Ajker Patrika

ভারতের আরও দুই গুরুত্বপূর্ণ মন্ত্রীর পদত্যাগ

আপডেট : ০৭ জুলাই ২০২১, ১৯: ১৮
ভারতের আরও দুই গুরুত্বপূর্ণ মন্ত্রীর পদত্যাগ

ভারতের আরও দুই গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় মন্ত্রী পদত্যাগ করেছেন। তাঁরা হলেন–আইন এবং ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ এবং পরিবেশ মন্ত্রী প্রকাশ জাভড়েকর। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিপরিষদে বড় রদবদলের উদ্যোগের মধ্যে এটি একটি বড় ধাক্কা বলেই মনে করছেন পর্যবেক্ষকেরা। 

এর মধ্যে রবি শঙ্কর প্রসাদ নতুন প্রযুক্তি আইন নিয়ে টুইটার এবং অন্য সামাজিক যোগাযোগ মাধ্যম কোম্পানিগুলোর সঙ্গে তিক্ত বিরোধে জড়িয়েছেন। 

এর মধ্যে সবচেয়ে কঠিন বিরোধটি শুরু হয়েছে মাইক্রোব্লগিং সাইট টুইটারের সঙ্গে। এরই মধ্যে কংগ্রেস নেতা শশী থারুরের নেতৃত্বাধীন প্যানেল প্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের তলব করেছে।

এদিকে প্রকাশ জাভড়েকরের পদত্যাগে অনেকে অবাক হয়েছেন। কারণ তিনি ছিলেন সরকারের মুখপাত্র।

এর আগে কেন্দ্রীয় চার মন্ত্রীর পাশাপাশি সাত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পদত্যাগ করেছেন। পদত্যাগ করা কেন্দ্রীয় মন্ত্রী–প্রতিমন্ত্রীরা হলেন–স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন, শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক, শ্রমমন্ত্রী সন্তোষ গাংওয়া, রাসায়নিক ও সার মন্ত্রী সদানন্দ গৌড়। এ ছাড়া নারী ও শিশু উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী; তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সঞ্জয় ধোত্রে; সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রতনলাল কাটারিয়া; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়; ভোক্তা অধিকার, খাদ্য ও বিতরণ প্রতিমন্ত্রী রাও শাহেব ধানবে পাতিল; পশু প্রজনন, দুগ্ধ ও মৎস্য এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ বিষয়ক প্রতিমন্ত্রী প্রতাপ চন্দ্র সারঙ্গি পদত্যাগ করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত