বিজেপিশাসিত ভারতের ২২ রাজ্যে বিদ্যুৎ ফ্রি করে দিলে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় দিল্লি বিধানসভা নির্বাচনে নরেন্দ্র মোদির জন্য ভোট চাইবেন বলে জানিয়েছেন আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়াল।
আজ রোববার (৬ অক্টোবর) দিল্লিতে ‘জনতার আদালত’ ব্যানারে অনুষ্ঠিত এক সভায় কেজরিওয়াল এ ঘোষণা দেন।
কেজরিওয়াল বলেন, ‘আমি মোদিজিকে বলতে চাই, আগামী সেপ্টেম্বরে আপনি ৭৫ বছর বয়সে অবসর নেবেন। আপনার আর এক বছর বাকি আছে। আমি মোদিজিকে চ্যালেঞ্জ জানাই, আগামী এক বছরের মধ্যে আপনার বিজেপিশাসিত ২২ রাজ্যে স্কুলগুলো ঠিক করুন বা বিদ্যুৎ বিনা মূল্যে সরবরাহ করুন। আমি মোদিজিকে বলতে চাই, যদি ২২ রাজ্যে ফেব্রুয়ারির আগে বিদ্যুৎ বিনা মূল্যে দিতে পারেন, তাহলে ফেব্রুয়ারিতে দিল্লির বিধানসভা নির্বাচনে আমি মোদিজির জন্য ভোট চাইব।’
এএপি সুপ্রিমো দাবি করেছেন, বিজেপির ‘দুই ইঞ্জিনের সরকার’ গোটা ভারতে ব্যর্থ হয়েছে। বুথফেরত জরিপে দেখা গেছে, হরিয়ানা ও জম্মু-কাশ্মীরে বিজেপির ডাবল ইঞ্জিন সরকার ক্ষমতা হারাচ্ছে।
তিনি বলেন, ‘দেশে ডাবল ইঞ্জিন ব্যর্থ হয়েছে। ২৪০ আসন পেয়ে জুন মাসেই একটি ইঞ্জিন ব্যর্থ হয়েছিল। এখন দেশের বিভিন্ন স্থানে দ্বিতীয় ইঞ্জিন বিকল হচ্ছে। মানুষ বুঝতে পেরেছে ডাবল ইঞ্জিন সরকার মানেই মুদ্রাস্ফীতি, বেকারত্ব, দুর্নীতি। সে কারণেই সারা দেশে তাঁদের সরকার ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।’
এএপি প্রধান বলেছেন, দিল্লির বিধানসভা নির্বাচন ২০২৫ সালের ফেব্রুয়ারিতে হওয়ার কথা। এবারও বিজেপি ‘ডাবল ইঞ্জিন সরকার গঠনের’ আহ্বান জানাবে। তবে জনগণের বলা উচিত, তাঁরা ডাবল ইঞ্জিন সরকার চায় না। কারণ, ডাবল ইঞ্জিন সরকার মানে ‘ডাবল লুট’।
সভায় কেজরিওয়াল আরও বলেন, ‘নব্বইয়ের দশকে আমরা শুনেছিলাম, আন্ডারওয়ার্ল্ড মুম্বাই শাসন করে। সেই অবস্থা এখন দিল্লির। দিল্লি পুলিশ বিজেপিশাসিত কেন্দ্রীয় সরকারের অধীনে এবং তারা দিল্লির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে না। তারা শুধু দিল্লি সরকারের কাজ বন্ধ করতে উদ্গ্রীব। আজ আমি আপনাদের সবার কাছে প্রতিশ্রুতি দিচ্ছি, আমি দিল্লির পূর্ণ রাজ্যের মর্যাদা আনব।’
বিজেপিশাসিত ভারতের ২২ রাজ্যে বিদ্যুৎ ফ্রি করে দিলে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় দিল্লি বিধানসভা নির্বাচনে নরেন্দ্র মোদির জন্য ভোট চাইবেন বলে জানিয়েছেন আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়াল।
আজ রোববার (৬ অক্টোবর) দিল্লিতে ‘জনতার আদালত’ ব্যানারে অনুষ্ঠিত এক সভায় কেজরিওয়াল এ ঘোষণা দেন।
কেজরিওয়াল বলেন, ‘আমি মোদিজিকে বলতে চাই, আগামী সেপ্টেম্বরে আপনি ৭৫ বছর বয়সে অবসর নেবেন। আপনার আর এক বছর বাকি আছে। আমি মোদিজিকে চ্যালেঞ্জ জানাই, আগামী এক বছরের মধ্যে আপনার বিজেপিশাসিত ২২ রাজ্যে স্কুলগুলো ঠিক করুন বা বিদ্যুৎ বিনা মূল্যে সরবরাহ করুন। আমি মোদিজিকে বলতে চাই, যদি ২২ রাজ্যে ফেব্রুয়ারির আগে বিদ্যুৎ বিনা মূল্যে দিতে পারেন, তাহলে ফেব্রুয়ারিতে দিল্লির বিধানসভা নির্বাচনে আমি মোদিজির জন্য ভোট চাইব।’
এএপি সুপ্রিমো দাবি করেছেন, বিজেপির ‘দুই ইঞ্জিনের সরকার’ গোটা ভারতে ব্যর্থ হয়েছে। বুথফেরত জরিপে দেখা গেছে, হরিয়ানা ও জম্মু-কাশ্মীরে বিজেপির ডাবল ইঞ্জিন সরকার ক্ষমতা হারাচ্ছে।
তিনি বলেন, ‘দেশে ডাবল ইঞ্জিন ব্যর্থ হয়েছে। ২৪০ আসন পেয়ে জুন মাসেই একটি ইঞ্জিন ব্যর্থ হয়েছিল। এখন দেশের বিভিন্ন স্থানে দ্বিতীয় ইঞ্জিন বিকল হচ্ছে। মানুষ বুঝতে পেরেছে ডাবল ইঞ্জিন সরকার মানেই মুদ্রাস্ফীতি, বেকারত্ব, দুর্নীতি। সে কারণেই সারা দেশে তাঁদের সরকার ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।’
এএপি প্রধান বলেছেন, দিল্লির বিধানসভা নির্বাচন ২০২৫ সালের ফেব্রুয়ারিতে হওয়ার কথা। এবারও বিজেপি ‘ডাবল ইঞ্জিন সরকার গঠনের’ আহ্বান জানাবে। তবে জনগণের বলা উচিত, তাঁরা ডাবল ইঞ্জিন সরকার চায় না। কারণ, ডাবল ইঞ্জিন সরকার মানে ‘ডাবল লুট’।
সভায় কেজরিওয়াল আরও বলেন, ‘নব্বইয়ের দশকে আমরা শুনেছিলাম, আন্ডারওয়ার্ল্ড মুম্বাই শাসন করে। সেই অবস্থা এখন দিল্লির। দিল্লি পুলিশ বিজেপিশাসিত কেন্দ্রীয় সরকারের অধীনে এবং তারা দিল্লির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে না। তারা শুধু দিল্লি সরকারের কাজ বন্ধ করতে উদ্গ্রীব। আজ আমি আপনাদের সবার কাছে প্রতিশ্রুতি দিচ্ছি, আমি দিল্লির পূর্ণ রাজ্যের মর্যাদা আনব।’
যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডার মতো অস্ট্রেলিয়াও ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জানিয়েছেন, জাতিসংঘের সাধারণ পরিষদের আগামী সেপ্টেম্বর অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে দেশটি।
৪ মিনিট আগেকেরালা রাজ্যের তিরুবনন্তপুরম থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ (ফ্লাইট এআই ২৪৫৫) রাডার সমস্যার কারণে চেন্নাই বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।
৩৯ মিনিট আগেজাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে সদস্যরা গাজায় ইসরায়েলের আগ্রাসন বাড়ানোর পরিকল্পনার কড়া সমালোচনা করে বলেছেন, এই পরিকল্পনা জিম্মিদের ফিরিয়ে আনতে কোনো ভূমিকা রাখবে না। বরং, পরিস্থিতি আরও খারাপ হবে। এখনো হামাসের কাছে থাকা জিম্মিদের অনেকেই বেঁচে আছেন।
১ ঘণ্টা আগেবিদ্যালয়ের পরীক্ষায় ফেল করেছিল বাংলাদেশি এক কিশোরী। এরপর, মা-বাবার কড়া শাসনের ভয়ে বাড়ি ছাড়ে সে। পরে নারী পাচার চক্রের ফাঁদে পড়ে ভারতের মহারাষ্ট্রের পৌঁছে যায় ওই কিশোরী। সেখানে তাকে মাত্র তিন মাসের মধ্যে অন্তত ২০০ পুরুষ ধর্ষণ করে।
১ ঘণ্টা আগে