ঢাকা: ভারতে করোনাভাইরাস পরিস্থিতি প্রতিনিয়ত অবনতি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে প্রায় ৩ লাখ ২৩ হাজার ৪৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে টানা ষষ্ঠদিন ভারতে তিন লাখেরও বেশি করোনা রোগী শনাক্ত করা হলো। গত একদিনে ভারত করোনায় মারা গেছেন ২ হাজার ৭৭১ জন । দেশটিতে করোনায় এখন পর্যন্ত প্রায় দুই লাখ মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া ভারতে এখন পর্যন্ত এক কোটি ৭৬ লাখ ৩৬ হাজার ৩০৭ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।
গতকাল সোমবার ভারতে সাড়ে তিন লাখের বেশি রোগী শনাক্ত হলেও আজ শনাক্তের হার ছিল কম। তবে এখনও ভারতে হাসপাতালগুলোতে শয্যার অভাবে রোগীদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে এবং অক্সিজেন সংকটও অব্যাহত রয়েছে।
এ নিয়ে ভারতের কেরালা রাজ্যের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের প্রফেসর রিজো এম জন একটি টুইট বার্তায় বলেন, দয়া করে নোট করুন যে দৈনিক শনাক্তের হার অনেক কমেছে। ব্যাপকভাবে টেস্ট কমিয়ে দেওয়ার কারণে এমনটি হয়েছে।
ভারতের করোনা মহামারির চরম বিপর্যয় ঠেকাতে সেনাবাহিনীর সাহায্য চাওয়া হয়েছে। সেনাবাহিনীর চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত জানিয়েছেন, হাসপাতালগুলোতে সেনবাহিনীর অবসরপ্রাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা কাজ করছেন। একই সঙ্গে সেনাবাহিনীর মজুত অক্সিজেন হাসপাতালগুলোতে সরবরাহ দেওয়া হচ্ছে। এছাড়া যুক্তরাজ্য, জার্মানি এবং যুক্তরাষ্ট্র থেকে জরুরি চিকিৎসা উপকরণ পাঠানো হয়েছে।
ভারতের আবেদনে সাড়া দিয়ে এরই মধ্যে ভেন্টিলেটর ও অক্সিজেন কনসেনট্রেটর পাঠিয়েছে ব্রিটেন। এদিকে ফ্রান্সের দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, দেশটি ভারতে একাধিক অক্সিজেন জেনারেটর পাঠাবে যেটি দিয়ে বছরখানেক ২৫০ শয্যায় অক্সিজেন সরবরাহ করা যাবে।
অক্সিজেনের অভাবে থাকা ভারতের দিল্লির স্পাইনাল ইনজুরিস সেন্টারের স্বাস্থ্য প্রশাসনের প্রধান ড. কে প্রীতম বলেন, সাত দিন ধরে আমাদের কেউ ঘুমাতে পারিনি। অক্সিজেনের অভাবে বাধ্য হয়ে আমরা এক সিলিন্ডারের মাধ্যমে দুই রোগীকে অক্সিজেন দিয়েছি।
এদিকে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি জনগণকে ভ্যাকসিন নেওয়ারও আহ্বান জানিয়েছেন মোদি।
ঢাকা: ভারতে করোনাভাইরাস পরিস্থিতি প্রতিনিয়ত অবনতি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে প্রায় ৩ লাখ ২৩ হাজার ৪৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে টানা ষষ্ঠদিন ভারতে তিন লাখেরও বেশি করোনা রোগী শনাক্ত করা হলো। গত একদিনে ভারত করোনায় মারা গেছেন ২ হাজার ৭৭১ জন । দেশটিতে করোনায় এখন পর্যন্ত প্রায় দুই লাখ মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া ভারতে এখন পর্যন্ত এক কোটি ৭৬ লাখ ৩৬ হাজার ৩০৭ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।
গতকাল সোমবার ভারতে সাড়ে তিন লাখের বেশি রোগী শনাক্ত হলেও আজ শনাক্তের হার ছিল কম। তবে এখনও ভারতে হাসপাতালগুলোতে শয্যার অভাবে রোগীদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে এবং অক্সিজেন সংকটও অব্যাহত রয়েছে।
এ নিয়ে ভারতের কেরালা রাজ্যের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের প্রফেসর রিজো এম জন একটি টুইট বার্তায় বলেন, দয়া করে নোট করুন যে দৈনিক শনাক্তের হার অনেক কমেছে। ব্যাপকভাবে টেস্ট কমিয়ে দেওয়ার কারণে এমনটি হয়েছে।
ভারতের করোনা মহামারির চরম বিপর্যয় ঠেকাতে সেনাবাহিনীর সাহায্য চাওয়া হয়েছে। সেনাবাহিনীর চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত জানিয়েছেন, হাসপাতালগুলোতে সেনবাহিনীর অবসরপ্রাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা কাজ করছেন। একই সঙ্গে সেনাবাহিনীর মজুত অক্সিজেন হাসপাতালগুলোতে সরবরাহ দেওয়া হচ্ছে। এছাড়া যুক্তরাজ্য, জার্মানি এবং যুক্তরাষ্ট্র থেকে জরুরি চিকিৎসা উপকরণ পাঠানো হয়েছে।
ভারতের আবেদনে সাড়া দিয়ে এরই মধ্যে ভেন্টিলেটর ও অক্সিজেন কনসেনট্রেটর পাঠিয়েছে ব্রিটেন। এদিকে ফ্রান্সের দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, দেশটি ভারতে একাধিক অক্সিজেন জেনারেটর পাঠাবে যেটি দিয়ে বছরখানেক ২৫০ শয্যায় অক্সিজেন সরবরাহ করা যাবে।
অক্সিজেনের অভাবে থাকা ভারতের দিল্লির স্পাইনাল ইনজুরিস সেন্টারের স্বাস্থ্য প্রশাসনের প্রধান ড. কে প্রীতম বলেন, সাত দিন ধরে আমাদের কেউ ঘুমাতে পারিনি। অক্সিজেনের অভাবে বাধ্য হয়ে আমরা এক সিলিন্ডারের মাধ্যমে দুই রোগীকে অক্সিজেন দিয়েছি।
এদিকে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি জনগণকে ভ্যাকসিন নেওয়ারও আহ্বান জানিয়েছেন মোদি।
ইরানের সঙ্গে পরমাণু চুক্তির খুব কাছাকাছি চলে এসেছে যুক্তরাষ্ট্র। এমনটাই জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে একটি পরমাণু চুক্তির খুব কাছাকাছি চলে এসেছে এবং তেহরান শর্তাবলিতে ‘এক প্রকার’ রাজি হয়েছে।
১৮ মিনিট আগেভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের আজ বৃহস্পতিবার সকালে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। ভারতের নিরাপত্তাবাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের সঙ্গে এই গোলাগুলিতে অন্তত ১ জন নিহত হয়েছে। টানা দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলেছে এই গোলাগুলি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগেপ্রায় ৩ বছর পর সরাসরি আলোচনায় বসতে যাচ্ছে লড়াইরত দুই প্রতিবেশী রাশিয়া ও ইউক্রেন। আজ বৃহস্পতিবার তুরস্কের ঐতিহাসিক শহর ইস্তাম্বুলে এই আলোচনা অনুষ্ঠিত হবে। সবার নজর এখন ইস্তাম্বুলের দিকে। কারণ, এই বৈঠকই রাশিয়া-ইউক্রেনের মধ্যে ৩ বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে পারে।
২ ঘণ্টা আগেসামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে লাইভস্ট্রিম চলাকালে গুলিতে নিহত হয়েছেন মেক্সিকান তরুণী ভ্যালেরিয়া মার্কেজ। মেক্সিকোর জালিস্কো রাজ্যের গুয়াদালাজারায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে