Ajker Patrika

চার মাসের শিশুকে ছাদ থেকে ফেলে দিল বানর

আপডেট : ১৮ জুলাই ২০২২, ০০: ২৭
চার মাসের শিশুকে ছাদ থেকে ফেলে দিল বানর

তিনতলা ভবনের ছাদ থেকে চার মাসের এক শিশুকে ছুড়ে ফেলে দেয় একটি বানর। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। 

ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশ রাজ্যের বারেলিতে। আজ রোববার প্রশাসনিক কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

বারেলির প্রধান বনরক্ষক ললিত ভার্মা জানিয়েছেন, ঘটনাটি তাঁদের জানানো হয়েছে। বিষয়টি তদন্ত করতে বন বিভাগের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বারেলির দুঙ্কা গ্রামের বাসিন্দা নির্দেশ উপাধ্যায় (২৫) বলেন, গত শুক্রবার বিকেলে তাঁদের চার মাস বয়সী ছেলেশিশুকে নিয়ে তিনি ও তাঁর স্ত্রী তাঁদের তিনতলা বাড়ির ছাদে হাঁটছিলেন। হঠাৎ বানরের দল ছাদে চলে আসে। তাঁরা দুজনে খেদানোর চেষ্টা করেন। কিন্তু বানরগুলো নির্দেশকে ঘিরে ধরে। তিনি দৌড়ে সিঁড়ির দিকে যান, এ সময় কোল থেকে শিশুটি পড়ে যায়। শিশুকে ধরার আগেই একটি বানর ছোঁ মেরে শিশুটিকে তুলে ছাদ থেকে ফেলে দেয়। 

শিশুটি নিচে পড়ে প্রায় সঙ্গে সঙ্গে প্রাণ হারায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত