কোটি মার্কিন ডলারের চুক্তির বিষয়টি, যার কেন্দ্রে ছিল পেগাসাস। ওই প্রতিবেদনে বলা হয়, অত্যাধুনিক অস্ত্র ও নজরদারির সামগ্রী কিনতে ২০১৭ সালে ভারত ও ইসরায়েলের মধ্যে প্রায় ২০০ কোটি মার্কিন ডলারের একটি চুক্তি হয়। এ চুক্তির ‘কেন্দ্রবিন্দু’ ছিল পেগাসাস ও একটি ক্ষেপণাস্ত্রব্যবস্থা।
মোবাইল ফোনে আড়ি পাতার ঘটনা ফাঁস হওয়ার পর ভারতজুড়ে শুরু হয় বিতর্ক। গোপনীয়তা রক্ষা-সংক্রান্ত উদ্বেগ থেকে ব্যাপক সমালোচনার মুখে পড়ে নরেন্দ্র মোদির বিজেপি সরকার। শেষ পর্যন্ত যা গড়ায় আদালত পর্যন্ত। দেশটিতে নজরদারির জন্য ইসরায়েলি স্পাইওয়্যার পেগাসাসের ‘কথিত’ ব্যবহারের ঘটনা তদন্তের জন্য ২০২১ সালের অক্টোবরে ৩ সদস্যের একটি স্বাধীন বিশেষজ্ঞ প্যানেল গঠন করেন ভারতীয় সুপ্রিম কোর্ট। বিষয়টি এখনো বিচারাধীন।
বিদেশে জন্ম নেওয়া ৮৬ লাখ অস্ট্রেলিয়ানের মধ্যে শুধু চীনেই জন্মগ্রহণকারীর সংখ্যা ৭ লাখ ১২০। এর আগে ২০১৯ সালে এই সংখ্যা ছিল ৬ লাখ ৬১ হাজার। করোনা মহামারির সময় (২০২০ ও ২০২১ সাল) সীমান্ত বন্ধ থাকায় চীনে জন্মগ্রহণকারী অস্ট্রেলিয়ান শিশুর সংখ্যা তুলনামূলক বেশ কম ছিল।
১ ঘণ্টা আগেডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ১০০ দিন হলো। সম্প্রতি তিনি বেশ জমকালোভাবেই তাঁর ১০০তম দিন পূর্তি উদ্যাপন করেছেন। অনুষ্ঠানে তিনি অভিযোগ করেছেন, তাঁর ক্ষমতা কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে কোনো কিছুই তাঁকে ‘থামাতে পারবে না।’
২ ঘণ্টা আগেএকজন স্টার্টআপ প্রতিষ্ঠাতা সম্প্রতি ভারতে একটি পাসপোর্ট অফিসে গিয়েছিলেন। সেখানে থ্রি–কোয়ার্টার পরার কারণে এক যুবককে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে একটি ভিডিও তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। এরপরই এ নিয়ে আলোচনা–সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।
২ ঘণ্টা আগেগত ১২ বছরেরও বেশি সময় ধরে খেমকাকে মূলত ‘লো–প্রোফাইল’ বা কম গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত দপ্তরগুলোতেই পদায়ন করা হয়েছে। কর্মজীবনে তিনি চারবার শুধু রাজ্য সরকারের আর্কাইভস দপ্তরেই কাজ করেছে। চারবারের তিনবারই বিজেপি নেতৃত্বাধীন সরকারের আমলে।
৩ ঘণ্টা আগে