Ajker Patrika

ভারতে দুই ট্রেনের সংঘর্ষ, তিন শতাধিক আহত

আপডেট : ০২ জুন ২০২৩, ২২: ৪৬
ভারতে দুই ট্রেনের সংঘর্ষ, তিন শতাধিক আহত

ভারতে লাইনচ্যুত একটি ট্রেনকে আরেকটি ট্রেন এসে ধাক্কা দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন শতাধিক আহত হয়েছে বলে এক খবরে জানিয়েছে এনডিটিভি। 

শুক্রবার রাতে ওই খবরে বলা হয়েছে, সন্ধ্যার পর ওডিশা অঙ্গরাজ্যের বালাশোর নামক স্থানে ওই দুর্ঘটনাটি ঘটেছে। ধারণা করা হচ্ছে, দুর্ঘটনা কবলিত বগিগুলোর মধ্যে এখনো অসংখ্য যাত্রী আটকা পড়ে আছেন। 

ভারতীয় রেল মন্ত্রণালয়ের মুখপাত্র অমিতাভ শর্মা এনডিটিভিকে জানান, ভারতের কলকাতা থেকে চেন্নাইয়ের উদ্দেশে যাচ্ছিল করোমান্ডেল এক্সপ্রেস নামের একটি ট্রেন। চলতি পথে পরে এটি লাইনচ্যুত হয়ে থাকা আরেকটি ট্রেনের সঙ্গে গিয়ে ধাক্কা খায়। ওই ট্রেনটি বেঙ্গালুরু থেকে কলকাতার দিকে যাচ্ছিল। 

দুর্ঘটনা কবলিত স্থানে ওডিশা ফায়ার সার্ভিসের প্রধান সুধাংশু সারাঙ্গির নেতৃত্বে উদ্ধার অভিযান চলছে। স্থানীয় বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালগুলোকে প্রস্তুত রাখা হয়েছে। উদ্ধার অভিযানে কয়েক শ কর্মী একযোগে কাজ করছে। 

দুর্ঘটনার বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এক টুইটে জানিয়েছেন, অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে তিনি বিষয়টির গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। 

এ ঘটনায় এখনো কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত