বিতর্কিত ফলক ভেঙে দিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। এরপর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নামসহ বাংলা, ইংরেজি ও হিন্দি ভাষায় শান্তিনিকেতনের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা নতুন ফলক লাগানো হয়েছে। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।
গতকাল বুধবার সন্ধ্যায় ভেঙে ফেলা হয় বিতর্কিত ফলক। এর আগে ১৭ সেপ্টেম্বর ইউনেসকো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনকে ‘বিশ্ব ঐতিহ্য’ হিসেবে স্বীকৃতি দেয়। তারপর ২০ অক্টোবর তৎকালীন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ঐতিহ্যবাহী উপাসনাগৃহ, রবীন্দ্রভবন, গৌর প্রাঙ্গণে তিনটি শ্বেত পাথরের ফলক বসিয়েছিলেন ৷ তাতে ছিল আচার্য তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নাম। শুধু বাদ ছিল এর প্রতিষ্ঠাতা কবিগুরুর নাম।
এ নিয়ে নিন্দার ঝড় ওঠে। সরব হয় রাজনৈতিক দলগুলো থেকে শুরু করে অনেকেই। বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করেছিল শান্তিনিকেতন ট্রাস্ট। মুখ্যমন্ত্রীর নির্দেশে ১৪ দিন টানা আন্দোলন করেন তৃণমূল কংগ্রেসের নেতা-মন্ত্রী-বিধায়ক-সংসদ সদস্যরা। সর্বত্র সবাই প্রতিবাদে সরব হওয়ার পর বিতর্কিত ফলক সরানোর নির্দেশ দেয় কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়।
বিদ্যুৎ চক্রবর্তীর মেয়াদ শেষ হতেই দায়িত্ব নেন সঞ্জয় কুমার মল্লিক। গত ২০ নভেম্বর ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় কুমার মল্লিক ফলকগুলো প্রতিস্থাপন করা হবে বলে জানানোর পর গতকাল বুধবার সন্ধ্যার পর তা বাস্তবায়িত হয়। তিনি এর আগে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করতে দিল্লি গিয়েছিলেন।
নতুন ফলকের জন্য বাংলা, হিন্দি ও ইংরেজি সংস্করণের চূড়ান্ত খসড়া তৈরি করতে বিশ্বভারতী একটি কমিটি গঠন করেছিল। বিশ্ববিদ্যালয়ের আচার্য মোদি ও উপাচার্যের নাম নেই নতুন ফলকে। সেখানে মাঝখানে রয়েছে অশোকস্তম্ভ; দুপাশে ইউনেসকো এবং বিশ্বভারতীর লোগো। আছে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম। কেন্দ্রের পরামর্শ অনুযায়ী বিশ্বভারতীকে ‘বিশ্ব ঐতিহ্য’ হিসেবে তুলে ধরা হয়েছে নতুন ফলকে। বাংলা, হিন্দি ও ইংরেজি ভাষায় রয়েছে প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত বিবরণ।
বিদ্যুৎ চক্রবর্তীর পাঁচ বছরের মেয়াদ ঘিরে রয়েছে বেশ কিছু বিতর্ক। বাঙালি সংস্কৃতির অবমাননা এবং জনগণের অনুভূতিতে আঘাত করার অভিযোগে তাঁর বিরুদ্ধে দায়ের করা পাঁচটি ফৌজদারি অভিযোগে অবসর নেওয়ার পরে পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিল।
বিতর্কিত ফলক ভেঙে দিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। এরপর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নামসহ বাংলা, ইংরেজি ও হিন্দি ভাষায় শান্তিনিকেতনের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা নতুন ফলক লাগানো হয়েছে। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।
গতকাল বুধবার সন্ধ্যায় ভেঙে ফেলা হয় বিতর্কিত ফলক। এর আগে ১৭ সেপ্টেম্বর ইউনেসকো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনকে ‘বিশ্ব ঐতিহ্য’ হিসেবে স্বীকৃতি দেয়। তারপর ২০ অক্টোবর তৎকালীন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ঐতিহ্যবাহী উপাসনাগৃহ, রবীন্দ্রভবন, গৌর প্রাঙ্গণে তিনটি শ্বেত পাথরের ফলক বসিয়েছিলেন ৷ তাতে ছিল আচার্য তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নাম। শুধু বাদ ছিল এর প্রতিষ্ঠাতা কবিগুরুর নাম।
এ নিয়ে নিন্দার ঝড় ওঠে। সরব হয় রাজনৈতিক দলগুলো থেকে শুরু করে অনেকেই। বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করেছিল শান্তিনিকেতন ট্রাস্ট। মুখ্যমন্ত্রীর নির্দেশে ১৪ দিন টানা আন্দোলন করেন তৃণমূল কংগ্রেসের নেতা-মন্ত্রী-বিধায়ক-সংসদ সদস্যরা। সর্বত্র সবাই প্রতিবাদে সরব হওয়ার পর বিতর্কিত ফলক সরানোর নির্দেশ দেয় কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়।
বিদ্যুৎ চক্রবর্তীর মেয়াদ শেষ হতেই দায়িত্ব নেন সঞ্জয় কুমার মল্লিক। গত ২০ নভেম্বর ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় কুমার মল্লিক ফলকগুলো প্রতিস্থাপন করা হবে বলে জানানোর পর গতকাল বুধবার সন্ধ্যার পর তা বাস্তবায়িত হয়। তিনি এর আগে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করতে দিল্লি গিয়েছিলেন।
নতুন ফলকের জন্য বাংলা, হিন্দি ও ইংরেজি সংস্করণের চূড়ান্ত খসড়া তৈরি করতে বিশ্বভারতী একটি কমিটি গঠন করেছিল। বিশ্ববিদ্যালয়ের আচার্য মোদি ও উপাচার্যের নাম নেই নতুন ফলকে। সেখানে মাঝখানে রয়েছে অশোকস্তম্ভ; দুপাশে ইউনেসকো এবং বিশ্বভারতীর লোগো। আছে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম। কেন্দ্রের পরামর্শ অনুযায়ী বিশ্বভারতীকে ‘বিশ্ব ঐতিহ্য’ হিসেবে তুলে ধরা হয়েছে নতুন ফলকে। বাংলা, হিন্দি ও ইংরেজি ভাষায় রয়েছে প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত বিবরণ।
বিদ্যুৎ চক্রবর্তীর পাঁচ বছরের মেয়াদ ঘিরে রয়েছে বেশ কিছু বিতর্ক। বাঙালি সংস্কৃতির অবমাননা এবং জনগণের অনুভূতিতে আঘাত করার অভিযোগে তাঁর বিরুদ্ধে দায়ের করা পাঁচটি ফৌজদারি অভিযোগে অবসর নেওয়ার পরে পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিল।
ইসরায়েলে ফিলিস্তিনি শ্রমিকদের শূন্যস্থান পূরণে ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত ২০ হাজারের বেশি ভারতীয় শ্রমিক দেশটিতে গেছে। এমনটাই জানিয়েছে ভারত সরকার জানিয়েছে। গাজায় ইসরায়েলের চলমান অভিযানের মধ্যেই এ খবর প্রকাশ্যে এল। এটি আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসরায়েলের প্রতি চাপ বাড়ার সময় ভারতের গুরুত্বপ
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় একটি ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। যাঁদের মধ্যে পাঁচজনের অবস্থাই সংকটাপন্ন। গতকাল সোমবার স্থানীয় সময় সকালে পিটসবার্গের কাছে ইউএস স্টিলের ক্লেয়ারটন কারখানায় এ বিস্ফোরণ হয়েছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে।
১ ঘণ্টা আগেমিয়ানমারে রোহিঙ্গা শরণার্থীদের জন্য শান্তি স্থাপন ও মানবিক সহায়তা পৌঁছে দিতে মালয়েশিয়া, বাংলাদেশ ও আঞ্চলিক কয়েকটি দেশ যৌথভাবে একটি প্রতিনিধিদল পাঠাতে যাচ্ছে। আজ মঙ্গলবার দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম শক্তিশালী রাষ্ট্র মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এই ঘোষণা দেন। খবর সিঙ্গাপুরভিত্তিক
১ ঘণ্টা আগেমিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির জান্তা সরকারকে কোনো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করতে দেবে না স্থানীয় বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। গোষ্ঠীটি জানিয়েছে, মিয়ানমারের পশ্চিমাঞ্চলে অবস্থিত বাংলাদেশ সংলগ্ন এই রাজ্যটিতে নিজেদের নিয়ন্ত্রণাধীন অঞ্চলে চলতি বছরের শেষ দিকে অনুষ্ঠেয় নির্বাচনের কোনো স্বীকৃতি তারা
২ ঘণ্টা আগে