Ajker Patrika

ভারতে দৈনিক সংক্রমণ কমলেও মৃত্যু ২ হাজারের বেশি

আপডেট : ১৩ জুলাই ২০২১, ১৩: ৫৮
ভারতে দৈনিক সংক্রমণ কমলেও মৃত্যু ২ হাজারের বেশি

ভারতে গত ২৪ ঘণ্টায় ৩২ হাজার ৯০৬ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। গত চার মাসের মধ্যে এই প্রথমবার ভারতে এত কম রোগী শনাক্ত হয়েছে। তবে এক দিনে ভারতে দুই হাজারের বেশি করোনা রোগীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি জানানো হয়।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, এক দিনে ভারতে করোনায় ২ হাজার ২০ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৪ লাখ ৯ হাজার ৩৩৮ জন। এ পর্যন্ত ৩ কোটি ৯ লাখ ৭ হাজার ২৮২ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। ভারতে এখন সক্রিয় রোগী রয়েছেন ৪ লাখ ৩২ হাজার ৭৭৮ জন।

ভারতের মহারাষ্ট্র ও কেরালায় এক দিনে মৃত্যু এক শর বেশি। বাকি সব রাজ্যেই এক শর কম। কিন্তু মধ্যপ্রদেশে হঠাৎ দৈনিক মৃত্যু পৌঁছেছে ১ হাজার ৫০০–এর কাছাকাছি। ধারণা করা হচ্ছে, কোভিডে পুরোনো মৃত্যুর হিসাবে সমতা আনতেই হঠাৎ মৃতের সংখ্যা বেড়েছে সে রাজ্যে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত