ভারতের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় বিরোধী নেতা অভিযোগ করেছেন, সরকারের পৃষ্ঠপোষকতায় তাঁদের আইফোনে দূর থেকে নজরদারি করার চেষ্টা করেছে হ্যাকারেরা। আইফোনের নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল আবার সেই বিষয়টি তাঁদের সতর্কবার্তা পাঠিয়ে জানিয়েছে। ওই নেতারা অ্যাপলের পাঠানো সেই মেসেজের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) শেয়ারও করেছেন।
অভিযোগকারী এসব নেতার মধ্যে রয়েছেন—শিব সেনার (উদ্ধব ঠাকরে) এমপি প্রিয়াঙ্কা চতুর্বেদী, তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র, আম আদমি পার্টির রাঘব চাড্ডা, কংগ্রেস নেতা শশী থারুর, দলটির গণমাধ্যম ও প্রচার বিভাগের প্রধান পবন খেরা। এ ছাড়া ভারতের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সিতারাম ইয়েচুরিও একই ধরনের বার্তা পেয়েছেন।
ভারতীয় বিরোধী দলগুলোর শীর্ষ নেতারা অভিযোগ করলেও অ্যাপল এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
তৃণমূলের মহুয়া মৈত্র তাঁর টুইটার হ্যান্ডেলে বলেছেন, ‘অ্যাপলের কাছ থেকে বার্তা ও ই-মেইল পেয়েছি যে—সরকার আমার ফোন ও ই-মেইল হ্যাক করার চেষ্টা করছে।’ এ সময় তিনি ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের টুইটার অ্যাকাউন্টকে মেনশন করে বলেন, ‘জেগে উঠুন।’ মহুয়া মৈত্র ভারতের প্রধানমন্ত্রীকে উল্লেখ করে বলেন, তাঁদের প্রতি তাঁর করুণা হয়।
আম আদমি পার্টি থেকে নির্বাচিত বিধায়ক রাঘব চাড্ডা এ ধরনের কর্মকাণ্ডকে দেশের গণতান্ত্রিক স্বার্থ ও দেশের জনগণের ওপর হামলা বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, ‘কেবল আমার স্মার্টফোনই নয়, দেশের গণতান্ত্রিক স্বার্থও আজ হামলার মুখে। (অ্যাপলের) এই বার্তা আমাদের পেগাসাস স্পাইওয়্যার কেলেঙ্কারির কথা মনে করিয়ে দেয়, যা বিজেপির সমালোচকদের কণ্ঠ রোধ করার লক্ষ্যে ব্যবহার করা হয়েছিল।’
তবে বিরোধী দলের শীর্ষ নেতাদের এমন দাবির বিপরীতে বিজেপির নেতা অমিত মালব্য পাল্টা টুইট করেছেন। তিনি লিখেছেন, ‘সাধারণ সন্দেহভাজনেরাই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হ্যাকিং নিয়ে ঝড় তুলেছেন এবং ক্ষতিগ্রস্ত হওয়ার ভান করছেন। সবই ভালো...তবে এই হল্লা বোল অতীতের মতো স্রেফ গলাবাজির মাধ্যমেই শেষ হবে।’
ভারতের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় বিরোধী নেতা অভিযোগ করেছেন, সরকারের পৃষ্ঠপোষকতায় তাঁদের আইফোনে দূর থেকে নজরদারি করার চেষ্টা করেছে হ্যাকারেরা। আইফোনের নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল আবার সেই বিষয়টি তাঁদের সতর্কবার্তা পাঠিয়ে জানিয়েছে। ওই নেতারা অ্যাপলের পাঠানো সেই মেসেজের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) শেয়ারও করেছেন।
অভিযোগকারী এসব নেতার মধ্যে রয়েছেন—শিব সেনার (উদ্ধব ঠাকরে) এমপি প্রিয়াঙ্কা চতুর্বেদী, তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র, আম আদমি পার্টির রাঘব চাড্ডা, কংগ্রেস নেতা শশী থারুর, দলটির গণমাধ্যম ও প্রচার বিভাগের প্রধান পবন খেরা। এ ছাড়া ভারতের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সিতারাম ইয়েচুরিও একই ধরনের বার্তা পেয়েছেন।
ভারতীয় বিরোধী দলগুলোর শীর্ষ নেতারা অভিযোগ করলেও অ্যাপল এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
তৃণমূলের মহুয়া মৈত্র তাঁর টুইটার হ্যান্ডেলে বলেছেন, ‘অ্যাপলের কাছ থেকে বার্তা ও ই-মেইল পেয়েছি যে—সরকার আমার ফোন ও ই-মেইল হ্যাক করার চেষ্টা করছে।’ এ সময় তিনি ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের টুইটার অ্যাকাউন্টকে মেনশন করে বলেন, ‘জেগে উঠুন।’ মহুয়া মৈত্র ভারতের প্রধানমন্ত্রীকে উল্লেখ করে বলেন, তাঁদের প্রতি তাঁর করুণা হয়।
আম আদমি পার্টি থেকে নির্বাচিত বিধায়ক রাঘব চাড্ডা এ ধরনের কর্মকাণ্ডকে দেশের গণতান্ত্রিক স্বার্থ ও দেশের জনগণের ওপর হামলা বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, ‘কেবল আমার স্মার্টফোনই নয়, দেশের গণতান্ত্রিক স্বার্থও আজ হামলার মুখে। (অ্যাপলের) এই বার্তা আমাদের পেগাসাস স্পাইওয়্যার কেলেঙ্কারির কথা মনে করিয়ে দেয়, যা বিজেপির সমালোচকদের কণ্ঠ রোধ করার লক্ষ্যে ব্যবহার করা হয়েছিল।’
তবে বিরোধী দলের শীর্ষ নেতাদের এমন দাবির বিপরীতে বিজেপির নেতা অমিত মালব্য পাল্টা টুইট করেছেন। তিনি লিখেছেন, ‘সাধারণ সন্দেহভাজনেরাই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হ্যাকিং নিয়ে ঝড় তুলেছেন এবং ক্ষতিগ্রস্ত হওয়ার ভান করছেন। সবই ভালো...তবে এই হল্লা বোল অতীতের মতো স্রেফ গলাবাজির মাধ্যমেই শেষ হবে।’
ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে মুসলিম দেশগুলোতে কোকা-কোলা বর্জনের ঢেউ উঠেছিল। সেই ঢেউয়ের ধাক্কা লেগেছে এবার ইউরোপের দেশ ডেনমার্কেও। দেশটিতে কোকা-কোলা বাজারজাতকারী কোম্পানি কার্লসবার্গ জানিয়েছে, ডেনিশ ভোক্তারা কোকা-কোলা বর্জন করছেন।
২ ঘণ্টা আগেগাজা যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে কয়েকগুণ বেড়েছে ইহুদি ও ইসলামবিদ্বেষ। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গঠিত দুটি টাস্কফোর্সের অনুসন্ধানে উঠে এসেছে এ তথ্য।
২ ঘণ্টা আগেপ্রেমিকের ফোনে অন্য নারীর বার্তা দেখার পর তাঁকে গুলি করে হত্যা করেছেন এক মার্কিন তরুণী। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে। ম্যাডিসন রুকার্ট নামে ২৩ বছরের ওই তরুণী ঘুমের মধ্যেই তাঁর প্রেমিক জোনাথন মিলারকে গুলি করে হত্যা করেন। এই ঘটনায় ম্যাডিসনের ৩৫ বছরের সাজা হয়েছে।
৩ ঘণ্টা আগেভারত-পাকিস্তানের মধ্যকার বিবদমান কাশ্মীর সীমান্তের (নিয়ন্ত্রণ রেখা—লাইন অব কন্ট্রোল বা এলওসি) কাছে টহল দিচ্ছিল ভারতীয় রাফাল যুদ্ধবিমান। সেই বিমানগুলো ধাওয়া দিয়ে তাড়িয়ে দেওয়ার দাবি করেছে পাকিস্তান। পাকিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম পিটিভির এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।
৩ ঘণ্টা আগে