দিল্লির বাজেট নিয়ে আপত্তি জানিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের এই আপত্তিকে অসাংবিধানিক এবং ভিত্তিহীন বলেছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বিধানসভায় বক্তৃতায় তিনি বলেছেন, ‘আজ অবধি কোনও কেন্দ্রীয় সরকার ঐতিহ্য লঙ্ঘন করেনি। কোনও রাজ্যের বাজেট আটকে দেয়নি।’
কেন্দ্রের উদ্ধৃত আপত্তিগুলোর উল্লেখ করে খোঁচা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘বাজেটে পরিকাঠামোর জন্য ২০ হাজার কোটি রুপি বরাদ্দ করা হয়েছে। ৫০০ কোটি রুপি বিজ্ঞাপনের জন্য। আমরা তো কখনো শুনিনি যে ৫০০ সংখ্যাটি ২০ হাজার–এর বেশি!’ কেজরিওয়াল মূলত বিজ্ঞাপনের পেছনে কেন্দ্রের ২০ হাজার কোটি রুপি খরচের দিকে ইঙ্গিত করেছেন।
বাজেট নিয়ে কেন্দ্রের এমন আচরণে ক্ষুব্ধ কেজরিওয়াল বলেন, ‘তারা ওপর থেকে নিচ পর্যন্ত একদল মূর্খ লোককে রেখেছে।’
অবশ্য শেষ পর্যন্ত দিল্লির বাজেট অনুমোদন করেছে কেন্দ্রীয় সরকার। তেমন কাটছাঁটও হয়নি বলে জানা গেছে।
এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো সংবাদমাধ্যমকে গতকাল সোমবার বলেছে, দিল্লির আম আদমি পার্টি (এএপি) সরকারের বাজেট প্রস্তাবে বিজ্ঞাপনের জন্য অতিরিক্ত বরাদ্দ রাখা হয়েছে। সে তুলনায় অবকাঠামো এবং অন্যান্য উন্নয়নমূলক কাজে বাজেট অপেক্ষাকৃত কম। দিল্লি সরকারের কাছে এর ব্যাখ্যা চাওয়া হয়েছে। এএপি জানিয়েছে, তারা গতকাল সন্ধ্যায় কেন্দ্রের ফাইল পেয়েছে।
কেন্দ্রের অভিযোগ অস্বীকার করে দিল্লির অর্থমন্ত্রী কৈলাস গাহলত আজ দিল্লি বিধানসভায় বাজেট উপস্থাপনের সময় বলেন, ৭৮ হাজার ৮০০ কোটি রুপি বাজেটের মধ্যে ২২ হাজার কোটি রুপি পরিকাঠামো এবং ৫৫০ কোটি রুপি বিজ্ঞাপনের জন্য বরাদ্দ রাখা হয়েছিল।
কেন্দ্রের আপত্তিতে বাজেট উপস্থাপন স্থগিত করেছিল আম আদমি পার্টি। আজ বিধানসভায় কেজরিওয়াল বলেন, ‘২০ তারিখ দুপুর ২টায় মন্ত্রীকে জানানো হয় যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণায় থেকে কিছু আপত্তি এসেছে। এর পরে মন্ত্রী বারবার ফোন করলে, সন্ধ্যা ৬টায়, ফাইলটি মন্ত্রীর সামনে রাখা হয়। আমাদের হাতে লড়াই বা আদালতে যাওয়ার বিকল্প ছিল, কিন্তু আমরা সমস্ত পর্যবেক্ষণ করে প্রতিক্রিয়া জানিয়েছি।’
সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দিল্লির বাজেট আজ কেন্দ্রের অনুমোদন পেয়েছে। কেজরিওয়াল জানিয়েছেন, কোনো কাটছাঁট ছাড়াই বাজেট অনুমোদন পেয়েছে।
দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা পর্যবেক্ষণের জবাব দেওয়ার পরে, তারা বাজেট অনুমোদন করেছে। তারা এটি আগেই করতে পারত...আমি শুধু বলছি যে, এই মূর্খদের পরিবর্তে যারা বাজেট বোঝে, তাদের দায়িত্ব দিন।’
বিজ্ঞাপনের জন্য সরকারি তহবিলের অপব্যবহার করছে আম আদমি পার্টি—২০১৫ সাল থেকেই বিজেপি বারবার এমন অভিযোগ করে আসছে। ২০২১ সালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও এ নিয়ে খোঁচা দিয়েছিলেন।
গত বছরের ডিসেম্বরে, লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা নির্দেশ দেন, আম আদমি সরকারকে ১৬৩ দশমিক ৬২ কোটি রুপি ফেরত দিতে হবে। এই অর্থ বিজ্ঞাপনের পেছনে অবৈধভাবে ব্যয় করেছে তারা। তথ্য ও প্রচার অধিদপ্তর এ নিয়ে নোটিশ জারি করলে রাজনৈতিক বিতর্ক শুরু হয়।
দিল্লির বাজেট নিয়ে আপত্তি জানিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের এই আপত্তিকে অসাংবিধানিক এবং ভিত্তিহীন বলেছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বিধানসভায় বক্তৃতায় তিনি বলেছেন, ‘আজ অবধি কোনও কেন্দ্রীয় সরকার ঐতিহ্য লঙ্ঘন করেনি। কোনও রাজ্যের বাজেট আটকে দেয়নি।’
কেন্দ্রের উদ্ধৃত আপত্তিগুলোর উল্লেখ করে খোঁচা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘বাজেটে পরিকাঠামোর জন্য ২০ হাজার কোটি রুপি বরাদ্দ করা হয়েছে। ৫০০ কোটি রুপি বিজ্ঞাপনের জন্য। আমরা তো কখনো শুনিনি যে ৫০০ সংখ্যাটি ২০ হাজার–এর বেশি!’ কেজরিওয়াল মূলত বিজ্ঞাপনের পেছনে কেন্দ্রের ২০ হাজার কোটি রুপি খরচের দিকে ইঙ্গিত করেছেন।
বাজেট নিয়ে কেন্দ্রের এমন আচরণে ক্ষুব্ধ কেজরিওয়াল বলেন, ‘তারা ওপর থেকে নিচ পর্যন্ত একদল মূর্খ লোককে রেখেছে।’
অবশ্য শেষ পর্যন্ত দিল্লির বাজেট অনুমোদন করেছে কেন্দ্রীয় সরকার। তেমন কাটছাঁটও হয়নি বলে জানা গেছে।
এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো সংবাদমাধ্যমকে গতকাল সোমবার বলেছে, দিল্লির আম আদমি পার্টি (এএপি) সরকারের বাজেট প্রস্তাবে বিজ্ঞাপনের জন্য অতিরিক্ত বরাদ্দ রাখা হয়েছে। সে তুলনায় অবকাঠামো এবং অন্যান্য উন্নয়নমূলক কাজে বাজেট অপেক্ষাকৃত কম। দিল্লি সরকারের কাছে এর ব্যাখ্যা চাওয়া হয়েছে। এএপি জানিয়েছে, তারা গতকাল সন্ধ্যায় কেন্দ্রের ফাইল পেয়েছে।
কেন্দ্রের অভিযোগ অস্বীকার করে দিল্লির অর্থমন্ত্রী কৈলাস গাহলত আজ দিল্লি বিধানসভায় বাজেট উপস্থাপনের সময় বলেন, ৭৮ হাজার ৮০০ কোটি রুপি বাজেটের মধ্যে ২২ হাজার কোটি রুপি পরিকাঠামো এবং ৫৫০ কোটি রুপি বিজ্ঞাপনের জন্য বরাদ্দ রাখা হয়েছিল।
কেন্দ্রের আপত্তিতে বাজেট উপস্থাপন স্থগিত করেছিল আম আদমি পার্টি। আজ বিধানসভায় কেজরিওয়াল বলেন, ‘২০ তারিখ দুপুর ২টায় মন্ত্রীকে জানানো হয় যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণায় থেকে কিছু আপত্তি এসেছে। এর পরে মন্ত্রী বারবার ফোন করলে, সন্ধ্যা ৬টায়, ফাইলটি মন্ত্রীর সামনে রাখা হয়। আমাদের হাতে লড়াই বা আদালতে যাওয়ার বিকল্প ছিল, কিন্তু আমরা সমস্ত পর্যবেক্ষণ করে প্রতিক্রিয়া জানিয়েছি।’
সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দিল্লির বাজেট আজ কেন্দ্রের অনুমোদন পেয়েছে। কেজরিওয়াল জানিয়েছেন, কোনো কাটছাঁট ছাড়াই বাজেট অনুমোদন পেয়েছে।
দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা পর্যবেক্ষণের জবাব দেওয়ার পরে, তারা বাজেট অনুমোদন করেছে। তারা এটি আগেই করতে পারত...আমি শুধু বলছি যে, এই মূর্খদের পরিবর্তে যারা বাজেট বোঝে, তাদের দায়িত্ব দিন।’
বিজ্ঞাপনের জন্য সরকারি তহবিলের অপব্যবহার করছে আম আদমি পার্টি—২০১৫ সাল থেকেই বিজেপি বারবার এমন অভিযোগ করে আসছে। ২০২১ সালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও এ নিয়ে খোঁচা দিয়েছিলেন।
গত বছরের ডিসেম্বরে, লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা নির্দেশ দেন, আম আদমি সরকারকে ১৬৩ দশমিক ৬২ কোটি রুপি ফেরত দিতে হবে। এই অর্থ বিজ্ঞাপনের পেছনে অবৈধভাবে ব্যয় করেছে তারা। তথ্য ও প্রচার অধিদপ্তর এ নিয়ে নোটিশ জারি করলে রাজনৈতিক বিতর্ক শুরু হয়।
কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে যুদ্ধের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দুই বৈরী প্রতিবেশী ভারত ও পাকিস্তান। সীমান্তের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) ছয় দিন ধরে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি গুলির ঘটনা ঘটছে। সীমান্তে জোরদার করা হয়েছে সামরিক বাহিনীর উপস্থিতি। কূটনীতিক বহিষ্কারসহ...
২ ঘণ্টা আগেইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়াইয়ের জন্য ১৫ হাজার সেনাসদস্য পাঠিয়েছে উত্তর কোরিয়া। তাঁদের মধ্যে এখন পর্যন্ত প্রায় ৬০০ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও ৪ সহস্রাধিক। সব মিলিয়ে মোট হতাহতের সংখ্যা ৪ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে। গতকাল বুধবার দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা এনআইএসের এক গোপন...
৩ ঘণ্টা আগেপাকিস্তানের আকাশসীমা বন্ধের ঘটনায় চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছে ভারতের বিমান সংস্থাগুলো। ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই বলছে, এ ঘটনায় দেশটির এয়ারলাইনসগুলোর বাড়তি খরচ মাসে ৩০৭ কোটি রুপি ছাড়িয়ে যেতে পারে।
৩ ঘণ্টা আগেভারতের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, পাকিস্তান কোনো উত্তেজনা বাড়ানোর পদক্ষেপ নেবে না, তবে ভারত উসকানি দিলে তার দাঁতভাঙা জবাব দেবে।
৬ ঘণ্টা আগে