Ajker Patrika

মমতার রাজ্যে ভোট পরবর্তী সহিংসতা তদন্তের নির্দেশ হাইকোর্টের

কলকাতা প্রতিনিধি
আপডেট : ১৯ আগস্ট ২০২১, ২১: ৫৫
মমতার রাজ্যে ভোট পরবর্তী সহিংসতা তদন্তের নির্দেশ হাইকোর্টের

ভারতের পশ্চিমবঙ্গে রাজ্যের বিধানসভা নির্বাচনের পরবর্তীতে সহিংসতার নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্ট। জাতীয় মানবাধিকার কমিশন আগেই তদন্তের নির্দেশ দিয়েছিল। ফলে চিন্তায় তৃণমূল।

পশ্চিমবঙ্গে তৃণমূল ক্ষমতায় আসার পর ব্যাপক রাজনৈতিক সহিংসতার অভিযোগ তোলে বিজেপি। সেই অভিযোগ খতিয়ে দেখতে রাজ্যে এসেছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরাও। 

বিজেপির প্রায় হাজার দুয়েক অভিযোগ প্রাথমিকভাবে সত্যি বলেছিল কমিশন। এরমধ্যে ৭২টি ধর্ষণ ও ৫২টি খুনের অভিযোগ ছিল। হাইকোর্ট আজ বৃহস্পতিবার বলেন, ১২৪টি জঘণ্য অপরাধের তদন্ত করে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিবিআই)।

বাকি অভিযোগ গুলির তদন্তে তিন সদস্যের বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করা হয়। সিটের সদস্যরা হলেন সুমন বালাসাহু, সৌমেন মিত্র এবং রণবীর কুমার। তাঁদের ৬ সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।

সিবিআই তদন্ত হবে হাইকোর্টেরই নজরদারিতে। এমনটাই জানিয়েছেন ৫ সদস্যের ডিভিশন বেঞ্চ। ৪ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি। মনে করা হচ্ছে, মানবাধিকার কমিশনের সুপারিশকেই গুরুত্ব দিচ্ছেন আদালত।

হাইকোর্টের এদিনের নির্দেশে খুশি বিজেপি। দলের নেত্রী ডা. অর্চনা মজুমদার আজকের পত্রিকা-কে বলেন, 'আদালতের প্রতি আমাদের আস্থা রয়েছে। আশা করি তৃণমূল তাঁদের পাপের সাজা পাবে।'

তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, 'হাইকোর্টের রায় নিয়ে প্রকাশ্য বিরোধিতা করা যায় না। ওরা নির্দেশ দিয়েছেন। আমরা মনে করি জাতীয় মানবাধিকার কমিশনের  রিপোর্ট সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত'। 

এদিকে,  নিহত বিজেপিকর্মীদের সম্মান জানাতে বিজেপি আজ শহীদ সম্মান যাত্রা-র আয়োজন করে। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক কোভিড প্রোটোকল ভাঙায় পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তাঁর সমর্থকরা।  

অন্যদিকে, পরকীয়ার অভিযোগে বিতর্কে জড়াল বিজেপি বিধায়িকা চন্দনা বাউড়ি।   এ নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

তবে চন্দনা অভিযোগ অস্বীকার করেছেন। স্ত্রীর পরকীয়ার কথা মানতে নারাজ চন্দনার স্বামী শ্রবণও। শ্রবণ জানান, মনসা পুজোর দিন মদ বেশি খাওয়াতেই ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। এখন কোনও সমস্যা নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত