Ajker Patrika

করোনা: ভারতে আরও ৩৪১৭ জনের মৃত্যু

আপডেট : ০৩ মে ২০২১, ১০: ৫৬
করোনা: ভারতে আরও ৩৪১৭ জনের মৃত্যু

ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দৈনিক মৃত্যু ও আক্রান্তের সংখ্যা টানা কয়েকদিন ধরে ভয়াবহভাবে বাড়লেও আজ সোমবার তা কিছুটা কমে এসেছে। গত একদিনে দেশটিতে তিন লাখ ৬৮ হাজার ১৪৭ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন  ৩ হাজার ৪১৭ জন।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

এর আগে গতকাল রোববার ভারতে তিন লাখ ৯২ হাজার করোনা রোগী শনাক্ত করা হয়েছে। সেই হিসেবে গত একদিনে ভারতে প্রায় ২৪ হাজার কম রোগী শনাক্ত হলো

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী,   দেশটিতে এ পর্যন্ত ১ কোটি ৯৯ লাখ ২৫ হাজার ৬০৪ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।  ভারতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২ লাখ ১৮ হাজার ৯৫৯ জন।

ভাইরাসে আক্রান্ত বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভারতে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে সক্রিয় রোগী বেড়েছে প্রায় ৬৪ হাজার। এর ফলে সেখানে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩৪ লাখ ১৪ হাজার।

রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসাসেবায় সঙ্কট দেখা দিয়েছে। মৃতের সংখ্যায় বেড়ে যাওয়ায় ভারতের বিভিন্ন রাজ্যে মরদেহ সৎকারেও হিমশিম খেতে হচ্ছে।

এদিন করোনায় বিপর্যস্ত ভারতের বিপদে পাশে দাঁড়াতে হাত বাড়িয়ে দিচ্ছে  যুক্তরাষ্ট্র, ব্রিটেন, নিউজিল্যান্ড, ফ্রান্সসহ বিশ্বের বিভিন্ন দেশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় স্বর্ণের কারিগরসহ দুই ব্যক্তি নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত