Ajker Patrika

মন্ত্রীকে ইউটিউবারের প্রশ্ন, ‘শান্তি বিনষ্টের’ অভিযোগে পরদিনই গ্রেপ্তার

আপডেট : ১৭ মার্চ ২০২৩, ১৯: ৪২
মন্ত্রীকে ইউটিউবারের প্রশ্ন, ‘শান্তি বিনষ্টের’ অভিযোগে পরদিনই গ্রেপ্তার

ভারতের উত্তর প্রদেশের শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি বিধায়ক গুলাভ দেবিকে অবশিষ্ট উন্নয়ন প্রকল্পের বিষয়ে প্রশ্ন করেন ইউটিউবার সঞ্জয় রানা। তিনি ‘মোরাদাবাদ উজ্জ্বলা’ নামের ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত। এই প্রশ্নের জেরে সেই ইউটিউবারের বিরুদ্ধে ‘শান্তি বিনষ্টের’ অভিযোগ এনে পরদিনই গ্রেপ্তার করা হয়েছে। 

আজ শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গত শনিবার সম্বল জেলার বুধনগর খান্ডুয়া গ্রামে এ ঘটনা ঘটে। এক অনুষ্ঠানে সেই ইউটিউবার প্রতিমন্ত্র‍ীকে অবশিষ্ট উন্নয়ন প্রকল্পের বিষয়ে প্রশ্ন করেছিলেন। সেই ইউটিউবার মন্ত্রীকে প্রশ্ন করেছিলেন, ‘আপনি উন্নয়নমূলক যে কাজগুলোর কথা বলে গিয়েছিলেন, সেগুলি রূপায়িত হয়নি কেন?’ প্রতিমন্ত্রী বলেন, ‘সব কাজই যথাসময়ে হয়ে যাবে।’ ইউটিউবার প্রশ্ন করেন, ‘আপনি মন্দিরের রাস্তা পাকা করার কথা বলেছিলেন, কিন্তু এটি এখনো পাকা হয়নি। এ বিষয়ে আপনার কী বলার আছে?’ 

পরে অনলাইনে ভিডিও প্রকাশিত হলে পরদিন রোববার স্থানীয় বিজেপি যুব শাখার নেতা শুভম রাঘব মামলা করেন। তাঁর অভিযোগ, সঞ্জয় রানা ‘ভুয়া সাংবাদিক’। যিনি একটি ইউটিউব চ্যানেলের পরিচয়পত্র এবং একটি মাইক্রোফোন বহন করেছিলেন। তিনি সরকারি কাজের ব্যাঘাত ঘটান এবং গালিগালাজ ও হুমকিমূলক ভাষা ব্যবহার করেন। 

পুলিশ সুপার চক্রেশ মিশ্র বলেন, ‘রানাকে গ্রেপ্তার করা হয়েছিল। তবে সাবডিভিশনাল ম্যাজিস্ট্রেট তাঁকে জামিন দেন। পরে মুক্তি পান রানা।’ 

সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব এ ঘটনার জন্য ক্ষমতাসীন বিজেপিকে দায়ী করেছেন। তিনি বিজেপির এমন অগণতান্ত্রিক আচরণ নিয়ে প্রশ্ন তোলেন। 

এক টুইট বার্তায় অখিলেশ বলেন, ‘এটিই বিজেপি সরকারের অধীনে গণতন্ত্র এবং মতপ্রকাশের স্বাধীনতার ছবি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত