Ajker Patrika

ভারতে এক দিনে আরও ৪২০৯ মৃত্যু

আপডেট : ২১ মে ২০২১, ১৪: ০৪
ভারতে এক দিনে আরও ৪২০৯ মৃত্যু

ঢাকা: করোনায় বিপর্যস্ত ভারত। মৃত্যুর সংখ্যা কিছুতেই কমছে না। সংক্রমণও বাড়ছে। দেশটিতে করোনায় এক দিনে আরও ৪ হাজার ২০৯ জনের মৃত্যু হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আজ শুক্রবার এনডিটিভি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৯৯১ জনের। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৬০ লাখ ছাড়িয়েছে। আরও ৪ হাজার ২০৯ জনের মৃত্যুর মধ্যদিয়ে মৃতের সংখ্যা পৌঁছিয়েছে ২ লাখ ৯১ হাজারে।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে ২০ লাখের বেশি করোনা পরীক্ষা হয়েছে। এ নিয়ে পর পর ৩ দিন করোনা পরীক্ষা হয়েছে ২০ লাখের বেশি। দৈনিক সংক্রমণ কম হওয়ায় গত কয়েকদিন ধরেই ভারতে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগী কমেছে ১ লাখের বেশি। মোট সক্রিয় রোগীর সংখ্যা নেমে এসেছে ৩০ লাখের কাছাকাছি।

করোনার মধ্যেই ভারতে আতঙ্ক ছাড়াচ্ছে ‘ব্ল্যাক ফাঙ্গাস’। দেশটির মহারাষ্ট্র রাজ্যে এ পর্যন্ত ছত্রাকটিতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫০০ জন, এর মধ্যে মারা গেছেন ৯০ জন। এটি কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। রয়েছে ওষুধের সঙ্কটও। এমন পরিস্থিতিতে ভারতের প্রত্যেকটি রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণকে মহামারি ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত