মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরেকে চড় দিতে চেয়ে গ্রেপ্তার হওয়া ভারতের কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে জামিন পেয়েছেন। স্বাস্থ্যগত দিক বিবেচনা করে এবং সঠিকভাবে নোটিশ দিয়ে না রাজনৈতিকভাবে অনুপ্রাণিত হয়ে তাঁকে গ্রেপ্তার করায় কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানেকে মঙ্গলবার দিবাগত রাতে জামিন দেন মুম্বাইয়ের আদালত।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে যখন রাতের খাবার খাচ্ছিলেন তখন তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের আগে রানে বম্বে হাইকোর্টে জরুরি ভিত্তিতে তাঁর জামিন শুনানির আবেদন করেছিলেন। তাঁর ঘরের দুয়ারে পুলিশ গিয়ে বসে আছে উল্লেখ করে নিরাপত্তার খাতিরে জামিন শুনানি করতে আরজি জানিয়েছিলেন তিনি। কিন্তু আদালত তা খারিজ করে দেয়।
বিজেপি নেতা নারায়ণ রানে গত জুলাইয়ে নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় যোগ দেন। তিনি পেয়েছেন ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ বিষয়ক মন্ত্রণালয়। আর আজকের ঘটনার মাধ্যমে ভারতে গত ২০ বছরের মধ্যে কোনো কেন্দ্রীয় মন্ত্রী এই প্রথম গ্রেপ্তার হওয়ার রেকর্ড ভাঙল।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরের দল শিব সেনা নারায়ণ রানের বিরুদ্ধে মামলা করে গতকাল সোমবার। গতকাল দেশ ব্যাপী ‘জান আশীর্বাদ যাত্রা’ আয়োজন করেছিল কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি। এই অনুষ্ঠানে বক্তৃতা দিয়ে গিয়ে নারায়ণ রানে দাবি করে বসেন, কোনো এক বক্তৃতায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী নাকি ভারতের স্বাধীনতা দিবসের তারিখ ভুলে গিয়েছিলেন। বক্তৃতার মাঝখানে থেমে তিনি নাকি তাঁর সহচরদের কাছে সহায়তা চেয়েছিলেন।
তিনি বলেন, একজন মুখ্যমন্ত্রী ভারতের স্বাধীনতা দিবসের তারিখ ভুলে যান এর চেয়ে লজ্জার আর কী আছে! বক্তৃতার মাঝখানে তিনি স্বাধীনতার বছর গোনার জন্য সহায়তা চান। আমি সেখানে থাকলে তাকে কষে একটা চড় বসিয়ে দিতাম।
এই মন্তব্যের পর ক্ষেপে যায় শিব সেনার নেতাকর্মীরা। দলের পক্ষ থেকে জামিন অযোগ্য মামলা করা হয়। শিব সেনার কর্মীরা রাস্তায় নেমে বিক্ষোভ করে। নারায়ণ রানের বাড়ির সামনে গিয়ে তারা বিক্ষোভ দেখায়। এমনকি নাসিকে বিজেপির একাধিক কার্যালয়ে হামলারও চেষ্টা হয় বলে জানা যায়।
এদিকে নারায়ণ রানে অভিযোগ করেছেন, সংবাদমাধ্যমগুলো তাঁর বক্তব্যকে বিকৃত করে উপস্থাপন করেছে। সংবাদমাধ্যমের উদ্দেশে তিনি বলেন, আমি কোনো অপরাধ করিনি। আপনারা টেলিভিশন বা অন্যান্য মাধ্যমে আমার বক্তব্য যাচাই করে দেখুন। তা না হলে আপনাদের বিরুদ্ধে আমি মামলা করবো।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরেকে চড় দিতে চেয়ে গ্রেপ্তার হওয়া ভারতের কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে জামিন পেয়েছেন। স্বাস্থ্যগত দিক বিবেচনা করে এবং সঠিকভাবে নোটিশ দিয়ে না রাজনৈতিকভাবে অনুপ্রাণিত হয়ে তাঁকে গ্রেপ্তার করায় কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানেকে মঙ্গলবার দিবাগত রাতে জামিন দেন মুম্বাইয়ের আদালত।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে যখন রাতের খাবার খাচ্ছিলেন তখন তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের আগে রানে বম্বে হাইকোর্টে জরুরি ভিত্তিতে তাঁর জামিন শুনানির আবেদন করেছিলেন। তাঁর ঘরের দুয়ারে পুলিশ গিয়ে বসে আছে উল্লেখ করে নিরাপত্তার খাতিরে জামিন শুনানি করতে আরজি জানিয়েছিলেন তিনি। কিন্তু আদালত তা খারিজ করে দেয়।
বিজেপি নেতা নারায়ণ রানে গত জুলাইয়ে নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় যোগ দেন। তিনি পেয়েছেন ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ বিষয়ক মন্ত্রণালয়। আর আজকের ঘটনার মাধ্যমে ভারতে গত ২০ বছরের মধ্যে কোনো কেন্দ্রীয় মন্ত্রী এই প্রথম গ্রেপ্তার হওয়ার রেকর্ড ভাঙল।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরের দল শিব সেনা নারায়ণ রানের বিরুদ্ধে মামলা করে গতকাল সোমবার। গতকাল দেশ ব্যাপী ‘জান আশীর্বাদ যাত্রা’ আয়োজন করেছিল কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি। এই অনুষ্ঠানে বক্তৃতা দিয়ে গিয়ে নারায়ণ রানে দাবি করে বসেন, কোনো এক বক্তৃতায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী নাকি ভারতের স্বাধীনতা দিবসের তারিখ ভুলে গিয়েছিলেন। বক্তৃতার মাঝখানে থেমে তিনি নাকি তাঁর সহচরদের কাছে সহায়তা চেয়েছিলেন।
তিনি বলেন, একজন মুখ্যমন্ত্রী ভারতের স্বাধীনতা দিবসের তারিখ ভুলে যান এর চেয়ে লজ্জার আর কী আছে! বক্তৃতার মাঝখানে তিনি স্বাধীনতার বছর গোনার জন্য সহায়তা চান। আমি সেখানে থাকলে তাকে কষে একটা চড় বসিয়ে দিতাম।
এই মন্তব্যের পর ক্ষেপে যায় শিব সেনার নেতাকর্মীরা। দলের পক্ষ থেকে জামিন অযোগ্য মামলা করা হয়। শিব সেনার কর্মীরা রাস্তায় নেমে বিক্ষোভ করে। নারায়ণ রানের বাড়ির সামনে গিয়ে তারা বিক্ষোভ দেখায়। এমনকি নাসিকে বিজেপির একাধিক কার্যালয়ে হামলারও চেষ্টা হয় বলে জানা যায়।
এদিকে নারায়ণ রানে অভিযোগ করেছেন, সংবাদমাধ্যমগুলো তাঁর বক্তব্যকে বিকৃত করে উপস্থাপন করেছে। সংবাদমাধ্যমের উদ্দেশে তিনি বলেন, আমি কোনো অপরাধ করিনি। আপনারা টেলিভিশন বা অন্যান্য মাধ্যমে আমার বক্তব্য যাচাই করে দেখুন। তা না হলে আপনাদের বিরুদ্ধে আমি মামলা করবো।
আলাস্কায় আজ শুক্রবারের বহুল আলোচিত শীর্ষ বৈঠকের আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘আমরা আমেরিকার ওপর ভরসা করছি।’ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জেলেনস্কি ট্রাম্পের মন্তব্যের সঙ্গে সুর মিলিয়ে জানান, আজকের বৈঠক নিঃসন্দেহে উচ্চঝুঁকির এবং এটি ন্যায়সংগত শান্তির পথে একটি
৪৪ মিনিট আগেসিঙ্গাপুরভিত্তিক ধনকুবের ও হোটেল ব্যবসায়ী ওং বেন সেংকে উপহার কেলেঙ্কারির মামলায় ২৩ হাজার ৪০০ মার্কিন ডলার (২৮ লাখ ৪২ হাজার টাকা) জরিমানা করা হয়েছে। গত বছর তিনি সারা দেশকে নাড়া দেওয়া ওই ঘটনার সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছিলেন।
১ ঘণ্টা আগেএয়ার ফোর্স ওয়ানে ট্রাম্প সাংবাদিকদের জানান, তিনি ইউক্রেনের হয়ে মধ্যস্থতা করতে যাচ্ছেন না, বরং তাঁর লক্ষ্য হলো পুতিনকে আলোচনার টেবিলে আনা। তিনি বলেন, ‘আমি এখানে ইউক্রেনের জন্য সমঝোতা করতে আসিনি।’
১ ঘণ্টা আগেব্রিটেনের মাত্র ১০ বছর বয়সী এক দাবাড়ু ইতিহাস গড়লেন। বোধনা শিবানন্দন নামের এই মেয়ে উত্তর-পশ্চিম লন্ডনের বাসিন্দা। ২০২৫ সালের ব্রিটিশ দাবা চ্যাম্পিয়নশিপে এক গ্র্যান্ডমাস্টারকে পরাজিত করে সর্বকনিষ্ঠ নারী দাবাড়ুর খেতাব অর্জন করেছেন তিনি।
২ ঘণ্টা আগে