Ajker Patrika

ভারতে একদিনে করোনা রোগী শনাক্তের বিশ্বরেকর্ড

আপডেট : ২২ এপ্রিল ২০২১, ১১: ১৯
ভারতে একদিনে করোনা রোগী শনাক্তের বিশ্বরেকর্ড

ঢাকা: ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন রেকর্ড ২ হাজার ২৩ জন। দৈনিক করোনা রোগী শনাক্তের দিক দিয়ে আজ বুধবার নতুন রের্কড গড়েছে ভারত। গত একদিনে দেশটিতে রেকর্ড ২ লাখ ৯৫ হাজার জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। আজ বুধবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় এমনটি জানিয়েছে।

 এ বছর ৮ জানুয়ারি যুক্তরাষ্ট্রে একদিনে আক্রান্ত হয়েছিলেন ২ লাখ ৮৯ হাজার ১৯৫ জন। কোনও একটি দেশে একদিনে রোগী শনাক্তের নিরিখে এই সংখ্যা এত দিন সর্বোচ্চ ছিল।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে ১ কোটি ৫৬ লাখের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। ভারতে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮২ হাজার ৫৫৩ জনে।  দেশটিতে   বর্তমানে ২১ লাখ ৫৭ হাজার ৫৩৮ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছে।

এদিকে করোনা পরিস্থিতি ভয়াবহ হলেও এখনই ভারতে লকডাউন দেওয়া হবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণে এমনটি জানান তিনি।

ভারতে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে মহারাষ্ট্র রাজ্যে। দেশটির পাঞ্জাব, কর্ণাটক, ছত্তিশগড়, দিল্লি, উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলোতেও শনাক্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে।

রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসাসেবায় সঙ্কট দেখা দিয়েছে। মৃতের সংখ্যায় বেড়ে যাওয়ায় ভারতের বিভিন্ন রাজ্যে মরদেহ সৎকারেও হিমশিম খেতে হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত