Ajker Patrika

চীন সীমান্তে তীব্র স্রোতে ভেসে গেল ট্যাংক, ৫ ভারতীয় সেনার মৃত্যু

আপডেট : ২৯ জুন ২০২৪, ১৭: ৩১
চীন সীমান্তে তীব্র স্রোতে ভেসে গেল ট্যাংক, ৫ ভারতীয় সেনার মৃত্যু

ভারতের লাদাখে আকস্মিক বন্যায় তীব্র স্রোতে ভেসে গেছে দেশটির সেনাবাহিনীর একটি ট্যাংক। আর এতে মৃত্যু হয়েছে ভেতরে থাকা পাঁচ সেনার। গতকাল শুক্রবার সন্ধ্যায় পূর্ব লাদাখের দৌলত বেগ ওল্ডি এলাকায় এ ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

প্রতিবেদন বলা হয়েছে, ভারতীয় সেনাবাহিনীর সেনারা ট্যাংক মহড়ার অংশ হিসেবে লাদাখের নাইওমা-চুশূল এলাকার একটি নদী পার হচ্ছিলেন। আকস্মিক তীব্র স্রোতে ট্যাংকটি ভেসে যায়। এ সময় ট্যাংকটিতে চার সেনা ও একজন জুনিয়র কমিশন্ড অফিসার অবস্থান করছিলেন। ঘটনাস্থল ভারত-চীনের মধ্যকার সীমান্ত লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলের খুবই কাছে অবস্থিত। 

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, নাইওমা-চুশূল এলাকায় পানির স্রোতে ভেসে যাওয়া ট্যাংকটি ছিল টি-৭২ মডেলের। নদী পার হওয়ার সময় পানি খুব অল্প থাকলেও হঠাৎ করেই তীব্র বেগে পানি নেমে আসতে থাকে উজান থেকে। আর এতেই সলিলসমাধি ঘটে পাঁচ সেনার। 

ভারতের প্রতিরক্ষাবাহিনীর কর্মকর্তারা বলেছেন, ‘দৌলত বেগ ওল্ডি এলাকায় মহড়ার অংশ হিসেবে নদী পার হওয়ার সময় দুর্ঘটনায় একজন জুনিয়র কমিশন্ড অফিসারসহ (জেসিও) চার জওয়ান তাদের প্রাণ হারিয়েছেন। গতকাল (শুক্রবার) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। পাঁচজনের মরদেহই উদ্ধার করা হয়েছে।’ 

দুর্ঘটনার বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, তাঁর সেনাদের প্রাণ হারানোর ঘটনায় গভীরভাবে মর্মাহত। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক টুইটে তিনি বলেন, ‘আমাদের জাতির এই বীর সন্তানদের নজিরবিহীন সেবার কথা আমরা কখনোই ভুলব না।’ 

উল্লেখ্য, বিগত কয়েক দিন ধরেই ভারতের লাদাখ ও হিমাচল প্রদেশের একাংশে ভারী বর্ষণ হচ্ছে। গতকাল শুক্রবার প্রবল বর্ষণের কারণে শিমলা, কুল্লু ও কিন্নাউরে ভূমিধসের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। শিমলায় ভূমিধসের কারণে বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যান্য এলাকায় ভূমিধসের কারণে সড়কযোগাযোগ ব্যাহত হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত