Ajker Patrika

বিপিন রাওয়াতের শেষকৃত্য শুক্রবার

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১২: ২৪
বিপিন রাওয়াতের শেষকৃত্য শুক্রবার

শুক্রবার (১০ ডিসেম্বর) দিল্লির সেনা ছাউনিতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রয়াত সেনাবাহিনীর চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী মধুলিকার শেষকৃত্য হবে। 

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

জানা গেছে, তামিলনাড়ুর সুলুর বিমানঘাঁটি থেকে ভারতীয় বিমানবাহিনীর বিশেষ বিমানে জেনারেল রাওয়াত এবং তার স্ত্রী মধুলিকার মরদেহ দিল্লিতে আনা হবে বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিকেলে। এরপর দুজনের মরদেহ রাওয়তের বাড়িতে রাখা হবে।

ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত প্রয়াত সেনা সর্বাধিনায়কের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে আসবেন তার অনুরাগীরা। এরপর কামরাজ মর্গ থেকে শুরু হবে শেষযাত্রা। দিল্লি সেনা ছাউনির ব্রার স্কয়ার অন্ত্যেষ্টিস্থলে পূর্ণ সামরিক মর্যাদায় হবে শেষকৃত্য।

বুধবার বেলা ১২টা ২০ মিনিটে হেলিকপ্টারটি উড্ডয়নের কিছুক্ষণ পরই তামিলনাড়ুর নীলগিরিতে বিধ্বস্ত হয়। ১৪ জনের মধ্যে ছিলেন-জেনারেল রাওয়াত, তাঁর স্ত্রী, তাঁর প্রতিরক্ষা সহকারী, নিরাপত্তা কমান্ডো এবং বিমানবাহিনীর কর্মীরা। এই দুর্ঘটনায় একজন মাত্র ব্যক্তি বেঁচে আছেন। তাঁর শরীর পুড়ে গেছে। তবে তাঁর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত