বিয়ে করার জন্য একটি মিউজিক চ্যানেলের উপস্থাপকের ওপর নজরদারি ও অপহরণের অভিযোগে ভারতে এক নারী ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) হায়দরাবাদ পুলিশের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে খবর জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, ওই নারী উপস্থাপকের গতিবিধির ওপর নজর রাখতে তাঁর গাড়িতে ট্র্যাকিং মেশিন স্থাপন করেছিলেন। অভিযুক্ত ৩১ বছর বয়সী নারী ডিজিটাল মার্কেটিং সংক্রান্ত একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান পরিচালনা করেন।
ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, ওই নারী দুই বছর আগে বিয়ে ও পাত্র-পাত্রীর খোঁজ পাওয়া যায়— এমন একটি ওয়েবসাইটে ওই উপস্থাপককের ছবি দেখে পছন্দ করেন। পরবর্তী সময়ে তিনি বুঝতে পারেন, ওই ওয়েবসাইটের প্রোফাইলে কেউ একজন নিজের ছবি ব্যবহার না করে ওই উপস্থাপকের ছবি ব্যবহার করেছেন।
একপর্যায়ে ওই উপস্থাপকের ফেসবুক অ্যাকাউন্টের খোঁজ পান ওই নারী। পরে অভিযুক্ত নারী উপস্থাপকের সঙ্গে মেসেঞ্জার অ্যাপে যোগাযোগ করেন ও জানান তাঁর ছবি ব্যবহার করে কেউ বিয়ের সাইটে প্রতারণা করছে। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে ওই উপস্থাপক সাইবার পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেন।
পরিকল্পনা অনুযায়ী ওই নারী চারজনকে ভাড়া করেন ও ওই উপস্থাপকের গতিবিধিতে নজর রাখতে তাঁর গাড়িতে একটি ট্র্যাকিং ডিভাইস লাগান। ১১ ফেব্রুয়ারি ভাড়া করা চার ব্যক্তি উপস্থাপককে অপহরণ করে অভিযুক্ত নারীর অফিসে নিয়ে যান।
সেখানে তাঁকে ব্যাপক মারধর করা হয়। একপর্যায়ে প্রাণ রক্ষার জন্য ওই নারীর প্রস্তাবে রাজি হন উপস্থাপক। এরপর তাঁকে ছেড়ে দেওয়া হয়।
পরে ওই উপস্থাপক উপ্পাল পুলিশ স্টেশনে অভিযোগ করেন ও ইন্ডিয়ান পেনাল কোডের (আইপিসি) ২৬৩, ৩৪১, ৩৪২ ধারায় মামলা দায়ের করেন। এরপরেই তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত নারী ও অপহরণের সঙ্গে যুক্ত চার ভাড়াটে অপরাধীকে গ্রেপ্তার করে।
বিয়ে করার জন্য একটি মিউজিক চ্যানেলের উপস্থাপকের ওপর নজরদারি ও অপহরণের অভিযোগে ভারতে এক নারী ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) হায়দরাবাদ পুলিশের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে খবর জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, ওই নারী উপস্থাপকের গতিবিধির ওপর নজর রাখতে তাঁর গাড়িতে ট্র্যাকিং মেশিন স্থাপন করেছিলেন। অভিযুক্ত ৩১ বছর বয়সী নারী ডিজিটাল মার্কেটিং সংক্রান্ত একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান পরিচালনা করেন।
ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, ওই নারী দুই বছর আগে বিয়ে ও পাত্র-পাত্রীর খোঁজ পাওয়া যায়— এমন একটি ওয়েবসাইটে ওই উপস্থাপককের ছবি দেখে পছন্দ করেন। পরবর্তী সময়ে তিনি বুঝতে পারেন, ওই ওয়েবসাইটের প্রোফাইলে কেউ একজন নিজের ছবি ব্যবহার না করে ওই উপস্থাপকের ছবি ব্যবহার করেছেন।
একপর্যায়ে ওই উপস্থাপকের ফেসবুক অ্যাকাউন্টের খোঁজ পান ওই নারী। পরে অভিযুক্ত নারী উপস্থাপকের সঙ্গে মেসেঞ্জার অ্যাপে যোগাযোগ করেন ও জানান তাঁর ছবি ব্যবহার করে কেউ বিয়ের সাইটে প্রতারণা করছে। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে ওই উপস্থাপক সাইবার পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেন।
পরিকল্পনা অনুযায়ী ওই নারী চারজনকে ভাড়া করেন ও ওই উপস্থাপকের গতিবিধিতে নজর রাখতে তাঁর গাড়িতে একটি ট্র্যাকিং ডিভাইস লাগান। ১১ ফেব্রুয়ারি ভাড়া করা চার ব্যক্তি উপস্থাপককে অপহরণ করে অভিযুক্ত নারীর অফিসে নিয়ে যান।
সেখানে তাঁকে ব্যাপক মারধর করা হয়। একপর্যায়ে প্রাণ রক্ষার জন্য ওই নারীর প্রস্তাবে রাজি হন উপস্থাপক। এরপর তাঁকে ছেড়ে দেওয়া হয়।
পরে ওই উপস্থাপক উপ্পাল পুলিশ স্টেশনে অভিযোগ করেন ও ইন্ডিয়ান পেনাল কোডের (আইপিসি) ২৬৩, ৩৪১, ৩৪২ ধারায় মামলা দায়ের করেন। এরপরেই তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত নারী ও অপহরণের সঙ্গে যুক্ত চার ভাড়াটে অপরাধীকে গ্রেপ্তার করে।
বিদেশে জন্ম নেওয়া ৮৬ লাখ অস্ট্রেলিয়ানের মধ্যে শুধু চীনেই জন্মগ্রহণকারীর সংখ্যা ৭ লাখ ১২০। এর আগে ২০১৯ সালে এই সংখ্যা ছিল ৬ লাখ ৬১ হাজার। করোনা মহামারির সময় (২০২০ ও ২০২১ সাল) সীমান্ত বন্ধ থাকায় চীনে জন্মগ্রহণকারী অস্ট্রেলিয়ান শিশুর সংখ্যা তুলনামূলক বেশ কম ছিল।
১ ঘণ্টা আগেডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ১০০ দিন হলো। সম্প্রতি তিনি বেশ জমকালোভাবেই তাঁর ১০০তম দিন পূর্তি উদ্যাপন করেছেন। অনুষ্ঠানে তিনি অভিযোগ করেছেন, তাঁর ক্ষমতা কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে কোনো কিছুই তাঁকে ‘থামাতে পারবে না।’
২ ঘণ্টা আগেএকজন স্টার্টআপ প্রতিষ্ঠাতা সম্প্রতি ভারতে একটি পাসপোর্ট অফিসে গিয়েছিলেন। সেখানে থ্রি–কোয়ার্টার পরার কারণে এক যুবককে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে একটি ভিডিও তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। এরপরই এ নিয়ে আলোচনা–সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।
২ ঘণ্টা আগেগত ১২ বছরেরও বেশি সময় ধরে খেমকাকে মূলত ‘লো–প্রোফাইল’ বা কম গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত দপ্তরগুলোতেই পদায়ন করা হয়েছে। কর্মজীবনে তিনি চারবার শুধু রাজ্য সরকারের আর্কাইভস দপ্তরেই কাজ করেছে। চারবারের তিনবারই বিজেপি নেতৃত্বাধীন সরকারের আমলে।
৩ ঘণ্টা আগে