ভারতনিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর এই প্রথম উপত্যকা সফর করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল বৃহস্পতিবার এই সফরে যান তিনি। সেখানে তিনি বলেন, নিজেদের স্বার্থে কংগ্রেস ও তার মিত্ররা জম্মু-কাশ্মীরের মানুষকে ভুল বুঝিয়েছে ৩৭০ অনুচ্ছেদের নামে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করা হয় ২০১৯ সালে। এর মধ্য দিয়ে কাশ্মীর বিশেষ মর্যাদা হারায়। পরে কেন্দ্রীয় সরকারের শাসনে আনা হয় অঞ্চলটিকে। ভারত সরকারের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় সেখানে ব্যাপক বিক্ষোভ হয়। এর প্রায় পাঁচ বছর পর ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জনসভায় যোগ দিতে মোদি সেখানে গেলেন। সভায় মোদি বলেন, ‘এটা নতুন কাশ্মীর। এই কাশ্মীর দেখার জন্য দশকের পর দশক অপেক্ষায় ছিলাম।’
এই সভায় প্রধান বিরোধী দল কংগ্রেসকে আক্রমণ করেন মোদি। তিনি বলেন, ‘নিজেদের স্বার্থে কংগ্রেস দেশকে ভুল পথে নিয়েছে ৩৭০ অনুচ্ছেদ ব্যবহার করে। এই অনুচ্ছেদ ব্যবহার করে কী মানুষের উপকার হয়েছে? এই অনুচ্ছেদের কারণে উপকার হয়েছে কয়েকটি রাজনৈতিক পরিবারের।
মূলত এই বক্তব্যের মধ্য দিয়ে কংগ্রেস ছাড়াও জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের নেতা ফারুক আবদুল্লাহকে আক্রমণ করেছেন মোদি।
মোদির এই সভাকে ঘিরে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। ফারুক আবদুল্লাহ বলেন, মোদি তার প্রতিটি বক্তব্যে কাশ্মীরের স্থানীয় রাজনীতিকে আক্রমণ করেন। যদি ৩৭০ অনুচ্ছেদ খারাপ হয়, তবে গোলাম নবী আজাদের রাজ্যসভা ও লোকসভায় দেওয়া ভাষণটি শুনুন। এখানে তিনি গুজরাট ও জম্মু-কাশ্মীরের পার্থক্য তুলে ধরেছেন।
মোদির পরিবারতন্ত্র নিয়ে বক্তব্যের সমালোচনা করেছেন আবদুল্লাহ। তিনি বলেন, ‘জনগণ আমাকে ভোট দেয়নি বলে হেরে গেছি। তাহলে এখন পরিবারতন্ত্র কোথায়?’
ভারতনিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর এই প্রথম উপত্যকা সফর করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল বৃহস্পতিবার এই সফরে যান তিনি। সেখানে তিনি বলেন, নিজেদের স্বার্থে কংগ্রেস ও তার মিত্ররা জম্মু-কাশ্মীরের মানুষকে ভুল বুঝিয়েছে ৩৭০ অনুচ্ছেদের নামে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করা হয় ২০১৯ সালে। এর মধ্য দিয়ে কাশ্মীর বিশেষ মর্যাদা হারায়। পরে কেন্দ্রীয় সরকারের শাসনে আনা হয় অঞ্চলটিকে। ভারত সরকারের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় সেখানে ব্যাপক বিক্ষোভ হয়। এর প্রায় পাঁচ বছর পর ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জনসভায় যোগ দিতে মোদি সেখানে গেলেন। সভায় মোদি বলেন, ‘এটা নতুন কাশ্মীর। এই কাশ্মীর দেখার জন্য দশকের পর দশক অপেক্ষায় ছিলাম।’
এই সভায় প্রধান বিরোধী দল কংগ্রেসকে আক্রমণ করেন মোদি। তিনি বলেন, ‘নিজেদের স্বার্থে কংগ্রেস দেশকে ভুল পথে নিয়েছে ৩৭০ অনুচ্ছেদ ব্যবহার করে। এই অনুচ্ছেদ ব্যবহার করে কী মানুষের উপকার হয়েছে? এই অনুচ্ছেদের কারণে উপকার হয়েছে কয়েকটি রাজনৈতিক পরিবারের।
মূলত এই বক্তব্যের মধ্য দিয়ে কংগ্রেস ছাড়াও জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের নেতা ফারুক আবদুল্লাহকে আক্রমণ করেছেন মোদি।
মোদির এই সভাকে ঘিরে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। ফারুক আবদুল্লাহ বলেন, মোদি তার প্রতিটি বক্তব্যে কাশ্মীরের স্থানীয় রাজনীতিকে আক্রমণ করেন। যদি ৩৭০ অনুচ্ছেদ খারাপ হয়, তবে গোলাম নবী আজাদের রাজ্যসভা ও লোকসভায় দেওয়া ভাষণটি শুনুন। এখানে তিনি গুজরাট ও জম্মু-কাশ্মীরের পার্থক্য তুলে ধরেছেন।
মোদির পরিবারতন্ত্র নিয়ে বক্তব্যের সমালোচনা করেছেন আবদুল্লাহ। তিনি বলেন, ‘জনগণ আমাকে ভোট দেয়নি বলে হেরে গেছি। তাহলে এখন পরিবারতন্ত্র কোথায়?’
যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে ইতিহাসের অন্যতম বড় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে ঘোষণা করেছে হোয়াইট হাউস। চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র সৌদি আরবকে আধুনিক যুদ্ধ সরঞ্জাম ও প্রযুক্তি সরবরাহ করবে, যার মূল্য প্রায় ১৪২ বিলিয়ন ডলার।
১৯ মিনিট আগেগত রোববার রাতে মেক্সিকোর ভেরাক্রুজ রাজ্যে একটি নির্বাচনী মিছিল উৎসবমুখর পরিবেশে শুরু হলেও মুহূর্তেই তা রূপ নেয় এক ভীতিকর পরিস্থিতিতে। কারণ যাকে কেন্দ্র করে সেই মিছিলটি অনুষ্ঠিত হচ্ছিল সেই মেয়র পদপ্রার্থী ইয়েসেনিয়া লারা গুতিয়েরেসকে সে সময় গুলি করে হত্যা করা হয়েছে।
৩৪ মিনিট আগেইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তিনি তুরস্কে ইউক্রেন-রাশিয়া শান্তি আলোচনায় যোগ দেবেন শুধু যদি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেখানে উপস্থিত থাকেন। এই ঘোষণার মধ্য দিয়ে আলোচনার শর্ত আরও কঠোর করে তুললেন তিনি।
১ ঘণ্টা আগে২০১৬ সালে প্যারিসের একটি বিলাসবহুল হোটেলে ভয়াবহ ডাকাতির শিকার হয়েছিলেন মার্কিন টিভি তারকা ও ব্যবসায়ী কিম কারদাশিয়ান। এবার সেই ঘটনার বিচারে ফ্রান্সের আদালতে সাক্ষ্য দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। ডাকাতির সময় তাঁকে অস্ত্রের মুখে ভয় দেখানো হয়েছিল বলে অভিযোগ রয়েছে।
২ ঘণ্টা আগে