ভারতের উত্তর প্রদেশের শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি বিধায়ক গুলাভ দেবিকে অবশিষ্ট উন্নয়ন প্রকল্পের বিষয়ে প্রশ্ন করেন ইউটিউবার সঞ্জয় রানা। তিনি ‘মোরাদাবাদ উজ্জ্বলা’ নামের ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত। এই প্রশ্নের জেরে সেই ইউটিউবারের বিরুদ্ধে ‘শান্তি বিনষ্টের’ অভিযোগ এনে পরদিনই গ্রেপ্তার করা হয়েছে।
আজ শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গত শনিবার সম্বল জেলার বুধনগর খান্ডুয়া গ্রামে এ ঘটনা ঘটে। এক অনুষ্ঠানে সেই ইউটিউবার প্রতিমন্ত্রীকে অবশিষ্ট উন্নয়ন প্রকল্পের বিষয়ে প্রশ্ন করেছিলেন। সেই ইউটিউবার মন্ত্রীকে প্রশ্ন করেছিলেন, ‘আপনি উন্নয়নমূলক যে কাজগুলোর কথা বলে গিয়েছিলেন, সেগুলি রূপায়িত হয়নি কেন?’ প্রতিমন্ত্রী বলেন, ‘সব কাজই যথাসময়ে হয়ে যাবে।’ ইউটিউবার প্রশ্ন করেন, ‘আপনি মন্দিরের রাস্তা পাকা করার কথা বলেছিলেন, কিন্তু এটি এখনো পাকা হয়নি। এ বিষয়ে আপনার কী বলার আছে?’
পরে অনলাইনে ভিডিও প্রকাশিত হলে পরদিন রোববার স্থানীয় বিজেপি যুব শাখার নেতা শুভম রাঘব মামলা করেন। তাঁর অভিযোগ, সঞ্জয় রানা ‘ভুয়া সাংবাদিক’। যিনি একটি ইউটিউব চ্যানেলের পরিচয়পত্র এবং একটি মাইক্রোফোন বহন করেছিলেন। তিনি সরকারি কাজের ব্যাঘাত ঘটান এবং গালিগালাজ ও হুমকিমূলক ভাষা ব্যবহার করেন।
পুলিশ সুপার চক্রেশ মিশ্র বলেন, ‘রানাকে গ্রেপ্তার করা হয়েছিল। তবে সাবডিভিশনাল ম্যাজিস্ট্রেট তাঁকে জামিন দেন। পরে মুক্তি পান রানা।’
সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব এ ঘটনার জন্য ক্ষমতাসীন বিজেপিকে দায়ী করেছেন। তিনি বিজেপির এমন অগণতান্ত্রিক আচরণ নিয়ে প্রশ্ন তোলেন।
এক টুইট বার্তায় অখিলেশ বলেন, ‘এটিই বিজেপি সরকারের অধীনে গণতন্ত্র এবং মতপ্রকাশের স্বাধীনতার ছবি।’
ভারতের উত্তর প্রদেশের শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি বিধায়ক গুলাভ দেবিকে অবশিষ্ট উন্নয়ন প্রকল্পের বিষয়ে প্রশ্ন করেন ইউটিউবার সঞ্জয় রানা। তিনি ‘মোরাদাবাদ উজ্জ্বলা’ নামের ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত। এই প্রশ্নের জেরে সেই ইউটিউবারের বিরুদ্ধে ‘শান্তি বিনষ্টের’ অভিযোগ এনে পরদিনই গ্রেপ্তার করা হয়েছে।
আজ শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গত শনিবার সম্বল জেলার বুধনগর খান্ডুয়া গ্রামে এ ঘটনা ঘটে। এক অনুষ্ঠানে সেই ইউটিউবার প্রতিমন্ত্রীকে অবশিষ্ট উন্নয়ন প্রকল্পের বিষয়ে প্রশ্ন করেছিলেন। সেই ইউটিউবার মন্ত্রীকে প্রশ্ন করেছিলেন, ‘আপনি উন্নয়নমূলক যে কাজগুলোর কথা বলে গিয়েছিলেন, সেগুলি রূপায়িত হয়নি কেন?’ প্রতিমন্ত্রী বলেন, ‘সব কাজই যথাসময়ে হয়ে যাবে।’ ইউটিউবার প্রশ্ন করেন, ‘আপনি মন্দিরের রাস্তা পাকা করার কথা বলেছিলেন, কিন্তু এটি এখনো পাকা হয়নি। এ বিষয়ে আপনার কী বলার আছে?’
পরে অনলাইনে ভিডিও প্রকাশিত হলে পরদিন রোববার স্থানীয় বিজেপি যুব শাখার নেতা শুভম রাঘব মামলা করেন। তাঁর অভিযোগ, সঞ্জয় রানা ‘ভুয়া সাংবাদিক’। যিনি একটি ইউটিউব চ্যানেলের পরিচয়পত্র এবং একটি মাইক্রোফোন বহন করেছিলেন। তিনি সরকারি কাজের ব্যাঘাত ঘটান এবং গালিগালাজ ও হুমকিমূলক ভাষা ব্যবহার করেন।
পুলিশ সুপার চক্রেশ মিশ্র বলেন, ‘রানাকে গ্রেপ্তার করা হয়েছিল। তবে সাবডিভিশনাল ম্যাজিস্ট্রেট তাঁকে জামিন দেন। পরে মুক্তি পান রানা।’
সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব এ ঘটনার জন্য ক্ষমতাসীন বিজেপিকে দায়ী করেছেন। তিনি বিজেপির এমন অগণতান্ত্রিক আচরণ নিয়ে প্রশ্ন তোলেন।
এক টুইট বার্তায় অখিলেশ বলেন, ‘এটিই বিজেপি সরকারের অধীনে গণতন্ত্র এবং মতপ্রকাশের স্বাধীনতার ছবি।’
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তাঁর বর্তমান স্ত্রী জিল বাইডেনের কন্যা অ্যাশলি বাইডেন তাঁর ১৩ বছরের দাম্পত্যজীবনের ইতি টানতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। স্থানীয় সময় সোমবার (১১ আগস্ট) ৪৪ বছর বয়সী অ্যাশলি ফিলাডেলফিয়ার কোর্ট অব কমন প্লিসে এই আবেদন দাখিল করেন।
১ ঘণ্টা আগেবাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের মালয়েশিয়া সফরকে কেন্দ্র করে দেশটির প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিম এক্স মাধ্যমে পরপর তিনটি পোস্ট দিয়েছেন। এসব পোস্টে তিনি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও কৌশলগত সহযোগিতা জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেছেন।
২ ঘণ্টা আগেইউক্রেনের সীমানা জোর করে পরিবর্তন করা যাবে না বলে সতর্ক করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা। এই সতর্কতা এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ইউক্রেন ইস্যুতে আসন্ন আলাস্কা সম্মেলনের তিন দিন আগে।
২ ঘণ্টা আগেইউক্রেন যুদ্ধের কারণে শ্রমিক সংকট মোকাবিলায় হাজার হাজার উত্তর কোরিয়ানকে রাশিয়ায় পাঠানো হয়েছে। তবে বিবিসির প্রতিবেদনে উঠে এসেছে, রাশিয়ায় পৌঁছানোর পর দাসের মতো শর্তে কাজ করানো হচ্ছে উত্তর কোরিয়ার শ্রমিকদের।
৩ ঘণ্টা আগে