Ajker Patrika

পাকিস্তানের জন্য অভেদ্য ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা এস-৪০০ ভারতকে আরও দেবে রাশিয়া

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৪: ০৪
রাশিয়ার তৈরি এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ৬০০ কিলোমিটার দূর থেকে শত্রুর আক্রমণ শনাক্ত করতে পারে। একসঙ্গে ১০০টির বেশি লক্ষ্য ট্র্যাক করতে পারে। ছবি: রুশ প্রতিরক্ষা বাহিনী
রাশিয়ার তৈরি এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ৬০০ কিলোমিটার দূর থেকে শত্রুর আক্রমণ শনাক্ত করতে পারে। একসঙ্গে ১০০টির বেশি লক্ষ্য ট্র্যাক করতে পারে। ছবি: রুশ প্রতিরক্ষা বাহিনী

ভারতকে আরও কিছু এস-৪০০ সরবরাহ করতে যাচ্ছে রাশিয়া। এর আগে পাকিস্তানের সঙ্গে যুদ্ধে প্রথমবারের মতো এ প্রযুক্তি ব্যবহার করেছিল ভারত। পরে এ সিস্টেমকে আকাশের ‘অভেদ্য ঢাল’ হিসেবে বর্ণনা করেন ভারতীয় সেনারা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নতুন করে এস-৪০০ ডেলিভারির বিষয়ে ইতিমধ্যে ভারত-রাশিয়া আলোচনা চলছে।

প্রসঙ্গত, এস-৪০০ একধরনের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। এটি শত্রুর কার্যকলাপ ৬০০ কিলোমিটার দূর থেকে শনাক্ত করতে পারে এবং একসঙ্গে ১০০টির বেশি লক্ষ্য ট্র্যাক করতে পারে। প্রায় ৪০০ কিলোমিটার দূর থেকে আঘাত হানতে সক্ষম এস-৪০০। বোমারুবিমান, যুদ্ধবিমান, ড্রোন, আর্লি ওয়ার্নিং এয়ারক্রাফট ও ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করতে পারে। এর প্রতিটি রেজিমেন্টে থাকে আটটি লঞ্চ ভেহিকল, প্রতিটিতে চারটি ক্ষেপণাস্ত্র টিউব। রাশিয়ার তৈরি এ প্রতিরক্ষাব্যবস্থাকে বিশ্বের অন্যতম শক্তিশালী আকাশ প্রতিরক্ষাব্যবস্থা মনে করা হয়।

সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, রাশিয়া এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার আরও দুটি ইউনিট ভারতকে সরবরাহ করতে যাচ্ছে। এর মধ্যে একটি ইউনিট ২০২৬ সালে এবং অন্যটি ২০২৭ সালে সরবরাহ করা হতে পারে। এগুলো ২০১৮ সালে ভারতের দেওয়া পাঁচ ইউনিটের অর্ডারের বাকি দুটি। এগুলোর সরবরাহ দেরি হওয়ায় বিষয়টি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের রাশিয়া সফরে এবং সাম্প্রতিক ভারত-রাশিয়া বৈঠকেও তোলা হয়।

রাশিয়ার তৈরি এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ৬০০ কিলোমিটার দূর থেকে শত্রুর আক্রমণ শনাক্ত করতে পারে। একসঙ্গে ১০০টির বেশি লক্ষ্য ট্র্যাক করতে পারে। ছবি: রুশ প্রতিরক্ষা বাহিনী
রাশিয়ার তৈরি এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ৬০০ কিলোমিটার দূর থেকে শত্রুর আক্রমণ শনাক্ত করতে পারে। একসঙ্গে ১০০টির বেশি লক্ষ্য ট্র্যাক করতে পারে। ছবি: রুশ প্রতিরক্ষা বাহিনী

এ ছাড়া ভারত আরও এস-৪০০ কেনার পরিকল্পনা করছে বলে জানা গেছে, যা দেশটির উচ্চাভিলাষী ‘সুদর্শন চক্র’ প্রকল্পের অংশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বাধীনতা দিবসের ভাষণে এ প্রকল্পের কথা উল্লেখ করেছিলেন। এতে উন্নত আকাশ প্রতিরক্ষা, নজরদারি, সাইবার সুরক্ষা ও বেশ কয়েক ধাপে প্রতিরক্ষা কাঠামো অন্তর্ভুক্ত থাকবে—যা ইসরায়েলের আয়রন ডোমের মতো কাজ করবে।

এ বিষয়ে রুশ ফেডারেল সার্ভিস ফর মিলিটারি-টেকনিক্যাল কো-অপারেশনের প্রধান দিমিত্রি শুগায়েভ রুশ সংবাদমাধ্যম তাসকে বলেন, ‘ভারতের কাছে ইতিমধ্যে আমাদের এস-৪০০ সিস্টেম আছে। এ ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানো সম্ভব। অর্থাৎ নতুন ডেলিভারি আসছে। বর্তমানে আমরা আলোচনার পর্যায়ে আছি।’

রাশিয়ার তৈরি এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ৬০০ কিলোমিটার দূর থেকে শত্রুর আক্রমণ শনাক্ত করতে পারে। একসঙ্গে ১০০টির বেশি লক্ষ্য ট্র্যাক করতে পারে। ছবি: রুশ প্রতিরক্ষা বাহিনী
রাশিয়ার তৈরি এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ৬০০ কিলোমিটার দূর থেকে শত্রুর আক্রমণ শনাক্ত করতে পারে। একসঙ্গে ১০০টির বেশি লক্ষ্য ট্র্যাক করতে পারে। ছবি: রুশ প্রতিরক্ষা বাহিনী

ভারতীয় বিমানবাহিনীর প্রধান এপি সিং একে ‘গেমচেঞ্জার’ হিসেবে অভিহিত করেন, বিশেষ করে, অপারেশন সিঁদুরের সময়ে এর কার্যকারিতার পর। এপি সিং জানান, পাকিস্তান একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলেও সেগুলো এস-৪০০ ভেদ করতে পারেনি।

পাকিস্তান ও চীনের হুমকি মোকাবিলায় ভারত ২০১৮ সালে ৩৯ হাজার কোটি রুপির চুক্তিতে পাঁচটি এস-৪০০ সিস্টেম কিনেছিল। রাশিয়া ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে তিনটি ইউনিট সরবরাহ করেছে—এগুলো আদমপুর (পাঞ্জাব), পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলে মোতায়েন রয়েছে। অন্য দুটি এখনো আসেনি। তবে রাশিয়া ইতিমধ্যে নতুন ডেলিভারি শুরুর প্রস্তুতি নিচ্ছে।

এস-৪০০ কেবল প্রতিরক্ষা কৌশলেরই অংশ নয়, বরং ভারত-রাশিয়া ঘনিষ্ঠ সহযোগিতারও প্রতীক। সম্প্রতি চীনে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সম্মেলনের ফাঁকে দুই দেশের নেতার সৌহার্দ্যপূর্ণ সম্পর্কও চোখে পড়েছে। সেখানে রাশিয়া সবদিক থেকে ভারতের অবস্থানকে স্বীকৃতি দিয়েছে। বিশেষত, যুক্তরাষ্ট্রের চাপ সত্ত্বেও মস্কো থেকে তেল কেনা অব্যাহত রাখার ব্যাপারে রুশ সমর্থন ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত