Ajker Patrika

মনিপুরে আবারও মেইতি-কুকি সংঘাতে নিহত ৯, কারফিউ জারি 

আপডেট : ১৪ জুন ২০২৩, ১৭: ২২
মনিপুরে আবারও মেইতি-কুকি সংঘাতে নিহত ৯, কারফিউ জারি 

ভারতের মনিপুরে নতুন করে শুরু হওয়া জাতিগত সংঘাতে এক নারীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মনিপুরের খামেনলোক এলাকায় শুরু হওয়া এ সংঘাতে তাঁরা নিহত হয়েছেন। ভারতের সেনাবাহীনির বরাত দিয়ে এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

এই সংঘাতে আহতদের চিকিৎসার জন্য ইম্ফলে নেওয়া হয়েছে। আহতদের মধ্য কারও শরীরে ছুরির আঘাত আবার কেউ গুলিবিদ্ধ হয়েছেন।

ইম্ফল পূর্ব অঞ্চলের সুপারিনটেনডেন্ট অব পুলিশ জানিয়েছেন, কুকিদের গ্রাম আইগিজাং থেকে উদ্ধার করা ৯ মরদেহের সবাই মেইতি গোষ্ঠীর। তাঁরা এই গ্রামের বাসিন্দা নন। তবে তাঁরা স্থানীয় স্বেচ্ছাসেবী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

মনিপুর রাজ্যে মেইতিদের কোটা দেওয়া নিয়ে কুকিদের সঙ্গে গত কয়েক মাস ধরে চলছে জাতিগত সংঘাত। সংঘাতের শুরুতে কারফিউ জারি করে রাজ্য সরকার। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণের মধ্যে আসছিল, এর মধ্যই এ ঘটনা ঘটল। এখন আবার কারফিউ কড়াকড়ি করা হয়েছে।

এদিকে খামেনলোক এলাকাটি কঙ্গোপকি ও ইম্ফল পূর্ব জেলার সীমান্তে অবস্থিত। গত কয়েক দিন ধরে এই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। বর্তমানে এলাকার সব রাস্তাঘাট জনশূন্য দেখা গেছে।

কুকি ও মেইতিদের চলমান এই সংঘাতে এ পর্যন্ত প্রায় ১০০ জন নিহত হয়েছেন। আহত ও বাস্তুচ্যুত হয়েছেন হাজারো মানুষ। বর্তমানে মনিপুরের ১৬ জেলার মধ্য ১১ জেলায় সান্ধ্য আইন জারি করা হয়েছে। পাশাপাশি ইন্টারনেট সংযোগও বন্ধ রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত