Ajker Patrika

মোদির ১০ লাখের স্যুট, রাহুলের ৪১ হাজারের টি-শার্ট নিয়ে টুইটযুদ্ধ 

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, ১৮: ৫৭
মোদির ১০ লাখের স্যুট, রাহুলের ৪১ হাজারের টি-শার্ট নিয়ে টুইটযুদ্ধ 

কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে একহাত নিতে তাঁর গায়ের টি-শার্টকে বেছে নিয়েছে ক্ষমতাসীন বিজেপি। রাহুল ৪১ হাজার রুপিরও বেশি মূল্যের টি-শার্ট গায়ে দেন এমনই অভিযোগ তোলা হয়েছে বিজেপির পক্ষ থেকে। তবে কংগ্রেসও ছেড়ে কথা বলেনি বিজেপিকে। কংগ্রেস বলেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ১০ লাখ রুপির স্যুট পরেন। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে রাহুল গান্ধী বর্তমান ক্ষমতাসীন সরকারকে ‘স্যুট বুটের সরকার’ বলে আখ্যা দিয়েছিলেন। এবার তারই জবাব হিসেবে রাহুলের টি-শার্টের বিষয়টি সামনে এনেছে। দলটির দাবি, রাহুল গান্ধী কংগ্রেসের সম্প্রতি শুরু হওয়া ‘ভারত জোড়ো যাত্রা’ কর্মসূচির সময় বিখ্যাত ব্রিটিশ বিলাসদ্রব্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান বারবেরির একটি টি-শার্ট পরেছিলেন। যার মূল্য ভারতীয় মুদ্রায় ৪১ হাজার রুপিরও বেশি। 

বিজেপির ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট থেকে প্রকাশিত এক টুইটে বিজেপির অফিশিয়াল ফেসবুক পেজেও রাহুলের গায়ের টি-শার্ট এবং বিখ্যাত ব্রিটিশ পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান বারবেরির একটি টি-শার্টের ছবি পাশাপাশি দিয়ে বিষয়টি প্রচার করা হয়েছে। ছবির ক্যাপশনে বলা হয়, ‘ভারত দেখো’। 

রাহুলের টিশার্ট এবং মোদির স্যুট নিয়ে তর্কে নেমেছে বিজেপি ও কংগ্রেস। ছবি: সংগৃহীতবিজেপির এমন টুইটকে ভালোভাবে নেয়নি কংগ্রেস। দলটি বিজেপির টুইটের রিটুইটে বলেছে, ‘আরে. . ভয় পেয়ে গেলেন নাকি ভারত জোড়া যাত্রায় জনসমাগম দেখে? মূল ইস্যু নিয়ে কথা বলুন...বেকারত্ব, মুদ্রাস্ফীতি নিয়ে কথা বলুন। নিতান্তই যদি জামাকাপড় নিয়ে আলোচনা করতে হয়—তাহলে মোদিজির ১০ লাখের স্যুট এবং দেড় লাখের চশমা নিয়ে আলোচনা করুন। কি আলোচনা করবেন নাকি?’ 

এদিকে কংগ্রেসের পাশাপাশি বিজেপির এমন কর্মকাণ্ড নিয়ে চটেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মহুয়া মৈত্র। তিনি বিজেপিকে সীমারেখা অতিক্রম না করার বিষয়ে সতর্ক করেছেন। তিনি বলেছেন, ‘বিজেপির প্রতি পরামর্শ, বিরোধীদের ব্যক্তিগত পোশাক ও জিনিসপত্র নিয়ে মন্তব্য করবেন না। মনে রাখবেন, বিজেপির এমপিদের ঘড়ি, কলম, জুতা, আংটি এবং জামাকাপড় নিয়ে আমরাও যদি একই কাজ করতে শুরু করি তাহলে আপনারা নিজেরাই নিজেদের শুরু করা এই কুৎসিত খেলার জন্য দুঃখ অনুভব করবেন।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

আক্কেলপুরে ‘একঘরে’ করে রাখা দিনমজুরকে মারধর, থানায় মামলা

‘কথিত আওয়ামী লীগ সদস্যদের’ বাংলাদেশবিরোধী তৎপরতার বিষয়ে ভারত অবহিত নয়: মুখপাত্র

কলকাতার নিউটাউনে বসে আয়েশ করছেন আওয়ামী লীগ নেতারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত