প্রতিনিধি, কলকাতা
পশ্চিমবঙ্গে অশান্তি পিছু ছাড়ছে না বিজেপির। আজ সোমবার রাতে হেস্টিংস কার্যালয়ে বৈঠক ছিল দলের যুব সংগঠনের। সেই বৈঠকে বিজেপির রাজ্য যুব সভাপতি তথা সংসদ সদস্য সৌমিত্র খাঁর উপস্থিতিতেই দু–পক্ষের মধ্যে ঝগড়া শুরু হয়।
সূত্রে জানা যায়, সেই ঝগড়া হাতাহাতিতে গড়ায়। উভয় পক্ষের মধ্যে হাতাহাতি আর বাদানুবাদের মধ্যেই বিজেপির যুব নেতা রাজু সরকার বুকে ব্যথা অনুভব করেন। সঙ্গে সঙ্গে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। বিজেপি নেতাদের ধারণা, হৃদরোগে মারা গেছেন রাজু।
তবে পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। প্রয়োজনে মৃতদেহ ময়নাতদন্ত করা হতে পারে বলেও জানা গেছে। হেস্টিংসে বিজেপি কার্যালয়ের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঝগড়ার কারণ এখনও জানা যায়নি। জানা গেছে, যুবনেতাদের নিয়ে সাংগঠনিক বৈঠক ডেকেছিলেন বিজেপির রাজ্য যুব সভাপতি সৌমিত্র খাঁ।
রাজু সরকার ভারতের সাবেক রেলমন্ত্রী, দলত্যাগী বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। মুকুল রায় দল ছেড়ে তৃণমূলে ফিরলেও রাজু বিজেপিতেই থেকে যান।
এ বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সাংবাদিকদের কাছে জানান, হাসপাতালে যাওয়ার পথেই রাজু মারা যান। এর বেশি কোনো খবর তাঁর কাছে নেই। দলের বৈঠকে বচসার কথাও জানা নেই বলে এড়িয়ে যান।
রাজুর মৃত্যুর খবর পেয়েই বিজেপি নেতারা হাসপাতালে ভিড় করেন। যুবমোর্চার রাজ্য সভাপতি সৌমিত্রকেও কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। তিনিও স্বীকার করেছেন কথা কাটাকাটির কথা।
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকেই বিজেপিতে অভ্যন্তরীণ অশান্তি চলছে। এরই মধ্যে দলের শীর্ষ নেতারা প্রকাশ্যেই একে অন্যের বিরুদ্ধে বিবৃতি দিতে শুরু করেছেন। সর্বভারতীয় সহ–সভাপতি মুকুল রায় বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরেছেন। আরও বহু নেতা চিঠি লিখে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের দিকে এক পা বাড়িয়ে রয়েছেন।
পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আগে তৃণমূলের এমপি সুনীল মন্ডল দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। আজই তাঁকে লুকিয়ে তৃণমূল নেতাদের সঙ্গে কথা বলতে দেখা যায়। ফলে তিনিও বিজেপি ছাড়ছেন বলেই জল্পনা শুরু হয়েছে। তবে সুনীল নিজে দলবদল নিয়ে কিছু বলেননি। তৃণমূল সূত্রের খবর, শুধু সুনীলই নন, আরও অনেক জন প্রতিনিধিই বিজেপি ছাড়ছেন।
কারণ হিসেবে মুকুল রায়ের ব্যাখ্যা, বিজেপি দলটা করা যায় না। বাংলার উন্নয়নের স্বার্থেই তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াতে চাইছেন সকলে। এমনকি, গোটা দেশ আজ মমতাকেই চাইছে বলেও মন্তব্য় করেন মুকুল রায়।
এদিকে আজই জাতীয় রাজনীতির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করতে দিল্লি পৌঁছেছেন মমতা।
পশ্চিমবঙ্গে অশান্তি পিছু ছাড়ছে না বিজেপির। আজ সোমবার রাতে হেস্টিংস কার্যালয়ে বৈঠক ছিল দলের যুব সংগঠনের। সেই বৈঠকে বিজেপির রাজ্য যুব সভাপতি তথা সংসদ সদস্য সৌমিত্র খাঁর উপস্থিতিতেই দু–পক্ষের মধ্যে ঝগড়া শুরু হয়।
সূত্রে জানা যায়, সেই ঝগড়া হাতাহাতিতে গড়ায়। উভয় পক্ষের মধ্যে হাতাহাতি আর বাদানুবাদের মধ্যেই বিজেপির যুব নেতা রাজু সরকার বুকে ব্যথা অনুভব করেন। সঙ্গে সঙ্গে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। বিজেপি নেতাদের ধারণা, হৃদরোগে মারা গেছেন রাজু।
তবে পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। প্রয়োজনে মৃতদেহ ময়নাতদন্ত করা হতে পারে বলেও জানা গেছে। হেস্টিংসে বিজেপি কার্যালয়ের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঝগড়ার কারণ এখনও জানা যায়নি। জানা গেছে, যুবনেতাদের নিয়ে সাংগঠনিক বৈঠক ডেকেছিলেন বিজেপির রাজ্য যুব সভাপতি সৌমিত্র খাঁ।
রাজু সরকার ভারতের সাবেক রেলমন্ত্রী, দলত্যাগী বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। মুকুল রায় দল ছেড়ে তৃণমূলে ফিরলেও রাজু বিজেপিতেই থেকে যান।
এ বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সাংবাদিকদের কাছে জানান, হাসপাতালে যাওয়ার পথেই রাজু মারা যান। এর বেশি কোনো খবর তাঁর কাছে নেই। দলের বৈঠকে বচসার কথাও জানা নেই বলে এড়িয়ে যান।
রাজুর মৃত্যুর খবর পেয়েই বিজেপি নেতারা হাসপাতালে ভিড় করেন। যুবমোর্চার রাজ্য সভাপতি সৌমিত্রকেও কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। তিনিও স্বীকার করেছেন কথা কাটাকাটির কথা।
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকেই বিজেপিতে অভ্যন্তরীণ অশান্তি চলছে। এরই মধ্যে দলের শীর্ষ নেতারা প্রকাশ্যেই একে অন্যের বিরুদ্ধে বিবৃতি দিতে শুরু করেছেন। সর্বভারতীয় সহ–সভাপতি মুকুল রায় বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরেছেন। আরও বহু নেতা চিঠি লিখে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের দিকে এক পা বাড়িয়ে রয়েছেন।
পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আগে তৃণমূলের এমপি সুনীল মন্ডল দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। আজই তাঁকে লুকিয়ে তৃণমূল নেতাদের সঙ্গে কথা বলতে দেখা যায়। ফলে তিনিও বিজেপি ছাড়ছেন বলেই জল্পনা শুরু হয়েছে। তবে সুনীল নিজে দলবদল নিয়ে কিছু বলেননি। তৃণমূল সূত্রের খবর, শুধু সুনীলই নন, আরও অনেক জন প্রতিনিধিই বিজেপি ছাড়ছেন।
কারণ হিসেবে মুকুল রায়ের ব্যাখ্যা, বিজেপি দলটা করা যায় না। বাংলার উন্নয়নের স্বার্থেই তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াতে চাইছেন সকলে। এমনকি, গোটা দেশ আজ মমতাকেই চাইছে বলেও মন্তব্য় করেন মুকুল রায়।
এদিকে আজই জাতীয় রাজনীতির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করতে দিল্লি পৌঁছেছেন মমতা।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কির মধ্যে হোয়াইট হাউসে অনুষ্ঠিত বৈঠকে চূড়ান্ত কোনো সমাধান না এলেও অগ্রগতির একটি ইঙ্গিত পাওয়া গেছে। ইউক্রেন, জার্মানি, ব্রিটেন, ফ্রান্স, ইতালি, ফিনল্যান্ড, ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটো নেতাদের অংশগ্রহণে বৈঠকটি ছিল যেন এক ঐক্যের প্র
২৩ মিনিট আগেভারত ও চীনের একে অপরকে শত্রু বা হুমকি হিসেবে না দেখে বরং সহযোগী হিসেবে বিবেচনা করা উচিত। দিল্লি সফরে গিয়ে এ কথা বলেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, দুই রাষ্ট্রের মধ্যে দীর্ঘদিন ধরে চলমান উত্তেজনা কমাতে এ সফর করছেন তিনি।
৩ ঘণ্টা আগেচলতি মাসে বিদ্রোহী গোষ্ঠী আইএসআইএলের হামলায় ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে ৫২ বেসামরিক নিহত হয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশন মনুসকোর (এমওএনএসসিও) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরা। মনুসকোর তথ্য অনুযায়ী, ৯ থেকে ১৬ আগস্ট পর্যন্ত দেশটির পূর্বাঞ্চলের উত্তর কিভু প্রদেশের বেনি
৪ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন শিক্ষাবর্ষ শুরুর আগে আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে গভীর অনিশ্চয়তা ও উৎকণ্ঠা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুনরায় ক্ষমতায় ফেরার পর তার প্রশাসন অভিবাসন ও উচ্চশিক্ষা নীতিতে যেসব কড়াকড়ি পদক্ষেপ নিয়েছে, তা শুধু নীতিগত পরিবেশকে নয়—আঘাত করেছে হাজারো...
৬ ঘণ্টা আগে