Ajker Patrika

প্রবল বর্ষণে হিমাচলে ৬৩ জনের মৃত্যু, অরেঞ্জ অ্যালার্ট জারি

কলকাতা সংবাদদাতা
হিমাচলের কয়েক এলাকায় যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। ছবি: মিলেনিয়াম পোস্ট
হিমাচলের কয়েক এলাকায় যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। ছবি: মিলেনিয়াম পোস্ট

ভারতের হিমাচল প্রদেশে টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বিশেষ করে মন্ডী জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনো পর্যন্ত ৬৩ জনের মৃত্যু হয়েছে এবং অন্তত ৪০ জন নিখোঁজ রয়েছেন। এ পরিস্থিতিতে ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি হিমাচলের মন্ডীসহ পার্বত্য এলাকাগুলোতে আগামী ৭ জুলাই পর্যন্ত ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করেছে।

এরই মধ্যে প্রদেশটির বহু এলাকায় ভূমিধস, সড়ক ধস, নদী প্লাবনে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। মন্ডী জেলার পাশাপাশি কুলু, চাম্বা, সোলন ও সিমলা জেলাও প্রবলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এলাকাগুলোতে নদীর পানির স্তর বিপৎসীমা ছাড়িয়ে যাওয়ায় অনেক গ্রাম প্লাবিত হয়েছে। বেশ কয়েকটি সেতু ভেঙে পড়েছে।

স্থানীয় সরকারের তথ্য অনুযায়ী, প্রাথমিকভাবে ৪০০ কোটি রুপিরও বেশি ক্ষয়ক্ষতির কথা জানানো হয়েছে। বহু জায়গায় বিদ্যুৎ সংযোগ ও পানীয় জলের সংকট দেখা দিয়েছে। ২৫০টিরও বেশি সড়ক ধসে পড়েছে। ৫শর বেশি ট্রান্সফরমার বিকল হয়ে অনেক এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।

উদ্ধার ও ত্রাণকার্যে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স, স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স, স্থানীয় পুলিশ এবং ভারতীয় বিমানবাহিনী যুক্ত হয়েছে। হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধারকার্য চালানো হচ্ছে এবং দুর্গত এলাকায় ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের পাহাড়ি রাস্তায় অপ্রয়োজনে চলাচল না করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। পাশাপাশি স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার ও পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত এলাকাবাসীকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারির পাশাপাশি হিমাচলের মন্ডীসহ পার্বত্য এলাকাগুলোতে আরও ভারী বৃষ্টিপাত এবং ধসের সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরি অধ্যাদেশ: বরখাস্তের দণ্ড বদলে বাধ্যতামূলক অবসর

ভুল করার পর জাদেজাকে কী বলে সতর্ক করেছেন বাংলাদেশের আম্পায়ার

মহাকাশে হারিয়ে গেল ৯ কোটি ডলারের স্যাটেলাইট, জলবায়ু গবেষণায় বড় ধাক্কা

তিন সপ্তাহ ধরে ভারতে আটকা ব্রিটিশ যুদ্ধবিমান, বাড়ছে রহস্য ও উদ্বেগ

মুরাদনগরে ধর্ষণ: ভাইয়ের সঙ্গে বিবাদের প্রতিশোধ নিতে ছড়ানো হয় ভিডিও, বলছে র‍্যাব

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত