Ajker Patrika

মায়াবতীর নয়া তত্ত্ব: বাংলাদেশে নির্যাতিত হচ্ছে দলিত ও দুর্বল শ্রেণির মানুষ

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ১৬: ৩১
উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী মায়াবতী। ছবি: সংগৃহীত
উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী মায়াবতী। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইস্যুতে কংগ্রেসের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন তুলেছেন উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী। আজ শনিবার তিনি বলেছেন, কংগ্রেসের ‘ভুলের’ কারণে বাংলাদেশের মানুষ কষ্ট পাচ্ছে। পাশাপাশি তিনি বলেছেন, বাংলাদেশে যারা নির্যাতনের শিকার হচ্ছে—তাদের বেশির ভাগই দলিত ও দুর্বল শ্রেণির মানুষ।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, আজ শনিবার এক সংবাদ সম্মেলনে মায়াবতী এ কথা বলেন। তিনি বলেন, ‘প্রতিবেশী বাংলাদেশে প্রচুরসংখ্যক হিন্দু বিভিন্ন অপরাধের শিকার হচ্ছেন। এর মধ্যে বেশির ভাগই দলিত ও দুর্বল শ্রেণির মানুষ। কংগ্রেস নীরব থেকেছে এবং এখন কেবল মুসলিম ভোট টানা জন্য “সতর্ক থাকুন” বলে চিৎকার করছে।’

মায়াবতী আরও বলেন, ‘কংগ্রেস, সমাজবাদী পার্টি এবং তাদের সমর্থকেরা একই মুদ্রার এপিঠ-ওপিঠ।’ উল্লেখ্য, সমাজবাদী পার্টি উত্তর প্রদেশের রাজনৈতিক দল। যারা বিজেপিবিরোধী জোট ইন্ডিয়ার অংশ।’

উত্তর প্রদেশের সাবেক এই মুখ্যমন্ত্রী বলেন, ‘এমন পরিস্থিতিতে বিজেপির নেতৃত্বে কেন্দ্রীয় সরকারকে দায়িত্ব পালন করতে হবে। যাতে দলিত সম্প্রদায়ের মানুষ যারা শোষণের শিকার হচ্ছে, তাদের আর কষ্ট পেতে না হয়...অথবা সেখানকার সরকারের সঙ্গে কথা বলে তাদের ভারতে ফিরিয়ে আনা উচিত। কংগ্রেসের ভুলের কারণে তারা ক্ষতির সম্মুখীন হচ্ছে।’

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমলে সেখানকার হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ ওঠার পর মায়াবতী এ মন্তব্য করলেন।

এদিকে, বাংলাদেশে অস্থিরতার কারণে বাংলাদেশ-ভারত সীমান্তের পশ্চিমবঙ্গের ফুলবাড়ী স্থলবন্দর হয়ে বাণিজ্য কার্যত বন্ধ হয়ে গেছে। সীমান্তে বেশির ভাগ বিনিময় কেন্দ্র খালি অবস্থায় পাওয়া গেছে। এর আগে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি ৯ ডিসেম্বর বাংলাদেশ সফর করবেন এবং সেখানকার নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করবেন। তাঁর সফর এমন একসময়ে হচ্ছে, যখন ভারত-বাংলাদেশের সম্পর্কের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।

গত মাসের মাঝামাঝি ঢাকার বিমানবন্দরে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার এবং পরদিন তাঁকে আদালতে হাজির করার পর চট্টগ্রামে সহিংসতায় আইনজীবীর প্রাণহানির পর দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়। দুই দেশই পরস্পরের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ করেছে।

গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন এবং তাঁর ভারতে চলে যাওয়ার পর থেকে দুই দেশের মধ্যকার সম্পর্কের জটিলতা বাড়তে থাকে। বাংলাদেশিদের ভিসা দেওয়া সাময়িক বন্ধ রাখে ভারত। এর পর থেকে দেশটিতে বাংলাদেশি রোগী ও পর্যটকের সংখ্যা কমতে থাকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত