Ajker Patrika

পাঞ্জাবে পুলিশের হাত থেকে পালালেন ধর্ষণ মামলায় গ্রেপ্তার বিধায়ক

কলকাতা প্রতিনিধি  
এএপি বিধায়ক হরমীত পাঠানমাজরা। ছবি: সংগৃহীত
এএপি বিধায়ক হরমীত পাঠানমাজরা। ছবি: সংগৃহীত

ভারতের পাঞ্জাবে ধর্ষণ মামলায় গ্রেপ্তার আম আদমি পার্টির (এএপি) এক বিধায়ক পুলিশের হাত থেকে পালিয়ে গেছে। আজ মঙ্গলবার সকালে পাঞ্জাবের সানৌরের বিধায়ক হরমীত পাঠানমাজরা পুলিশের নজর এড়িয়ে পালিয়ে যান। ধর্ষণের অভিযোগে এই বিধায়ককে যখন গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়ার সময় সমর্থকেরা পুলিশের ওপর হামলা করে। বিশৃঙ্খলার সুযোগে হরমীত পালিয়ে যান।

ঘটনার সূত্রপাত হয় যখন পুলিশ হরমীতকে সানৌর থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে হরমীতের সমর্থকেরা গাড়ি নিয়ে পুলিশের পথ আটকায় এবং এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। এই সংঘর্ষের সময় হরমীত নিজেও পুলিশের দিকে গুলি ছোড়েন। এক পুলিশ কর্মকর্তা হরমীতকে বাধা দিতে গেলে তিনি একটি গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। এই সুযোগে দুটি বিলাসবহুল গাড়ি দ্রুত ঘটনাস্থল থেকে বেরিয়ে যায়। পুলিশ একটি গাড়ির গতিবিধি অনুসরণ করতে পারলেও, হরমীতের কোনো খোঁজ পাওয়া যায়নি। অপর গাড়িটির অবস্থানও এখনো অজানা। পাঞ্জাব পুলিশ বর্তমানে হরমীতকে খুঁজে বের করার জন্য তল্লাশি অভিযান শুরু করেছে।

হরমীতের বিরুদ্ধে ধর্ষণ, প্রতারণা ও অপরাধমূলক ভীতি প্রদর্শনের একাধিক অভিযোগ রয়েছে। অভিযোগকারী নারী জানিয়েছেন, ২০১৩ সালে তাঁর সঙ্গে হরমীতের সম্পর্ক গড়ে ওঠে। তিনি বিবাহবিচ্ছিন্না। সেই সম্পর্ক গভীর হলে ২০২১ সালে লুধিয়ানার একটি গুরুদুয়ারায় তাঁরা গোপনে বিয়ে করেন। কিন্তু তাঁদের সম্পর্কের টানাপোড়েন শুরু হয় যখন ২০২২ সালে হরমীত তাঁর নির্বাচনী হলফনামায় প্রথম স্ত্রীর নাম উল্লেখ করেন। এতে ক্ষুব্ধ হয়ে অভিযোগকারী হরমীতকে বিবাহবিচ্ছেদের জন্য চাপ দেন।

এই ঘটনায় পাঞ্জাবের রাজনীতিতে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। হরমীত কিছুদিন ধরেই খবরের শিরোনামে ছিলেন। তিনি তাঁর সরকারের বন্যা মোকাবিলা কর্মসূচির কঠোর সমালোচনা করেছিলেন। এ ছাড়া, তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়ার পর তিনি সরাসরি মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মানের তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, দলের সমালোচনা করার কারণেই তাঁর নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে। হরমীত আরও বলেন, যত খুশি এফআইআর করা হোক না কেন, তিনি তাঁর মতামত প্রকাশ করা থেকে বিরত থাকবেন না।

বর্তমানে, পাঞ্জাব পুলিশ হরমীতের সন্ধানে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে এবং রাজ্যের অন্যান্য বিভাগকেও সতর্ক করা হয়েছে। এই ঘটনায় স্থানীয় জনগণের মধ্যেও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নীলফামারীর উত্তরা ইপিজেডে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, গুলি, এক শ্রমিক নিহত

সাংবাদিক নির্যাতনের মামলায় কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন কারাগারে

পাকিস্তানকে সমর্থন করায় ভারত এসসিওর সদস্যপদ আটকে দেয়: আজারবাইজান

সোনার দাম বেড়ে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে

দেশে চালু হলো ৫-জি নেটওয়ার্ক, কী কী সুবিধা মিলবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত