Ajker Patrika

উত্তরপ্রদেশে খাবারে মাছ–মাংস না থাকায় কনেপক্ষকে পিটিয়ে বিয়ে ভেঙে দিল বরপক্ষ

উত্তরপ্রদেশে খাবারে মাছ–মাংস না থাকায় কনেপক্ষকে পিটিয়ে বিয়ে ভেঙে দিল বরপক্ষ

পনির, পোলাও এবং বিভিন্ন তরকারি সমেত খাবার আয়োজনে কোনো ঘাটতি ছিল না। কয়েক লাখ রুপি যৌতুকও ছিল বলে অভিযোগ। কিন্তু বরপক্ষের আপত্তি দুটি জিনিসের অনুপস্থিতি নিয়ে—মাছ ও মাংস। বরের আত্মীয়স্বজনেরা এতটাই ক্ষিপ্ত হয়ে ওঠেন যে, কনেপক্ষের লোকজনদের রীতিমতো লাঠিপেটা করেছেন। 

শেষ পর্যন্ত বিয়েটা আর হয়নি। বর অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যান। এরপর কনের পরিবার পুলিশের অভিযোগ দেয়। 

গত বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে। দেওরিয়া জেলার আনন্দ নগর গ্রামের অভিষেক শর্মা দীনেশ শর্মার মেয়ে সুষমার বিয়ের অনুষ্ঠান ছিল সেটি। 

সবকিছু পরিকল্পনা মতোই এগিয়েছিল। এমনকি মালা বিনিময় পর্যন্ত হয়ে গেছে। বিপত্তি বাঁধে যখন বরপক্ষকে বলা হয়, এখানে কোনো আমিষভোজীর জন্য ব্যবস্থা নেই! 

কনের বাবা পুলিশ বলেন, বর, তাঁর বাবা সুরেন্দ্র শর্মা এবং অন্যরা আয়োজনে আমিষ না থাকায় অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে। আমি আপত্তি জানালে অভিষেক শর্মা, সুরেন্দ্র শর্মা, রামপ্রবেশ শর্মা, রাজকুমার এবং কিছু অজ্ঞাতপরিচয় লোক আমার পরিবারের লোকজনকে লাঠি দিয়ে মারতে শুরু করে এবং লাথি দেয়, ঘুষি মারে। 

এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, হাতাহাতি, ঘুষি এবং চেয়ার ছোড়াছুড়ি হচ্ছে। দুই পক্ষে চলছে তুমুল ঝগড়া। 

পুলিশের কাছে দেওয়া অভিযোগে বলা হয়েছে, বিয়েতে প্রায় ৫ লাখ রুপি যৌতুক দেওয়া হয়েছে। 

কনের বাবা বলেন, যৌতুক হিসেবে একটি গাড়ি কেনার জন্য সুরেন্দ্র শর্মার ছেলে অভিষেক শর্মাকে সাড়ে ৪ লাখ রুপি দিয়েছি। এ ছাড়া একটি তিলক সেট এবং দুটি সোনার আংটি (মূল্য ২০ হাজার রুপি) দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত