Ajker Patrika

ভারতের ছত্তিশগড়ে বাস খাদে পড়ে নিহত ১২ 

আপডেট : ১০ এপ্রিল ২০২৪, ১৩: ০৮
ভারতের ছত্তিশগড়ে বাস খাদে পড়ে নিহত ১২ 

ভারতের ছত্তিশগড় রাজ্যে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৪ জন। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে দুর্গ জেলার কুমহারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

দুর্গ জেলার কালেক্টর রিচা প্রকাশ চৌধুরী জানান, শ্রমিকদের বহনকারী বাসটি হঠাৎ উল্টে খাদে পড়ে গেলে ১২ জন নিহত হন। আহত ১৪ জন। তিনি আরও জানান, দুর্ঘটনার পরপরই খবর পেয়ে স্থানীয়রা ও পুলিশ মিলে খালি হাতে মোবাইল ফোনের আলো জ্বালিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে। 

পুলিশ জানিয়েছে, দুর্গের একটি মদের কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন হতাহতরা। তবে পুলিশ এখনো নিশ্চিত নয় যে ঠিক কী কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। প্রাথমিকভাবে জানা গেছে, যে রাস্তা দিয়ে বাসটি যাচ্ছিল, তা বেশ পিচ্ছিল ছিল। 

আহতদের মধ্যে ১২ জনকে রাজ্যের রায়পুরে অবস্থিত অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স হাসপাতালে (এআইআইএমএস) নেওয়া হয়। বাকি দুজনকে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁদের সবাই বর্তমানে স্থিতিশীল আছেন বলে জানান রিচা। 
 
এদিকে, এ ঘটনার জন্য শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই তাঁর অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে লিখেছেন, কুমহারির কাছে বেসরকারি কোম্পানির কর্মচারীদের বহনকারী বাসের দুর্ঘটনার খবরে আমি মর্মাহত। আমি তাদের বিদেহী আত্মার শান্তি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা  জানাই। আহত কর্মচারীদের চিকিৎসার জন্য পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে। আমি তাদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

আক্কেলপুরে ‘একঘরে’ করে রাখা দিনমজুরকে মারধর, থানায় মামলা

‘কথিত আওয়ামী লীগ সদস্যদের’ বাংলাদেশবিরোধী তৎপরতার বিষয়ে ভারত অবহিত নয়: মুখপাত্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত