Ajker Patrika

কলকাতার নেতা-নেত্রীদের কেচ্ছায় জমজমাট নেট দুনিয়া

প্রতিনিধি
আপডেট : ১৭ জুন ২০২১, ২২: ২৭
কলকাতার নেতা-নেত্রীদের কেচ্ছায় জমজমাট নেট দুনিয়া

কলকাতা: নেতা-নেত্রীদের ‘কেচ্ছায়’ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজনীতি বেশ সরগরম। কলকাতার মিডিয়া জুড়ে শোভন-বৈশাখী আর নুসরাত-নিখিল সম্পর্কের রসায়ন নিয়ে রসালো প্রতিবেদনে জমজমাট। নেট দুনিয়াও ব্যস্ত রাজনৈতিক নেতাদের কেচ্ছা নিয়ে চটুল আলোচনায়। অবশ্য এতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই নেতা-নেত্রীদের। তাঁরা ব্যস্ত প্রতিপক্ষকে ঘায়েল করতে। কেচ্ছার পাশাপাশি অবশ্য রাজনৈতিক লড়াইও চলছে পুরোদমে। চলছে হিংসা নিয়ে চাপানউতোরও।

পশ্চিমবঙ্গ রাজ্য রাজনীতিতে এখন খুবই পরিচিত জুটি শোভন-বৈশাখী। শোভন চট্টোপাধ্যায় কলকাতার সাবেক মেয়র। রাজ্যের মন্ত্রীও ছিলেন। কিন্তু কলেজশিক্ষক বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ‘বন্ধুত্ব’র কারণেই পদ দুটি খুইয়েছিলেন। মাঝে তৃণমূল ছেড়ে বিজেপিতেও গিয়েছিলেন শোভন-বৈশাখী। তবে বিধানসভায় টিকিট না পেয়ে দুজনই বিজেপি ছাড়েন।

শোভন ও বৈশাখী দুজনই এখন একসঙ্গে থাকেন। শোভনের স্ত্রী রত্না চট্টোপাধ্যায় এবার তৃণমূলের টিকিটে বিধায়ক হয়েছেন। আর বৈশাখীর স্বামী মনোজিত মণ্ডল অধ্যাপক। এখনো বিবাহ বিচ্ছেদ হয়নি শোভন-রত্না কিংবা বৈশাখী-মনোজিতের। তবে শোভন ও তাঁর বান্ধবী বৈশাখী এক সঙ্গেই থাকেন। দুজনকে বহুকাল আলাদা দেখা যায় না। অবশ্য নারদা ঘুষ মামলায় ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই গ্রেপ্তার করায় কয়েক দিন জেলে আলাদাই থাকতে হয়েছে কলকাতার সাবেক মেয়রকে।

বৈশাখী পরপুরুষের সঙ্গে থাকলেও তাঁর স্বামী মনোজিতের অবশ্য আপত্তির কথা শোনা যায়নি। কিন্তু রত্না কিছুতেই সহ্য করতে পারছেন না স্বামীর বান্ধবীকে। তাই নিয়ে প্রকাশ্যেই চলছে বিবৃতি যুদ্ধ। বৈশাখী আবার অভিযোগ করেছেন, তাঁকে খুন করার চেষ্টা হচ্ছে বলে। রত্নাও পাল্টা অভিযোগ করেছেন। এরই মধ্যে শোভন তাঁর সম্পত্তি বৈশাখীকে লিখে দেওয়ার কথা ঘোষণা করেছেন। শুধু তাই নয়, শোভন-বৈশাখী এখন ফের তৃণমূলে ফিরতে উদ্‌গ্রীব। তবে তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ তাঁদের সমানে কটাক্ষ করে চলেছেন।

শোভন-বৈশাখীর এই কাণ্ডের পাশাপাশি তৃণমূলের টিকিটে জেতা ভারতের জাতীয় সংসদের সদস্য এবং টলিউডের নায়িকা নুসরাত জাহানকে নিয়ে শুরু হয়েছে আরেক মুখরোচক চর্চা। নুসরাত বিয়ে করেছিলেন নিখিল জৈনকে। কিন্তু তাঁদের মধ্যে এখন সম্পর্ক নেই। সম্প্রতি নুসরাত নিজেই জানিয়েছেন তিনি গর্ভবতী। তবে তাঁর সন্তানের বাবা নিখিল নন। অন্য কেউ। তাঁর পরিচয় অবশ্য মেলেনি এখনো। যদিও আরেক অভিনেতা যশ দাশগুপ্তের নাম ঘুরে ফিরে আসছে। এই নিয়ে রসালো আলোচনা চলছে নেট দুনিয়ায়। সেখানে নুসরাত ও নিখিলকেও দেখা যাচ্ছে মন্তব্য করে আলোচনা টিকিয়ে রাখতে।

কেচ্ছা ছাড়াও পশ্চিমবঙ্গের রাজনীতি ‘হিংসা’ নিয়ে এখনো উত্তাল। রাজ্যপাল জগদীপ ধনকড় দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীদের কাছে সমানে নালিশ জানাচ্ছেন মমতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। সামাজিক মাধ্যমেও তাঁর অভিযোগ, ভোটের পরও হিংসা চালাচ্ছে শাসকদল। পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা। তিনি আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে রাজ্যপালের নাম না করে বলেন, ‘ভোটের পর কোনো হিংসা হয়নি। কারও চোখে ন্যাবা হলে আমি কী করতে পারি!’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পেরে লজ্জিত হবে: সেনাপ্রধান

যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে বহিষ্কারের কারণ জানাল এনসিপি

পাহাড়ের মাটিতে এখন মরুভূমির ফলের স্বাদ

আবাসন কোম্পানির অনিয়ম অনুসন্ধানে গড়িমসি, দুদকের উপপরিচালক বরখাস্ত

বিপুল বকেয়া সত্ত্বেও ব্যবসা হারানোর ভয়ে বাংলাদেশ-নেপালে সম্প্রচার চালিয়ে যাচ্ছে ভারতীয় চ্যানেলগুলো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত