Ajker Patrika

দ্রুত নাগরিকদের ভারত ছাড়তে বলল যুক্তরাষ্ট্র

দ্রুত নাগরিকদের ভারত ছাড়তে বলল যুক্তরাষ্ট্র

ঢাকা: করোনার পরিস্থিতি অবনতি হওয়ায় যত দ্রুত সম্ভব নাগরিকদেরকে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। স্থানীয় সময় বুধবার  মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় চার স্তরের সর্বোচ্চ ভ্রমণ  সতর্কতা অর্থাৎ 'লেভেল-৪: ডু নট ট্রাভেল' এর তালিকাভুক্ত করেছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, ভারত ভ্রমণ করবেন না । পাশাপাশি যত দ্রুত সম্ভব ভারত ত্যাগ করুন।  জানা গেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের ১৪টি সরাসরি ফ্লাইট রয়েছে।

 সংক্রমণ বাড়ায় এই সপ্তাহের শুরুতে ভারত থেকে সকল ফ্লাইট বাতিল করে অস্ট্রেলিয়া। যুক্তরাজ্যও গত ১০ দিনে ভারত ভ্রমণ করা ব্যক্তিদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এছাড়া ভারতে থাকা ব্রিটিশ এবং আইরিশ নাগরিকদেরকে দেশের ফিরিয়ে বাধ্যতামূল কোয়ারেন্টাইনে রাখছে যুক্তরাজ্য।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে এ পর্যন্ত এক কোটি ৮৩ লাখ ৭৬ হাজার ৫২৪ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। ভারতে এ পর্যন্ত করোনার মারা গেছেন দুই লাখ চার হাজার ৮৩২ জন।

রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসাসেবায় সঙ্কট দেখা দিয়েছে। মৃতের সংখ্যায় বেড়ে যাওয়ায় ভারতের বিভিন্ন রাজ্যে মরদেহ সৎকারেও হিমশিম খেতে হচ্ছে।

এদিন করোনায় বিপর্যস্ত ভারতের বিপদে পাশে দাঁড়াতে হাত বাড়িয়ে দিচ্ছে  যুক্তরাষ্ট্র, ব্রিটেন,  নিউজিল্যান্ড, ফ্রান্সসহ বিশ্বের বিভিন্ন দেশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত