Ajker Patrika

আবারও রেকর্ড ভাঙল ভারত, একদিনে শনাক্ত ২ লাখ ১৭ হাজার

আবারও রেকর্ড ভাঙল ভারত, একদিনে শনাক্ত ২ লাখ ১৭ হাজার

করোনাভাইরাস সংক্রমণে বিপর্যস্ত ভারত। দেশটিতে প্রতিদিনই আশঙ্কাজনক হারে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গতকাল বৃহস্পতিবার প্রথমবারের মতো দৈনিক সংক্রমণ ২ লাখ পেরিয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ২ লাখ ১৭ হাজার ৩৫৩ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। যা এখন পর্যন্ত দেশটিতে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এ নিয়ে ভারতে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪২ লাখ ৯১ হাজার ৯১৭।

আজ শুক্রবার সকালে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালইয়ের তথ্য অনুযায়ী,  গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ১ হাজার ১৮৫ জন করোনা রোগী। এ নিয়ে মোট ১ লাখ ৭৪ হাজার ৩০৮ জন কোভিডে প্রাণ হারালেন ভারতে।

দৈনিক সংক্রমণ বেড়ে যাওয়ায় ভারতে বেড়েছে সক্রিয় রোগীর সংখ্যাও। এখন দেশটিতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১৫ লাখ ৬৯ হাজার ৭৪৩ জন।

রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসাসেবায় সঙ্কট দেখা দিয়েছে। মৃতের সংখ্যায় বেড়ে যাওয়ায় ভারতের বিভিন্ন রাজ্যে মরদেহ সৎকারেও হিমশিম খেতে হচ্ছে। এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির একটি প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে পাঁচগুণ বেশি দামে কালোবাজারে মিলছে করোনার ওষুধ। এদিকে করোনা ওষুধের কালোবাজারি বিরুদ্ধে ভারতের বিভিন্ন শহরে প্রশাসনের অভিযান শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে ভারতের উত্তর প্রদেশের ইন্দোর এবং কানপুরে পুলিশের অভিযানে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ওই সময় তাদের কাছ রেমডিসিভিরের ছয়টি ইঞ্জেকশন জব্দ করা হয়েছে। পুলিশ বলছে, এই ইঞ্জেকশনগুলো প্রত্যেকটি ২০ হাজার রুপি করে বিক্রি করতেন কালোবাজারিরা। একই অপরাধে মহারাষ্ট্রের পুনেতে দুজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত