ভারতের তামিল নাড়ু রাজ্যের হোসুর এলাকায় থেনপেন্নাই নদীর ওপর নির্মিত হয়েছে কেলাভারপল্লী বাঁধ। এই বাঁধ থেকেই নির্গত পানিতে সৃষ্টি হচ্ছে এক ধরনের বিষাক্ত ফেনা। এই ফেনা থেনপেন্নাই নদী তীরবর্তী কৃষি জমিগুলোকে ঢেকে দিচ্ছে। শুধু তাই নয়, ফেনা থেকে দুর্গন্ধও ছড়াচ্ছে।
ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, থেনপেন্নাই নদীতে এত বিপুল ফেনা সৃষ্টি হয়েছে যে এটি স্থানীয় মানুষের চলাফেরা ও যোগাযোগেও বিঘ্ন ঘটাচ্ছে।
জানা গেছে, বিগত দিনগুলোতে কর্ণাটকে অবিরাম ভারী বর্ষণ হওয়ায় কেলাভারপল্লী বাঁধ থেকে পানি প্রবাহ বেড়েছে। শিল্পকারখানার বর্জ্য মেশানো ও দূষিত এই পানি যখন বাঁধ থেকে নিচে পড়ছে, তখন প্রচুর ফেনার সৃষ্টি হচ্ছে। বৃষ্টির দিনগুলোতে এ ধরনের ঘটনা সেখানে প্রায় সময়ই ঘটে।
স্থানীয় মালাই মালারের একটি প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার ওই বাঁধ থেকে প্রতি সেকেন্ডে ১ হাজার ৭১৮ কিউসেক পানি প্রবাহিত হয়েছে। এর ফলে সৃষ্ট রাসায়নিক ফেনা বিস্তীর্ণ অঞ্চলের ফসল ঢেকে দিয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, প্রায় পাঁচ দিন ধরে এই অবস্থা চলছে।
ফেনা বাড়তে থাকায় নদীর সঙ্গে সংযুক্ত কিছু রাস্তাও নিমজ্জিত হয়ে গেছে। ফলে যাত্রীরা ১৫ ঘুরে অন্য রাস্তা ব্যবহার করছেন। বিষাক্ত ফেনা থেকে নির্গত দুর্গন্ধ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও কৃষকেরা।
ভারতের তামিল নাড়ু রাজ্যের হোসুর এলাকায় থেনপেন্নাই নদীর ওপর নির্মিত হয়েছে কেলাভারপল্লী বাঁধ। এই বাঁধ থেকেই নির্গত পানিতে সৃষ্টি হচ্ছে এক ধরনের বিষাক্ত ফেনা। এই ফেনা থেনপেন্নাই নদী তীরবর্তী কৃষি জমিগুলোকে ঢেকে দিচ্ছে। শুধু তাই নয়, ফেনা থেকে দুর্গন্ধও ছড়াচ্ছে।
ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, থেনপেন্নাই নদীতে এত বিপুল ফেনা সৃষ্টি হয়েছে যে এটি স্থানীয় মানুষের চলাফেরা ও যোগাযোগেও বিঘ্ন ঘটাচ্ছে।
জানা গেছে, বিগত দিনগুলোতে কর্ণাটকে অবিরাম ভারী বর্ষণ হওয়ায় কেলাভারপল্লী বাঁধ থেকে পানি প্রবাহ বেড়েছে। শিল্পকারখানার বর্জ্য মেশানো ও দূষিত এই পানি যখন বাঁধ থেকে নিচে পড়ছে, তখন প্রচুর ফেনার সৃষ্টি হচ্ছে। বৃষ্টির দিনগুলোতে এ ধরনের ঘটনা সেখানে প্রায় সময়ই ঘটে।
স্থানীয় মালাই মালারের একটি প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার ওই বাঁধ থেকে প্রতি সেকেন্ডে ১ হাজার ৭১৮ কিউসেক পানি প্রবাহিত হয়েছে। এর ফলে সৃষ্ট রাসায়নিক ফেনা বিস্তীর্ণ অঞ্চলের ফসল ঢেকে দিয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, প্রায় পাঁচ দিন ধরে এই অবস্থা চলছে।
ফেনা বাড়তে থাকায় নদীর সঙ্গে সংযুক্ত কিছু রাস্তাও নিমজ্জিত হয়ে গেছে। ফলে যাত্রীরা ১৫ ঘুরে অন্য রাস্তা ব্যবহার করছেন। বিষাক্ত ফেনা থেকে নির্গত দুর্গন্ধ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও কৃষকেরা।
গত ১২ বছরেরও বেশি সময় ধরে খেমকাকে মূলত ‘লো–প্রোফাইল’ বা কম গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত দপ্তরগুলোতেই পদায়ন করা হয়েছে। কর্মজীবনে তিনি চারবার শুধু রাজ্য সরকারের আর্কাইভস দপ্তরেই কাজ করেছে। চারবারের তিনবারই বিজেপি নেতৃত্বাধীন সরকারের আমলে।
৭ মিনিট আগেজম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত এবং পাকিস্তান পাল্টাপাল্টি কঠোর পদক্ষেপ নিয়েছে। দুই দেশের বাণিজ্য বন্ধ। কূটনীতিকদের প্রত্যাহার করা হয়েছে। সিন্দু পানি বণ্টন চুক্তি স্থগিত করেছে ভারত, অপর দিকে সিমলা চুক্তি স্থগিত করেছে পাকিস্তান।
২ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যাথলিক ধর্মের সর্বোচ্চ ধর্মগুরু পোপ হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করেছেন। তিনি বলেছেন, ‘আমি পোপ হতে চাই।’ এই পর্যন্ত ঠিক আছে। বক্তব্য দেখে ঘাবড়ে যাবেন না। ট্রাম্প আন্তরিকভাবে এই আকাঙ্ক্ষা পোষণ করেননি, রসিকতার ছলেই তিনি এই আকাঙ্ক্ষা পোষণ করেন।
২ ঘণ্টা আগেগতকাল মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টায় কলকাতার বড়বাজারের মেছুয়া ফলপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের অন্তত ১০টি ইউনিটের ৮ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আনন্দবাজারের সকাল ৭টার প্রতিবেদনে জানানো হয়েছে, তখনো আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি।
৩ ঘণ্টা আগে