অনলাইন ডেস্ক
জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনার পর পাকিস্তানের বিরুদ্ধে আরও কিছু পদক্ষেপ নিয়েছে ভারত। গতকাল বুধবার একাধিক কঠোর পদক্ষেপ ঘোষণার পর আজ বৃহস্পতিবার আরও বড় পদক্ষেপ নিয়েছে নয়াদিল্লি। এবার পাকিস্তানি নাগরিকদের জন্য ইস্যু করা সব ধরনের ভিসা বাতিল ও নতুন ভিসা পরিষেবা স্থগিত করেছে দেশটি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আজ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তানি নাগরিকদের জন্য বর্তমানে চালু থাকা সব ধরনের বৈধ ভিসা আগামী রোববার (২৭ এপ্রিল) থেকে বাতিল বলে গণ্য হবে। এ ছাড়া পাকিস্তানের নাগরিকদের জন্য ইস্যু করা মেডিকেল ভিসার মেয়াদ আগামী মঙ্গলবার (২৯ এপ্রিল) পর্যন্ত বৈধ থাকবে। এরপর সেটিও বাতিল বলে গণ্য হবে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, বর্তমানে ভারতে অবস্থানরত সব পাকিস্তানি নাগরিককে এই সংশোধিত সময়সীমা অনুযায়ী তাঁদের ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই ভারত ছাড়তে হবে। এর ফলে ভারতে থাকা বেশির ভাগ পাকিস্তানি নাগরিক দেশ ছাড়ার জন্য মাত্র ৭২ ঘণ্টা সময় পাবেন।
এর পাশাপাশি পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা পরিষেবাও স্থগিত করেছে ভারত। এর অর্থ হলো দেশটির নাগরিকেরা এখন থেকে ভারত ভ্রমণের জন্য নতুন কোনো ভিসা পাবেন না।
পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় নাগরিকদের পাকিস্তান ভ্রমণ ‘সম্পূর্ণভাবে পরিহার’ করার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে, বর্তমানে পাকিস্তানে অবস্থানরত ভারতীয় নাগরিকদেরও যত দ্রুত সম্ভব ভারতে ফিরে আসার পরামর্শ দিয়েছে।
এর আগে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিরাপত্তা কমিটির (সিসিএস) বৈঠকে নেওয়া একাধিক পদক্ষেপ নেয় ভারত।
পেহেলগামের হামলায় ২৬ জন নিহত হন, যাঁদের মধ্যে একজন বিদেশি নাগরিকও রয়েছেন। এই হামলায় পাকিস্তানের ‘সীমান্ত-সংশ্লিষ্টতা’র প্রমাণ মেলায় এসব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি।
‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ) নামের একটি জঙ্গি সংগঠন এই ভয়াবহ হামলার দায় স্বীকার করেছে। এই সংগঠনটি পাকিস্তানভিত্তিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবার একটি শাখা। টিআরএফের পেছনে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের হাত আছে বলে ধারণা করা হয়।
আরও পড়ুন—
জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনার পর পাকিস্তানের বিরুদ্ধে আরও কিছু পদক্ষেপ নিয়েছে ভারত। গতকাল বুধবার একাধিক কঠোর পদক্ষেপ ঘোষণার পর আজ বৃহস্পতিবার আরও বড় পদক্ষেপ নিয়েছে নয়াদিল্লি। এবার পাকিস্তানি নাগরিকদের জন্য ইস্যু করা সব ধরনের ভিসা বাতিল ও নতুন ভিসা পরিষেবা স্থগিত করেছে দেশটি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আজ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তানি নাগরিকদের জন্য বর্তমানে চালু থাকা সব ধরনের বৈধ ভিসা আগামী রোববার (২৭ এপ্রিল) থেকে বাতিল বলে গণ্য হবে। এ ছাড়া পাকিস্তানের নাগরিকদের জন্য ইস্যু করা মেডিকেল ভিসার মেয়াদ আগামী মঙ্গলবার (২৯ এপ্রিল) পর্যন্ত বৈধ থাকবে। এরপর সেটিও বাতিল বলে গণ্য হবে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, বর্তমানে ভারতে অবস্থানরত সব পাকিস্তানি নাগরিককে এই সংশোধিত সময়সীমা অনুযায়ী তাঁদের ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই ভারত ছাড়তে হবে। এর ফলে ভারতে থাকা বেশির ভাগ পাকিস্তানি নাগরিক দেশ ছাড়ার জন্য মাত্র ৭২ ঘণ্টা সময় পাবেন।
এর পাশাপাশি পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা পরিষেবাও স্থগিত করেছে ভারত। এর অর্থ হলো দেশটির নাগরিকেরা এখন থেকে ভারত ভ্রমণের জন্য নতুন কোনো ভিসা পাবেন না।
পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় নাগরিকদের পাকিস্তান ভ্রমণ ‘সম্পূর্ণভাবে পরিহার’ করার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে, বর্তমানে পাকিস্তানে অবস্থানরত ভারতীয় নাগরিকদেরও যত দ্রুত সম্ভব ভারতে ফিরে আসার পরামর্শ দিয়েছে।
এর আগে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিরাপত্তা কমিটির (সিসিএস) বৈঠকে নেওয়া একাধিক পদক্ষেপ নেয় ভারত।
পেহেলগামের হামলায় ২৬ জন নিহত হন, যাঁদের মধ্যে একজন বিদেশি নাগরিকও রয়েছেন। এই হামলায় পাকিস্তানের ‘সীমান্ত-সংশ্লিষ্টতা’র প্রমাণ মেলায় এসব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি।
‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ) নামের একটি জঙ্গি সংগঠন এই ভয়াবহ হামলার দায় স্বীকার করেছে। এই সংগঠনটি পাকিস্তানভিত্তিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবার একটি শাখা। টিআরএফের পেছনে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের হাত আছে বলে ধারণা করা হয়।
আরও পড়ুন—
পেহেলগামে সন্ত্রাসী হামলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিষ্ক্রিয়তা (বিরোধী দলগুলোর দাবি) নিয়ে কংগ্রেসের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট বেশ আলোচনার জন্ম দিয়েছে। সেই পোস্ট আবার পাকিস্তানের সাবেক এক মন্ত্রী রিশেয়ার করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) কংগ্রেসের তীব্র সমালোচনা করেছ
২ ঘণ্টা আগেসীমান্তে ভারতের একটি ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তানের সেনাবাহিনী। আজ মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের লাইন অব কন্ট্রোলের (এলওসি) কাছে গুলি করে সেটিকে ভূপাতিত করা হয় বলে দাবি করছে তারা। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
৪ ঘণ্টা আগেব্রিটিশ রাজধানী লন্ডনের প্যাডিংটনে একটি বৈদ্যুতিক উপকেন্দ্রে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নেভাতে কাজ করছেন ফায়ার সার্ভিসের অন্তত ১০০ জন কর্মী। এই অগ্নিকাণ্ডের ঘটনার কয়েক সপ্তাহ আগেই একই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল হিথ্রো বিমানবন্দরের কাছের একটি বিদ্যুৎ উপকেন্দ্রে।
৫ ঘণ্টা আগেপুতিন কি আসলেই শান্তি চান? নাকি কেবলই লোক দেখানো?—রাশিয়া–ইউক্রেন যুদ্ধবিরতি ইস্যুতে সম্প্রতি বারবারই উঠছে এই প্রশ্ন। কারণ, এখন ক্ষণস্থায়ী যুদ্ধবিরতির ঘোষণা যেন ক্রেমলিনের চালাকিতে পরিণত হয়েছে! গতকাল সোমবার পুতিন আবারও তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পর এ নিয়ে নতুন করে শুরু হয়েছে নানা জল্পনা।
৫ ঘণ্টা আগে