মন্দিরের দেয়ালে লাগানো হাতির আবক্ষ মূর্তির মুখ থেকে গড়িয়ে পড়ছে পানি। এটিকে ‘চরণামৃত’ ভেবে পানের জন্য হুড়োহুড়ি করছেন পুণ্যার্থীরা। কেউ দুই হাতের আঁজলা পেতে, কেউ বা চায়ের কাপে সংগ্রহ করছেন সেই ‘পবিত্র’ পানি। সম্প্রতি ভারতের বৃন্দাবনের এক মন্দিরে ঘটে যাওয়া এমনই এক দৃশ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের দাবি, ভিডিওর দৃশ্যটি বৃন্দাবনের বাঁকে বিহারি মন্দিরের।
ভাইরাল ভিডিওটিতে পানি পানকারীদের উদ্দেশে কাউকে কাউকে বলতে শোনা যায়, ‘ওই জল খাবেন না। ওটা চরণামৃত নয়।’
মন্দিরের পূজারিরাও নিশ্চিত করেন, ওটা এসির পানি! কিন্তু এরপরও কারও ভ্রুক্ষেপ নেই। পুণ্যার্থীরা পাত্র হাতে হাতির মুখের নিচে হুড়োহুড়ি করে কাপে ‘পবিত্র পানি’ ভরেই চলেন এবং পানও করেন ভক্তি ভরে। কেউ কেউ আবার ওই পানি ছিটিয়ে দেন মাথাতেও।
ভিডিওটি ভাইরাল হওয়ার পরই এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উঠেছে সমালোচনার ঝড়। ভিডিওটির কমেন্টবক্সে জমা হয়েছে হাজার হাজার মন্তব্যের ভিড়। কেউ লিখেছেন, ‘এদের অবিলম্বে শিক্ষিত করা দরকার। চরণামৃত ভেবে এসির জল কী করে খেতে পারেন!’ কেউ আবার লিখেছেন, ‘সবাই করছে বলেই করতে হবে! এদের এমনই কুসংস্কার যে, কোনো কাজ করার আগে নিজের যুক্তি, বুদ্ধিকে একবারও কাজে লাগাবে না। ভারতীয়রা কি এতটাই অশিক্ষিত!’
বৃন্দাবনের এই ঘটনায় যুক্তিবাদী ভারতীয়রাও হতাশ বলে জানায় আনন্দবাজার। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে এমন কয়েকজনের বক্তব্য তুলে ধরা হয়েছে। এক ব্যক্তির বক্তব্য তুলে ধরে বলা হয়েছে, ভারতে কুসংস্কার মুক্তির শিক্ষা কতটা জরুরি তা ওই মন্দিরের দৃশ্য এক ঝলক দেখলে রন্ধ্রে রন্ধ্রে বোঝা যাচ্ছে।
তবে কেউ কেউ পুণ্যার্থীদের চরণামৃত ভেবে এসির পানি পানের এমন হুড়োহুড়ির জন্য দায়ী করছেন মন্দির কর্তৃপক্ষকে। তাঁদের বক্তব্য, ‘কুসংস্কারের মাত্রা দেখলে অবাক হতে হয়। আরও অদ্ভুত বিষয় হলো, কথাটা মন্দিরের পূজারিরা শুধু মুখে না বলে একটি লিখিত নোটিশ তো ওখানে লাগিয়ে দিতে পারতেন! সেটা না করে মন্দির কর্তৃপক্ষও বিষয়টিতে উসকানি দিচ্ছেন না কি!’
মন্দিরের দেয়ালে লাগানো হাতির আবক্ষ মূর্তির মুখ থেকে গড়িয়ে পড়ছে পানি। এটিকে ‘চরণামৃত’ ভেবে পানের জন্য হুড়োহুড়ি করছেন পুণ্যার্থীরা। কেউ দুই হাতের আঁজলা পেতে, কেউ বা চায়ের কাপে সংগ্রহ করছেন সেই ‘পবিত্র’ পানি। সম্প্রতি ভারতের বৃন্দাবনের এক মন্দিরে ঘটে যাওয়া এমনই এক দৃশ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের দাবি, ভিডিওর দৃশ্যটি বৃন্দাবনের বাঁকে বিহারি মন্দিরের।
ভাইরাল ভিডিওটিতে পানি পানকারীদের উদ্দেশে কাউকে কাউকে বলতে শোনা যায়, ‘ওই জল খাবেন না। ওটা চরণামৃত নয়।’
মন্দিরের পূজারিরাও নিশ্চিত করেন, ওটা এসির পানি! কিন্তু এরপরও কারও ভ্রুক্ষেপ নেই। পুণ্যার্থীরা পাত্র হাতে হাতির মুখের নিচে হুড়োহুড়ি করে কাপে ‘পবিত্র পানি’ ভরেই চলেন এবং পানও করেন ভক্তি ভরে। কেউ কেউ আবার ওই পানি ছিটিয়ে দেন মাথাতেও।
ভিডিওটি ভাইরাল হওয়ার পরই এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উঠেছে সমালোচনার ঝড়। ভিডিওটির কমেন্টবক্সে জমা হয়েছে হাজার হাজার মন্তব্যের ভিড়। কেউ লিখেছেন, ‘এদের অবিলম্বে শিক্ষিত করা দরকার। চরণামৃত ভেবে এসির জল কী করে খেতে পারেন!’ কেউ আবার লিখেছেন, ‘সবাই করছে বলেই করতে হবে! এদের এমনই কুসংস্কার যে, কোনো কাজ করার আগে নিজের যুক্তি, বুদ্ধিকে একবারও কাজে লাগাবে না। ভারতীয়রা কি এতটাই অশিক্ষিত!’
বৃন্দাবনের এই ঘটনায় যুক্তিবাদী ভারতীয়রাও হতাশ বলে জানায় আনন্দবাজার। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে এমন কয়েকজনের বক্তব্য তুলে ধরা হয়েছে। এক ব্যক্তির বক্তব্য তুলে ধরে বলা হয়েছে, ভারতে কুসংস্কার মুক্তির শিক্ষা কতটা জরুরি তা ওই মন্দিরের দৃশ্য এক ঝলক দেখলে রন্ধ্রে রন্ধ্রে বোঝা যাচ্ছে।
তবে কেউ কেউ পুণ্যার্থীদের চরণামৃত ভেবে এসির পানি পানের এমন হুড়োহুড়ির জন্য দায়ী করছেন মন্দির কর্তৃপক্ষকে। তাঁদের বক্তব্য, ‘কুসংস্কারের মাত্রা দেখলে অবাক হতে হয়। আরও অদ্ভুত বিষয় হলো, কথাটা মন্দিরের পূজারিরা শুধু মুখে না বলে একটি লিখিত নোটিশ তো ওখানে লাগিয়ে দিতে পারতেন! সেটা না করে মন্দির কর্তৃপক্ষও বিষয়টিতে উসকানি দিচ্ছেন না কি!’
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের এমপি ও দলটির সাবেক প্রেসিডেন্ট রাহুল গান্ধীকে আটক করেছে দিল্লি পুলিশ। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে তাঁকে আটক করা হয়।
২ ঘণ্টা আগেছিন্নমূল মানুষদের ওয়াশিংটন ডিসি থেকে ছাড়তে বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শহরের অপরাধ দমন করার অঙ্গীকার পূরণে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। গতকাল রোববার এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘আমরা আপনাদের থাকার জায়গা দেব, তবে রাজধানী থেকে অনেক দূরে।’
২ ঘণ্টা আগেআফগানিস্তানে জাতিসংঘের নারী কর্মীদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে। রোববার আফগানিস্তানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সর্বশেষ প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। ওই প্রতিবেদনে উঠে এসেছে ভয়াবহ এই তথ্য। কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, জাতিসংঘের ওই প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর মে মাসে...
২ ঘণ্টা আগেভারতে রাখি বন্ধন উদ্যাপনের পর বোনকে হত্যা করেছে অরবিন্দ নামের এক যুবক। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, বোনের প্রেমের সম্পর্ক মানতে না পেরে তাকে হত্যা করেছে ২৫ বছর বয়সী ওই যুবক। উত্তর প্রদেশের ঝাঁসি জেলার গারউথা এলাকায় এই ঘটনা ঘটেছে।
৪ ঘণ্টা আগে