Ajker Patrika

ধর্ষণে অভিযুক্ত ভারতীয় গুরু রাম-রহিম ২১ দিন কারাগারের বাইরে থাকবেন

আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ২০: ৪৯
ধর্ষণে অভিযুক্ত ভারতীয় গুরু রাম-রহিম ২১ দিন কারাগারের বাইরে থাকবেন

দুই নারীকে ধর্ষণের দায়ে দণ্ডিত সাচ্চা সৌদা ডেরার প্রধান গুরমিত রাম-রহিম সিং আবারও কারাগারের বাইরে আসার সুযোগ পেয়েছেন। এবার তিনি ২১ দিনের জন্য অস্থায়ী মুক্তি পেয়েছেন। আজ সোমবার এনডিটিভির এক প্রতিবেদনে এই খবর জানা গেছে। 

এর আগে চলতি বছরের জানুয়ারি মাসেও ৪০ দিনের জন্য জেলের বাইরে আসার সুযোগ পেয়েছিলেন রাম-রহিম। এরও আগে গত বছরের অক্টোবরে তিনি ৪০ দিনের প্যারোল পেয়েছিলেন। 

প্যারোলের অর্থ হলো—সাজা চলমান অবস্থায় একটি বিশেষ উদ্দেশ্যে অস্থায়ীভাবে সম্পূর্ণরূপে মুক্তি। কারাগারের মধ্যে প্রতিশ্রুতি অনুযায়ী ভালো আচরণের শর্তপূরণের মাধ্যমে এ ধরনের মুক্তি মঞ্জুর করা হয়। 

হরিয়ানার সুনারিয়া জেলে বন্দী ছিলেন রাম-রহিম। সেখান থেকে বেরিয়ে এবার ২১ দিনের মুক্ত জীবনে উত্তর প্রদেশের বাগপতের একটি আশ্রমে অবস্থান করবেন বিতর্কিত ওই গুরু। 

গত জানুয়ারিতে রাম-রহিমকে ৪০ দিনের প্যারোল দিলে তা অনেক সমালোচনার জন্ম দেয়। তবে সেই বিতর্কের বিষয়ে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার বলেছিলেন, সব প্রক্রিয়া অনুসরণ করে প্যারোল পাওয়া ডেরা সাচ্চা সৌদা প্রধানের অধিকার। 

সে সময় রাম-রহিমকে তলোয়ার দিয়ে কেক কেটে প্যারোল উদ্‌যাপন করতেও দেখা গিয়েছিল। 

অতীতের প্যারোলগুলোতে বাইরে থাকার সময় রাম-রহিম অনলাইনে বেশ কয়েকটি ‘সৎসঙ্গ’ সেশনেরও আয়োজন করেছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত