Ajker Patrika

আসাম-মেঘালয়ে বন্যা ও ভূমিধসে ৩১ জনের মৃত্যু 

কলকাতা প্রতিনিধি
আপডেট : ১৮ জুন ২০২২, ১৮: ৪৬
আসাম-মেঘালয়ে বন্যা ও ভূমিধসে ৩১ জনের মৃত্যু 

প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা এবং ভূমিধসে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম ও মেঘালয়ে অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আসামে গত ৪৮ ঘণ্টায় মারা গেছেন ১২ জন এবং বাকি ১৯ জনের মৃত্যু হয়েছে ত্রিপুরায়। 

প্রবল বর্ষণের ফলে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম, মেঘালয় ও ত্রিপুরার পরিস্থিতি ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে। মেঘালয়ে সরকারি হিসাবে গত ৪৮ ঘণ্টায় মারা গিয়েছেন অন্তত ১৯ জন। বেশির ভাগ ক্ষেত্রেই বন্যায় ভূমিধসের কারণে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে। 

এরই মধ্যে আসামের বরাক উপত্যকা, ত্রিপুরা, মিজোরাম এবং মনিপুর রাজ্য দেশের অন্যান্য রাজ্য থেকে সড়ক ও রেলপথে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আসামের ২৮টি জেলায় প্রায় ১৯ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। চলতি মৌসুমে এটি দ্বিতীয় দফা বন্যার ঘটনা। ত্রাণ তৎপরতা চালাতে ও উদ্ধারে নামানো হয়েছে সেনাবাহিনী। 

আসামে বন্যার্তদের উদ্ধার করতে গিয়ে ১৬ জনের একটি উদ্ধারকারী দল এখনো নিখোঁজ রয়েছে। এ ঘটনায় স্থানীয় প্রশাসনের মধ্যে উদ্বেগ বেড়ে গেছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রয়োজনীয় সাহায্য করছেন। 

এদিকে, বিগত ৬০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাতের ঘটনা ঘটেছে ত্রিপুরায়। প্রবল বর্ষণে গত শুক্রবার পানিবন্দী হয়েছিল রাজ্যের রাজধানী আগরতলা। শনিবার আগরতলার বিভিন্ন জায়গা থেকে নেমে গেলেও নিচু এলাকাগুলোতে এখনো পানি রয়ে গেছে। ফলে বেড়েছে মানুষের দুর্ভোগ। 

মেঘালয়ে নদীর জল বহু জায়গায় বিপৎসীমার ওপর দিয়ে বইছে। বন্যার থেকেও বেশি ক্ষতি করছে ভূমিধস। রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা দুর্যোগ মোকাবিলায় কেন্দ্রীয় সরকারকে সাহায্য করার অনুরোধ জানিয়েছেন। কংগ্রেস নেতা ভূপেন বরার অভিযোগ, দুর্যোগের দিনেও বিজেপি ত্রাণ নিয়ে উত্তর-পূর্বাঞ্চলের মানুষদের সঙ্গে রাজনীতি করছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত