Ajker Patrika

ভারতের কেন্দ্রীয় ১০ মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদত্যাগ

আপডেট : ০৭ জুলাই ২০২১, ১৬: ৫৪
ভারতের কেন্দ্রীয় ১০ মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদত্যাগ

আর কয়েক ঘণ্টার মধ্যেই ভারতের মন্ত্রিসভায় বড়সড় রদবদল করতে যাচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরই মধ্যে পদত্যাগ করেছেন কেন্দ্রীয় চার মন্ত্রী। পাশাপাশি পদত্যাগ করেছেন সাত কেন্দ্রীয় প্রতিমন্ত্রীও। 

পদত্যাগ করা কেন্দ্রীয় মন্ত্রী–প্রতিমন্ত্রীরা হলেন– স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন, শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক, শ্রমমন্ত্রী সন্তোষ গাংওয়া, রাসায়নিক ও সার মন্ত্রী সদানন্দ গৌড়। এ ছাড়া নারী ও শিশু উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী; তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সঞ্জয় ধোত্রে; সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রতনলাল কাটারিয়া; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়; ভোক্তা অধিকার, খাদ্য ও বিতরণ প্রতিমন্ত্রী রাও শাহেব ধানবে পাতিল; পশু প্রজনন, দুগ্ধ ও মৎস্য এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ বিষয়ক প্রতিমন্ত্রী প্রতাপ চন্দ্র সারঙ্গি পদত্যাগ করেছেন।

গত এপ্রিল-মে মাসে করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ছিল ভারত। তখন দেশটির বিভিন্ন হাসপাতালে অক্সিজেন এবং শয্যার চরম সংকট অভাব দেখা দেয়। এ ছাড়া ভারতের করোনা টিকা প্রয়োগ কর্মসূচিও ঝিমিয়ে পড়ে। আর এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন।

উল্লেখ্য, আজ বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় ভারতের মোট ৪৩ জন মন্ত্রী শপথ নেওয়ার কথা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত