Ajker Patrika

ভারতীয় নৌবাহিনীর বৈঠকে ইস্যু ‘বাংলাদেশ সংকট’

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১৬: ২৫
ভারতীয় নৌবাহিনীর বৈঠকে ইস্যু ‘বাংলাদেশ সংকট’

বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের ফলে সৃষ্ট সংকট ও দক্ষিণ এশিয়ার সার্বিক নিরাপত্তা এবং চীনের ক্রমবর্ধমান তৎপরতা পরিস্থিতি পর্যালোচনা করতে চার দিনের বৈঠকে বসছেন ভারতের নৌবাহিনীর শীর্ষ কমান্ডাররা।

আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া এ বৈঠকে চীন ও পাকিস্তানের বিষয়গুলোও গুরুত্ব পাবে বলে জানা গেছে। ভারতের প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও বার্তা সংস্থা এএনআই।

দিল্লির নতুন নৌ সদর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিক হতে যাচ্ছে। অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই প্রথম সম্মেলন। কর্মকর্তারা বলেছেন, বাংলাদেশের শাসনব্যবস্থার পরিবর্তন, চীনের ক্রমবর্ধমান তৎপরতা ও পাকিস্তানের সামরিক সহায়তার বিষয়গুলো বৈঠকের আলোচনায় প্রধান্য পাবে।

এর আগে লক্ষ্ণৌতে জয়েন্ট কমান্ডারদের সম্মেলনে অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য প্রতিরক্ষা বাহিনীকে প্রস্তুত থাকতে আহ্বান জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তাঁর আহ্বানের কয়েক দিন পরই বৈঠকের ঘোষণা দিল নৌবাহিনী।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের শুরুতে জলদস্যু এবং ড্রোন হামলার বিরুদ্ধে ভারতীয় নৌবাহিনী বেশ কিছু সাফল্য অর্জন করেছে। এবারের বৈঠকে এডেন উপসাগরে নৌবাহিনীর চালানো কার্যক্রম পর্যালোচনা করা হবে।

ভারতীয় নৌবাহিনী বছরে দুবার তাদের কমান্ডার সম্মেলন করে, যেখানে সব সিনিয়র অফিসার তাঁদের তথ্যাবলি উপস্থাপন করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত