Ajker Patrika

ভারতে চলন্ত বাইকে মুখোমুখি বসা দুই তরুণীর হোলি খেলা, গুনতে হলো জরিমানা

আপডেট : ২৬ মার্চ ২০২৪, ১৩: ০৩
ভারতে চলন্ত বাইকে মুখোমুখি বসা দুই তরুণীর হোলি খেলা, গুনতে হলো জরিমানা

ভারতে মোটরসাইকেলে দুই নারীর হোলি খেলার ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ওই ভিডিও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের ক্ষুব্ধ করেছে। এতে ওই দুই নারীকে ৩৩ হাজার রুপি জরিমানা করা হয়েছে। 

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, মোটরসাইকেলটি এক যুবক চালাচ্ছেন আর তাঁর পেছনে দুই তরুণী মুখোমুখী বসে আছেন। মেয়ে দুটি হোলি খেলার সময় একে অপরের সঙ্গে উত্তেজক আচরণ করছিলেন। অন্য একজন ভিডিওটি ধারণ করেন। 

ক্লিপটি ছড়িয়ে পড়লে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয় ও তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে। 

ভিডিওটি ভাইরাল হওয়ার পরে, এটি প্রশাসনের নজরে আসে। 

বিষয়টি নজরে এলে ভারতের নয়ডা ট্রাফিক পুলিশ একটি এক্স (সাবেক টুইটার) পোস্টে জানায়, সংশ্লিষ্ট মোটরসাইকেলকে ৩৩ হাজার রুপি জরিমানা করা হয়েছে। 

নয়ডা ট্র্যাফিক পুলিশ এক্সবার্তায় লিখে, অভিযোগটি আমলে নিয়ে ট্রাফিক নিয়ম লঙ্ঘনের জন্য সংশ্লিষ্ট গাড়িকে আইন অনুযায়ী ই-চালানে ৩৩ হাজার রুপি জরিমানা করা হয়েছে। 

এদিকে, ইন্টারনেট ব্যবহারকারীরা ভাইরাল ভিডিওতে থাকা ব্যক্তিদের নিন্দা জানিয়েছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘এই দুটি মেয়ে এমন অশ্লীল কাজে লিপ্ত হয়ে সমাজকে কী বার্তা দেবে? এমনকি শিশুরাও এই ভিডিওগুলো দেখে।’ 

অন্য একজন লিখেছেন, ‘তাঁরা মদ্যপ অবস্থায় আছে। হোলির ছদ্মবেশে দিনের আলোতে এই ধরনের অশ্লীল আচরণের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া দরকার।’ 

আরেকজন মন্তব্য করেছেন, ‘হোলির ছদ্মবেশে, কথিত সংস্কৃতিমনা মেয়েরা অশ্লীলতা ছড়িয়েছে, দিল্লি মেট্রোর প্রভাব গ্রেটার নয়ডায় পৌঁছেছে, আমরা কি একে অশ্লীলতা বলব নাকি রিলের ভূত?’ 

এর আগে দিল্লি মেট্রোর আরেকটি ভিডিও ভারতে ভাইরাল হয়। ওই ভিডিওতে দেখা যায়, দুই মেয়ে শাড়ি পরে একে অপরের মুখে রঙ লাগাচ্ছেন ও অন্তরঙ্গ অঙ্গভঙ্গি করছেন। 

ঘটনাটি দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের (ডিএমআরসি) নজরে আসলে কর্মকর্তারা জানান, ডিপ ফেক প্রযুক্তি ব্যবহার করে ভিডিওটি তৈরি করা হয়ে থাকতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা না যেতেই কাশ্মীরে বিস্ফোরণ!

বিশ্বে প্রথম পূর্ণাঙ্গ যুদ্ধে জড়ানোর পথে কি পরমাণু শক্তিধর দুই দেশ

লঞ্চের ওপর তরুণীকে প্রকাশ্যে পেটাচ্ছিলেন যুবক, ভিডিও ভাইরাল

ভারতের সেনাপ্রধানের ক্ষমতা বাড়াল কেন্দ্রীয় সরকার

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, বিচার হবে ট্রাইব্যুনালে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত