Ajker Patrika

সনাতন ধর্মই ভারতের জাতীয় ধর্ম: যোগী আদিত্য নাথ

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ। ছবি: এনডিটিভির সৌজন্যে
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ। ছবি: এনডিটিভির সৌজন্যে

সনাতন ধর্মই ভারতের জাতীয় ধর্ম বলে মন্তব্য করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ। আজ রোববার এনডিটিভির ‘মহাকুম্ভ সংলাপে’ তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, ‘প্রয়াগরাজের (পূর্বে এলাহাবাদ) এই বিশাল ধর্মীয় উৎসব শুধু একটি জাতি বা ধর্মের জন্য নয়। এটি সব ধর্ম, সংস্কৃতি ও জাতির মিলনমেলা।

যোগী আদিত্য নাথ বলেন, ‘সনাতন ধর্ম মানবতার ধর্ম। এর অনুসারীদের উপাসনার পদ্ধতি ভিন্ন হতে পারে, কিন্তু ধর্ম এক এবং সেটি সনাতন ধর্ম। মহাকুম্ভ সনাতন ধর্মের প্রতিনিধিত্ব করে।’

মুখ্যমন্ত্রী মহাকুম্ভকে ‘মহাপর্ব’ আখ্যা দিয়ে বলেন, ‘১৪ জানুয়ারি মকর-সংক্রান্তিতে প্রায় ৬ কোটি ভক্ত সঙ্গমে স্নান করেছেন। এই মহাপর্ব ঐক্যের বার্তা দিয়েছে। এখানে কোনো বিভেদ নেই। যাঁরা সনাতন ধর্মের সমালোচনা করতেন, তাঁদের বলি, নিজ চোখে দেখুন, সনাতনের বশ্যতা স্বীকার করুন।’

‘সঙ্গম’ হলো গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর মিলনস্থল, যা প্রয়াগরাজের পবিত্রতম স্থানগুলোর মধ্যে একটি।

এনটিভির প্রতিবেদন অনুযায়ী, উত্তর প্রদেশ বর্তমানে বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশের আয়োজন করেছে। ১৩ জানুয়ারি শুরু হওয়া এই মহাকুম্ভ চলবে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। ইতিমধ্যে ১০ কোটিরও বেশি ভক্ত ত্রিবেণি সঙ্গমে স্নান করেছেন।

যোগী আদিত্য নাথ মহাকুম্ভকে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে বর্ণনা করে বলেন, ‘মহাকুম্ভ কেবল ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিফলন। এখানে কোনো ভেদাভেদ নেই, সব জাতি ও ধর্মের মানুষ একত্রিত হয়ে এই পবিত্র অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত