Ajker Patrika

কাঁদলেই কিশোরীর চোখ থেকে বের হচ্ছে পাথর

কাঁদলেই কিশোরীর চোখ থেকে বের হচ্ছে পাথর

কাঁদলেই চোখ থেকে বের হচ্ছে পাথর। আর তাতেই ভয় পাচ্ছেন এলাকাবাসী। ভারতের উত্তর প্রদেশের ১৫ বছর বয়সী কিশোরীর এই খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। 

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, উত্তর প্রদেশের কনৌজের গাদিয়া বালিদাসপুরের বাসিন্দা এই কিশোরী। তার অভিভাবকেরা জানিয়েছেন, গত কয়েকমাস ধরে সেই কিশোরীর চোখ অনেক শুকিয়ে গিয়েছে। আর কাঁদলেই বের হচ্ছে ছোট ছোট পাথর।

এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকাবাসীদের মধ্যে। তাঁদের ধারণা কিশোরীর ওপর কোনো 'অতৃপ্ত আত্মা' ভর করেছে। সেই কারণে এমনটা হচ্ছে।  

এই ধরনের ঘটনা অতি বিরল।  এরা আগে ইয়েমেনে এক ১২ বছরের কিশোরীর এমনটা ধরা পড়েছিল। তার ক্ষেত্রে চোখ থেকে বের হচ্ছিল একই ধরনের পাথর।

এ নিয়ে চক্ষু বিশেষজ্ঞরা বলছেন, এমন ঘটনার ব্যাখ্যা সেভাবে নেই। সম্ভবত পাথরের কাজ, অর্থাৎ মার্বেল, পাথর কাটা ইত্যাদি করলে চোখে, নাকে গুঁড়ো প্রবেশ করতে পারে। সেটাই অশ্রু থলিতে কোনোভাবে আটকে যাচ্ছে। অশ্রু থলির গঠনে ত্রুটি থাকার কারণে সেগুলি জমে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। তবে এ বিষয়ে সঠিক করে কিছু বলা যাচ্ছে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত