Ajker Patrika

ওমিক্রনের ভয় মাথায় রেখে ভোটের প্রস্তুতি ভারতে

কলকাতা প্রতিনিধি
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ১৩: ১৭
ওমিক্রনের ভয় মাথায় রেখে ভোটের প্রস্তুতি ভারতে

ভারতে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। বাড়ছে করোনা সংক্রমণের হার। এর মধ্যেই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রস্তুতিও চলমান। এমন পরিস্থিতিতে গতকাল সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যসচিবের সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছে নির্বাচন কমিশন। ভোটের তারিখ ঘোষণার আগে করোনা পরিস্থিতি যাচাই করে নিতে চান তাঁরা। ইলাহাবাদ হাইকোর্টও দু-এক মাসের জন্য ভোট স্থগিত রাখার পরামর্শ দিয়েছেন। 

ওমিক্রন নিয়ে শঙ্কার মধ্যেই রাজনৈতিক দলগুলো তৎপরতা চালিয়ে যাচ্ছে। ভারতের সবচেয়ে বড় রাজ্য উত্তর প্রদেশ (ইউপি) ছাড়াও পাঞ্জাব, উত্তরাখণ্ড, মণিপুর এবং গোয়ায় নির্বাচন হওয়ার কথা রয়েছে। এই পাঁচ রাজ্যের মধ্যে সবার নজর এখন বিজেপি শাসিত ইউপি এবং কংগ্রেস শাসিত পাঞ্জাবের দিকে। বিভিন্ন জরিপে অবশ্য পাঞ্জাবে কংগ্রেস এবং উত্তর প্রদেশে বিজেপিকেই এগিয়ে রাখা হয়েছে। তবু দুই শিবিরই যথেষ্ট চ্যালেঞ্জের মুখে পড়ে বেশ সতর্ক। 

উল্লেখ্য, ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ৬ হাজার ৫৩১ জন। এর মধ্যে ওমিক্রন শনাক্ত হয়েছেন ৫৭৮ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩১৫ হন।   

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত